পাতা:রঙ্গমল্লী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 রঙ্গমল্পী অন্ধ স্থবিরা হে ঠাকুর ! হে দয়াময় ! বলে দাও আমরা কোথায় ? ষষ্ঠ অন্ধ জায়গাটা প্রায় ঠাউরে ফেলেছি......আমাদের আশ্রম হ’চ্ছে মহানদের ওপারে ; আমার বোধ হচ্ছে বুড়ো জাঙ্গালের উপর দিয়ে এপাবে এসেছি। মোহান্ত আমাদের দ্বীপের উত্তর দিকৃটাতে এনে ফেলেছেন। এ জায়গাটা মহানদ থেকে বোধ হয় খুব বেশী দূর হবে না ; সবাই একটু চুপ, চাপ থাকলে স্রোতের শব্দও শোনা যেতে পারে। ঠাকুর যদি না ফেরেন তবে আমাদের ঐ নদের ধারেই যেতে হ’বে ; ওখানে দিনরাত বড় বড় জাহাজ যাওয়া-আসা করে, মাঝিরা দেখতে পাবে......আমরা তীরে দাড়িয়ে আছি। আবার মনে হ’চ্ছে বাতি-ঘবের কোলে যে বন ...এ সেই জায়গাটা ; এ বনের নিগম আমার জানা নেই ;...তোমরা কেউ আমার সঙ্গে আসবে ? প্রথম অন্ধ বস, বস ; আর একটু দেখ, নদীর পথ আমরা কেউ জানিনে ; তার উপর আশ্রমের চারিদিকেই জলাভূই; আর একটু দেখ, তিনি আসবেন—আসতে হবেই। बर्छ अक्क আসবার সময় কোন কোন পথ দিয়ে আমরা এসেছিলাম, তা" কারে। মনে আছে ? তখন কিন্তু মোহান্ত ঠাকুর বেশ বুঝিয়ে দিয়েছিলেন । প্রথম অন্ধ আমি কানই দিইনি।