পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী উপাখ্যান कि इऐन झोझ झोग्न ! কোথা সৰ মহাকায়, তেজঃপুত রাজপুত্ৰগণ ? প্রভাতে উঠিয়ে তারা, যুঝিয়ে দিবস সারা, शृंदनां८षरठ बुनिज नग्रन । কে ভাঙ্গিবে সেই ঘুম ? cषांद्र कांजांनज शृश, বেরিয়াছে পলকের দ্বার । মুদিয়াছে হৃদিপদ্ম, বীরত্ব মধুর সদ্ম, নাহি তাহে শূসের সঞ্চার। ধরাতলে লোটাইয়ে, নাসারন্ধ পসারিয়ে, তুরঙ্গ পতিত শত শত। বিসফারিত তবু তায়, শূন্য নাহি আসে যায়, চিবুকেতে রসনা নির্গত। ধূনিত কার্পাস-প্রায়, ফেন-লালে শোভা পায়, नबैौन भागिज मूरवांमल । মরকত বিজটায়, কিবা শোভে পতিভায়, গুচছ গুচছ ক্ষুদ্র মুক্তাফল । অদূরে আরোহী তার, পদোষের পদাকার, আধ-বিমুদিত নেত্ৰে পড়ি। সে তনু কাঞ্চন সম, छ्जि প্রিয়া-প্ৰিয়তম, ধূলায় যেতেছে গড়াগড়ি। যে অধর সুধাকর, ८य नशनं ङेनौदन्तः, ছিল পেয়সীর পিয়ধন। সেই অধরেতে আসি, বয়সী সুখেতে ভাসি, চক্ষে চঞ্চু করিছে ঘাতন । হত হিন্দু নৃপমণি, উঠে জয় জয় বনি, যবনের শিবির-ভিতর । নিৰ্ম্মাণার্থ রাজাদিগকে উপদেশ দিয়াছেন এবং শকুন্তলা প্রভৃতি নাটকে এইরূপ মেঘমন্দিরের নির্দেশ আছে। পুতু্যত নিবিধৃত এবং সুস্থতাকল্পে এবশ্বকার স্থানে বাস করা যে অতি হিতকর, তাহাঁতে আর সন্দেহমাত্র নাই। এতদ্দেশে ইউরোপীয়ের অসুস্থ হইলেই দাজিলিং বা সিমল অথবা নীলগিরিতে প্রবাস করিতে যান। পদ্মিনীর প্রাসাদের প্রতিরূপটড সাহেবের গ্রন্থে পদও হইয়াছে, অামাদিগের নিতান্ত মানস ছিল, তাহ৷ এই গ্রন্থে প্রদান করি, কিন্তু উপযুক্ত শিল্পীর অভাবে সেই মানস পূর্ণ করিতে পারিলাম না। నమో অনিন্দ-জলধি-পর, ভাগিলেক দিল্লীশূর, ব্যস্ত হয়ে প্রবেশে নগর । এই ভাবে গদগদ, ধরি পদ্বিানীর পদ, পরিহার লইব মাগিয়া । যাতনা হইল দূর, লয়ে যাব দিল্লীপুর, কত দুঃখ তাহার লাগিয়া । রূপসী পঙ্কজহুদ, এ পদিনী কোকনদ, তথায় মহিষীপদ লবে । সবের্বাপরি যার স্থান, কমলা দেবীর * মান, এইবার লঘুকল্প হবে। এইরূপ করি কলপ, প্রবেশি প্রধান তন্ত্ৰপ, পদ্মিনীর অনুেঘণ করে। মহলে মহলে ধায়, কিছু না দেখিতে পায়, গৃহ-সজ্বজা আছে থরে থরে । জানি শেষ সমাচার, হতাশ হুতাশ সার, ললাটেতে প্ৰহাৱয় পাণি । বাষ্প বহে দুনয়নে, আত্ম-নিন্দা মনে মনে, গুরু পাপে গুরুতর গুনি । যে যত দুৰ্ম্মতি হোক, পরদুঃখে গত শোক, কিন্তু কুকক্ষ্মেতে নাহি পার। কুকীৰ্ত্তি হইলে শেষ, মানসে উদয় কুেশ, অলঙঘ্য নিয়ম বিধাতার । কহিল আমিীরগণে, "জান দেখি সযতনে, কে আছে ভীমের বংশে আর । হইয়াছে যা হবার, অনুেষণ কর তার, সমুচিত শেষ প্রতীকার। করি তাহে লাল-বন্দী, পাতিয়ে প্রণয়-সন্ধি, দিল্লীপুরে করিব প্রয়াণ ।” শাহের আদেশ পেয়ে, দূতচয় যায় ধেয়ে, বিজয়ের করিতে সন্ধান ।

  • ইনি গুজরাট-অধিপতির মহিষী ছিলেন। আলাউদ্দীন নেহারওয়ালা অধিকার পূর্বক উক্ত ভূপতির অন্যান্য সম্পত্তির মধ্যে কুলকামিনীগণকে হরণ করিয়া লইয়া আইসে। কমলাদেৰী অসামান্য রূপলাবণ্যবতী ছিলেন, তস্কৃজন্য অলি তাঁহাকে প্রধান মহিষী করে এবং তদবধি হিন্দু নৃপতিলঙ্গনীগণ-হরণে লোলুপ হয়।