পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমার-সম্ভব கயடுக প্রথম সগ উত্তরেতে অাছে দেবাত্মক দেবধাম, আচলের অধিরাজ হিমালয় নাম, পূর্বাপর ভাগ যার পয়োনিধি-গত, রহিয়াছে মেদিনীর মানদণ্ড-মত।।১।। দোহনেতে দক্ষ মেরুবরে পরিহরি, যারে শৈলগণ বৎস প্রকল্পনা করি, দীপ্তিমান মণি মহৌষধি সবিশেষে, দুহিয়াছে ধরণীকে পৃথু-উপদেশে ৷৷ ২ ৷৷ পরিমাণশূন্য রতুয়াজির পূভব, হিম হেতু নহে তার গৌরব লাঘব । গুণসমূহেতে এক দোষ লুপ্ত করে, কলঙ্ক নিমগ্ন ইন্দু করে নিজ করে ৷৷ ৩ ৷৷ ণুেখরের ধাতু-অভিা লাগি মেঘচয়ে, আকালেতে সন্ধ্যা বোধ হয় হিমালয়ে । মনোহর অপসরার তাহে মন হরে, বিভ্রমেতে অসময়ে বেশ-ভূষা করে । ৪ । যার কটিতটাবধি গিয়ে মেঘচয়, নিমু সম ভূমিভাগে ছায় বিস্তারয় ; সুিগ্ধ ছায়ে থাকি বৃষ্টি-ব্যস্ত সিদ্ধগণ, ভানু-করেজ্বিজল শৃঙ্গে করেন গমন ৷৷ ৫ ৷৷ সংহারিল সিংহগণ দ্বিপ দলে দলে, রুধিরাক্ত পদচিহ্ন ধেীত হিমজলে, সে চিহ্ন অভাবে নখে মুক্ত মুক্তচিয়, কেশরী কোথায় গেল কিরাতেরে কয়।।৬।। যথায় ভুর্জের ত্বচু-পত্রিক সুন্দর, কুঞ্জরের বিন্দু সম শোণ-বিন্দুধর ; বিদ্যাধর-বালাগণ তাহে অনুরাগে লিখয়ে অনঙ্গলেখা ধাতু-রস-রাগে ৷৷ ৭ ৷৷ SB যেই গিরি-দরীমুখ-জাত সমীরণ, বংশের বিবর-ভাগ করি সম্পূরণ, গানে রত গন্ধৰ্ব্বগণের সনিধান, স্বর-সংমিলন হেতু চড়াইছে তান ৷৷ ৮ ৷৷ করিগণ ঘরষণ করিয়াছে হনু, সরল-বিটপিবৃন্দ তাহে ছিল তনু, ক্ষরিয়াছে ক্ষীরধারা গন্ধে মনোহর, ভরিয়াছে সুরভিতে কন্দরনিকর ৷ ৯ ৷৷ কিরাত-দম্পতি পতি গত-অন্ধকার, কন্দরের অভ্যন্তরে প্রভাব সঞ্চার, রজনীতে বিনা তৈলে ওষধিনিকর, হইয়াছে সুরতের প্রদীপ সুন্দর । ১০। যেখানে তুষাররাশি পথে শিলীভূত, সে কারণে পদাঙ্গুলি সদা কুেশয়ত, শোণি-পয়োধর-ভারে ভারাক্রাস্ত তায় । কিনুরীর গতি-মান্দ্য কখন না যায়। ১১ ॥e দিবাভীত অন্ধকার নিবসি কন্দরে, রাত্রিচর প্রায় রক্ষা পায় ভানুকরে ; শরণ-আগত অতি ক্ষুদ্র জন পতি, নিতান্ত মমতাশীল মহতের মতি।। ১২ ৷৷ চমরী-লাঙ্গুল-ক্ষেপ কিবা শোভাকর, নিদিয়া চন্দ্রের দু্যতি আতি শুভ্রতর ; গিরিরাজ নাম গিরি ধরে সত্য বটে, এ হেন চামর যার দুলায় নিকটে ।। ১৩ । কাচলী হরিছে কান্ত তাহে সুলভৃজিতা, কিনুর-কামিনীকুল বিভ্রম-মছ্‌জিত ; দেব-মেঘমালা পলম্বিত-কলেবরে, গুহাগৃহদ্বারে যবনিকা • কাৰ্য্য করে ।১৪।।

  • বিলাসগৃহ-দ্বারে যবনিকা অর্থাৎ পদ্ধ ব্যব

হার অতি পুরাতন রীতি, সন্দেহ নাই। যবনিক