পাতা:রঙ্গমল্লী.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፀ ब्रछाभईौ অন্ধ স্থবির। খুব কাছে। একটু চুপ কর...এখনি গর্জন শুনতে পাবে।••• ( সমুদ্রের হলহল শোনা গেল ) দ্বিতীয় অন্ধ আমি কেবল ওই বুঢ়ীদেব মস্তব পড়া শুনতে পাচ্ছি। অন্ধ স্থবির। কাণ পেতে শোনো, ঐ মস্তবের মধ্যে থেকেই সমুদ্রের আভাস পাবে। দ্বিতীয় অন্ধ ই, পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমাদেব কাছ থেকে খুব বেশী দুর বলেও বোধ হ’চ্ছে না । অন্ধ স্থলিব ঘুমিয়ে ছিল ; বোধ হয় জেগে উঠল। প্রথম অন্ধ আমাদের এমন জায়গায় আনা তার ভারি অন্তায় ; ও শব্দটা আমার মোটেই ভাল লাগছে না । অন্ধ স্তবির তোমরা তো জান......... এ দ্বীপটি তেমন বড় নয় ; কাজেই, আশ্রমের বাইরে একবার এসে পড়লেই ওই শব্দ । দ্বিতীয় অন্ধ আমি কাণ দিই নে । তৃতীয় অন্ধ অাজকে যেন একেবারে নাকের গোড়ায় বলে মনে হ’ছে ; এত কাছে ও আওয়াজ আমি ভালবাসি নে ।