পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান স্বকৃষক যেই হয়, পরিপক্ক শস্যচয়, সে করে ছেদন সুসময়। তুই কাল নিদারুণ, নাহি জ্ঞান গুণাগুণ, কাটিছ তরুণ শস্যচয় । शिक् कांज कांजाबूथं । ভারতের কোন সুখ, ন। রাখিলে ভুবন-ভিতর । কোথ) সব ধনুৰ্দ্ধর, কোথা সব বীরবর, সব খেয়ে ভরিলি উদর । কি আছে এখন আর, দাসত্ব-শৃঙখল সার, প্রতি পদে বাধা পদে পদে । দুর্বল শরীর মন, ম্ৰিয়মাণ হিন্দুগণ, তত্ত্বহীন মত্ত দ্বেষ-মদে । यःळउ: जकलि थग, ঘোরতর মোহ-তম, সদাচছনু মানব-নয়নে । সুখ-সূৰ্য্য সুবিমল, বিষাদ বারিদদল, পরিবর্ত হয় ক্ষণে ক্ষণে । যশোরূপ ইন্দ্ৰধনু, অসার তাহার জনু, তনু তনু হয় প্রতি পলে। ১১১ কিবা প্রেম কিব৷ আশা, সৌন্দর্য্য মধু বাসা, অচিরাৎ ভস্ম কালানলে । সুখ দুঃখ বলাবল, প্রভুত্ব দাসত্ব বল, কালচক্রে ঘুরিতেছে সদা । কন্তু উদ্ধে কভু নীচে, কভু আগে কভু পিছে, এই ভাব দেখা যদা তদা । ভারতের ভাগ্যজোর, দুঃখ-বিভাবরী ভোর, ঘুম-ঘোর থাকিবে কি আর ? ইংরাজের কৃপাবলে, মানস-উদয়চিলে, জ্ঞানভানু প্ৰভায় প্রচার। শান্তির সরসী-মাঝে, সুখসরোরুহ রাজে, মনো-ভৃঙ্গ মজুক হরিশে। হে বিভো করুণাময় । বিদ্রোহ-বারিদচয়, আর যেন বিষ না বরিমে। শুন হে পথিকবর ! সাঙ্গ হলো অতঃপর, মনোহর পদ্মিনী-আখ্যান । যদি আর থাকে ক্ষুধা, যোগাইব কাব্যসুধা, এইরূপ হৃদে ধরি ধ্যান ।