পাতা:রঙ্গমল্লী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার ዓ፭» उिँौम्न अझ আমরা এ কোথায় ! ষষ্ঠ অন্ধ আমি দাড়িয়ে উঠুছিলাম...মাথায় কঁাটাগাছ লাগল ; চারিদিকেই কাটা------••• হাত পা মেলতেও আর সাহস হচ্ছে না। তৃতীয় অন্ধ षांषझ। ७ ८कtक्षंtग्न । অন্ধ স্থবির জানবার জোটি নেই! ষষ্ঠ অন্ধ আশ্রম থেকে খুবই যে দূরে এসে পড়া গেছে তাতে আর ভুল নেই ; কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। তৃতীয় অন্ধ অনেকক্ষণ থেকে আমি ভিজে পাতার গন্ধ পাচ্ছি। ষষ্ঠ অন্ধ আমাদের মধ্যে কেউ কি দৃষ্টি থাকৃতে এ দ্বীপ দেখেনি ? কেউ বলতে পারে না আমরা কোন জায়গায় এলাম ? অন্ধ স্থবিরা আমরা সবাই এখানে আসবার আগেই চোখ হারিয়েছি। ७वंथंब पञझ আমি, দেখা যে কেমন, তাই জানিনি। डैिौम्न अङ्क মিছেমিছি উৎকণ্ঠ বাড়াবার দরকার নেই ; মোহান্ত এখনি