পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeş য়াছেন ; আমি সৰ্গৈক ভিন্ন সমুদয় সর্গে তনিয়ম खवजधन कब्रिग्नांछ् ि। মহাকবি এই কাব্য উনবিংশতি সর্গে সমাপ্ত করিয়াছেন, এমত কিংবদন্তী-কিন্তু কুমারসম্ভব অথাৎ কাত্তিকেয়ের জন্মের পূর্বে হর-পাৰ্ব্বতীর পরিণয়-বর্ণনায়ক সপ্তম সর্গ পর্য্যন্তই কালিদাসরচিত বলিয়৷ সৰ্ব্বদেশে প্রসিদ্ধ। অনেকে কহেন, উত্তর সর্গ সকল তাঁহার প্রণীত নহে, তত্তাবৎ ভোজরাজের সভাসদৃ কালিদাস-খ্যাত অন্য এক কবিকর্তৃক রচিত। ফলত: সপ্তম সর্গ পর্য্যন্তে যেরূপ কবিত্বচছটা বিকীর্ণ অাছে, তাহার সহিত অবশিষ্ট সর্গ সকলের রচনার তুলনা করিলে এই কথা অসঙ্গত বোধ হয় না । অনেকে আবার কহেন, অষ্টম সর্গে হর-পাৰ্ব্বতীর বিশম্ভ বিহারবর্ণনায় মহাকবি অত্যন্ত অশ্লীলতা অবলম্বন করিয়াছেন, সুতরাং ধাক্ষিকগণ সপ্তম সর্গ পর্য্যন্তের সমাদর করিয়া অবশিষ্টাংশ পরিত্যাগ করিয়৷ থাকেন, এ কথাও অতি সঙ্গত, ইহাতে হিন্দুজাতি যে একান্ত অশ্লীলতার পরবশ নহেন, ইহাই সপ্রমাণ হইতেছে। সম্প্রতি পণ্ডিতবর তারানাথ তর্কবাচস্পতি কর্তৃক এবং বারাণসীতে প্রকটত পণ্ডিতাৰ্থ্য পত্রে উত্তরসর্গসমূহ প্রচারিত হইয়াছে, এতক্তিনু আমি উৎকলদেশে দুইখানি হস্তলিখিত কুমারসম্ভব গ্রন্থে ঐ সকল সর্গ পাঠ করিয়াছি, তাহাতে অষ্টম সর্গে যত অশ্লীলতার আশঙ্কা ছিল,

  • * ब्रत्रलांल-अंशांदली

उउ अंब्रिजांटमं मृहै इग्न नाहे । वैशंब्रा नषषकांtवा नजब्रांछन्न वॉणव्र श्रृंiठं कब्रिग्ना पंटिकन, उँीशদিগের নিকটে অষ্টম সর্গের বিহার-বর্ণন-ঢৰুনোদসমীপে ডমরুংবনিবৎ উপলব্ধ হইবে, সন্দেহ নাই। যাহা হউক, ঐ সগে সন্ধ্যাবর্ণনাটির স্থানে স্থানে অতি মনোজ্ঞ কবিত্বচছটা বিকীর্ণ হইয়াছে, আমি তাহা অনুবাদপূর্বক পুস্তকপরিশিষ্টে প্রদান করি লাম । আমি এই গ্ৰন্থরচনায় অনুবাদের অনুরোধে কোন কোন স্থানে ২১টি অতিরিক্ত শবদ সংযোগ করিয়াছি, কোথাও বা ২১টি শবদ পরিত্যাগ করিতে বাধিত হইয়াছি, ফলত: সাধ্যমতে মহাকবির ভাব সংরক্ষণ করিতে যতুের ত্রুটি রাখি নাই । মহাকবি কালিদাস কোনূ সময়ে বর্তমান ছিলেন, তাহার কবিত্বের চমৎকারিতা, তাহার মনুষ্য-প্রকৃতিতে সমীচীন জ্ঞান এবং নৈসৰ্গিক শোভা-বর্ণনে অপরিমিত শক্তি প্রভৃতি সমালোচনাপূর্বক এই স্থলে দিবার বাসনা ছিল, কিন্তু তৎপ্ৰবন্ধ রচনা করিতে করিতে গ্ৰন্থপ্রমাণ হইয়। উঠিল, সুতরাং তাহ স্বতন্ত্ররূপে প্রকাশ করা যাইবে । झ०iलि ! ১ ভাদ্র, ১২৭৯ শকাবদ । _ _