পাতা:রঙ্গমল্লী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার ԵՖ একজনেরও একবিন্দু জ্ঞানবৃদ্ধি হ’য়েছে ? আমি তো বুঝতেই পাচ্ছিনে,—এটা দিন দুপুর না ছপুব রাত । ষষ্ঠ অন্ধ আমি দিন দুপুরে বেরুনোই পছন্দ করি। আমার মনে হয় যেন ভারি একটা উজ্জলতাব মাঝখানে এসে পড়েছি ; আর মনে হয়, যেন চোখ দুটো আবার তেমনি ক’রে খুলে যাবে। তৃতীয় অন্ধ আমি আশ্রমে বসে আগুণ পোহানই পছন্দ করি। আজ সকালে মনের সাধে আগুণ পোহানো গেছে । দ্বিতীয় অন্ধ আমরা রোদ পোহাব এইটেই যদি তার ইচ্ছে ছিল, তা" উঠানে আমাদের বসিয়ে দিলেই হ’ত ; দিব্যি ঘেরা জায়গা ; ছটুকে বেরিয়ে পড়বার ভয় নেই ; কবাট বন্ধ ক’রে দিলে আর ভয়ট কিসের ? আমি তো সদসৰ্ব্বদা দুয়োর বন্ধ ক’রেই বসে থাকি। তুমি যে বড় আমার কমুয়ে হাত দিলে ? প্রথম অন্ধ আমি কেন হাত দিতে যাব ? আমি তোমায় নাগালই পাই নে । ष्ट्रेिडैौग्न अङ्क বলছি আমি••••••••• নিশ্চয় কেউ আমার কমুরে হাত দিয়েছে ! প্রথম অন্ধ আমরা কেউ না । उिँौग्न अङ्क আমি আর এখানে থাকৃতে চাইনে। ()