পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مoلا भुँबिज गकल श्ल, গিরি-গুহা শিলাতল, ঝুরি ঝোপ বন উপবন । ন পাইল তত্ত্ব তার, শূন্যময় নৃপাগার, ফিরে গেল সম্রাটু-সদন। ওখানে বিজয় শুর, ত্যজিয়ে চিতোর-পুর, পিতৃশব সঙ্গেতে লইয়। পুৰুৱে সৎকার করি, হৈল বীর দেশান্তরী, ভৗলবার প্রদেশে যাইয়। রাহুগ্ৰস্ত শশি-পায়, মুনিমনে ফেরে রায়, সঙ্গে লয়ে যত পরিবার । কি বণিব সে সকল, বাহুল্য বর্ণন ফল, সিন্ধুসম সীমা নাই তার। যত সব রাজপুত্র, বীরত্ব-বীরত্ব-সূত্র, নৃপবংশ-সমাজে প্রধান । बनर्दौरर्षT नांश् िठूल, যার ভয়ে অরিকুল, চিরদিন ছিল কম্পমান। পরম পৌরুষ বল, সাহস সুখের স্থল, স্বাধীনতা আনন্দ-আকর । অগণিত অসম্ভব, গুণরতুরাজি সব, বিভূষিত যত বীরবর। তাহাঁদের কীৰ্ত্তিভানু, দিন দিন পরমাণু, প্রায় হয় কালের দশনে । বিনাশে নিস্তার পায়, আছে মাত্র সদুপায়, কবিতার অমৃত-সঞ্চনে। করাল কালের কাণ্ড, যেন সব ক্রীড়া-ভাও, এ বন্ধাও আয়ত্ত তাহার। কি মহৎ কিবা ক্ষুদ্র, कि बुझिनं क्दिा श्रृंझ, তার কাছে সব একাকার । সিংহাসন-অধিষ্ঠাতা, শিরোপরে হেম-ছাতl; ধাতা প্রায় প্রতাপ যাহার। তাহার যেরূপ গতি, - অনুদাস ছনুমতি, মরণেতে তারে সে প্রকার। ৰে পথে মান্ধাতা গত, কোটি কোটি কত শত, সেই পথে যায় দীনগণ । মান্ধাত মনুর জন্য, नांष्टेि यांतःि श्रं वनं, - এক পথ আছে চিরন্তন । থাকে কিছু কীৰ্ত্তিলেশ, নাম মাত্র থাকে শেষ, সেই শুদ্ধ কবির কল্যাণে ( ' ' ब्रेनेनॉर्ण-अं६कलौ কে জানিত যুধিষ্ঠিরে, ভীষ্ম দ্রোণ কর্ণবীরে, যদি ব্যাস না বর্ণিত গানে। : কোথায় মাহিষযতী, কোথা বা সে দ্বারাবতী, কোথায় হস্তিন। শৌরসেনী ? কোথায় কৌশাম্বী আর, কিবা চিহ্ন আছে তার, বহে যথা তটিনীর শ্রেণী। • যেই পথে তারা গত, সেই পথে অবনত, ভরদ্বাজ ঋষির আশ্ৰম। পাতার কুটার বলি, कडू कांज नशंबनी, করে নাই স্বতন্ত্র নিয়ম ৷ মধু মাসে মনোহর, সেীরভেতে ভর ভর, প্রফুল্ল ফুলের কত শোভা । কিন্তু দেখ নিরখিয়ে, ক্ষণে যায় শুকাইয়ে, ক্ষোভিত ক্ষুধিত মধুলোভা ৷ কালের নাহিক বোধ, নাহি মানে উপরোধ, বড় সুখে বড় রূপে বাদী ৷ সুখ-পুষ্প যথা ফুটে, অতি বেগে তথা ছুটে, কটমট বিকট-নিনাদী । কিবা চারু রূপধর, কিবা বহু ধনেশূর, কিবা যুবা নানা গুণধর । কালের সুভোগ্য সব, হয় তার মহোৎসব, পেলে হেন খাদ্য পরিকর । , শোকে তাপে জরা যেই, তাহার বিপক্ষ নেই, কাল তারে চিবায় সঘনে । এমন নিদয় আর, ত্ৰিজগতে মেলা ভার, শিহরিত শরীর স্মরণে । হা রে রে নিদয় কাল । এ কি তোর কৰ্ম্মজাল, শোভা না রাখিবি ভব-বনে । यथा क्छूि cमर्थ उांज, ना ॐांश्ब्र ऋचंकांज, জালে বদ্ধ কর সেইক্ষণে । ওরে রে কৃষক কাল। কি করিছে তব হলি, - कaiज-छक्रजि बृचि श्रीनि । উত্তম ৰাছের বাছ, ফলপ্ৰদ স্বত গাছ, অনায়াসে উপাড়িয়া যায়। ബ=. • সম্প্রতি ইউরোপীয় পণ্ডিতের দির্ণয় করিয়াছেন, কোশীপুর প্রয়াগের সিফট করা" মামক স্থানে স্থাপিত ছিল।