পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুন শুন অপরূপ, ছিল পুথী পুরাকালে, দিবা-অবসান-কাল, কৰ্ম্মদেবী यांन्न गरत ८छ्ॉो ८शांक, यांगि छुट्टै वछ । এই মিথ্যা মান-মদ্য পানে সবে দড় । রসন। রসের স্থান অতি সুকোমল । নাহি তাহে অস্থি এ কি সামান্য কৌশল ? ঈশূরের অভিপ্ৰেত ইহাতে প্ৰকাশ । অস্থিশূন্য জিহা অতি লালিত্য নিবাস। সে রসনা হইয়াছে পরুিষ্য অলিয়। বিবেকের অনুবৰ্ত্তী রসন না হয়। কিবা মিত্র, কিবা ভূত্য, বন্ধু পরিজন । ধন সত্ত্বে কিছুতেই না পায় চেতন । জ্ঞান ধনে ধনী যেই সে হয় পাগল । সেই লোক যে বকে অনর্থ অনর্গল ৷৷ সেই প্রিয় মিথ্যা স্তবে তুমিতে যে পারে। সেই দুষ্ট, যেই তাহা সহিবারে হারে। সেই ঘূণ্য, যে কহে বচন সাদা সিধা। সেই পূজ্য, যার মনে শঠতা বিবিধ । যার আছে টাকা, তার আগে পূজা কর। আfতর গোলাপে তার কলেবর ভর || যার নাই টাকা, জ্ঞানধনে যেই ধনী । সমরণ যাহার বুদ্ধি, বল রতুমণি । সে অতি অগ্ৰাহ্য কিবা তার উপরোধ ? তাঁর ভাগ্য কেবল ভৎ সন৷ আর ক্ৰোধ । "তার উক্তি তার যুক্তি মূল্য যার নাই । দম্ভবলে বলে বলী কিছু নাই চাই। নাহি বিভু বিশ্বেশুর, নাহি পাপ পুণ্য। এ জগতে মজ৷ সার আর সব শূন্য। রাজা রুজি বাৎ চিৎ সেই মাত্র ধন্য । ধ্যান জ্ঞান, মিথ্যা সব, যে যা কর অন্য । ఏ জ্ঞানী নাই, সাধু নাই, নাহিক বিবেক । ধনে মানে যেই বড় সেই বড় এক । জ্ঞান মিথ্যা, ধৰ্ম্ম মিথ্যা, জ্ঞানী কেহ নাই । ধৰ্ম্মী কোথা ? কেন দেয় ধৰ্ম্মের দোহাই ? এ জগৎ আছে শুদ্ধ সুখের কারণ। যার অাছে ধন তার কি আছে বারণ ? মজা কর নানামত যাহা ইচছা হয়। জন্মেছে কেবল শুদ্ধ মুখের আশয় । অস্থি মাংস যাহা চায়, কর তাহা অাগে । এর পর আছে কিছু মনে নাহি লাগে । কিছু না দেখিতে পাই কারে বলে মন । ভোজ্য পান চাই তনু পোষণ কারণ। আর যাহা, ধন বিনা পূরণ কে করে। সে মৰ্ম্ম কি বুঝিবেক বিদ্যাবা নরে ? কিবা ছাঁর গৃ স্থপীঠ, তত্ত্বের সন্ধান ? কিব পর উপকার, হিতকার্য্যে দান । হায় কেন হেন দশা হইল এ দেশে । প্ৰাণ যায়, প্ৰাণ যায় মৰ্ম্মান্তিক কুেশে । সে কালের শিষ্টাচার গিয়াছে সকল । সমরিলে কবল হয় হৃদয় বিকল । এইরূপ আক্ষেপ করেন দ্বিজবর । বিগত হইল নিশ। দ্বিতীয় প্রহর । করিল সঙ্গীত স্থির জানিয়া সময় । নিদ্রীয় নিহারে রুদ্ধ নয়ন-নিচয় । মুদিয়ে পলক দ্বার সুমুপ্ত সকলে । সুখদ স্বপন উঠে হৃদয়-কমলে । পরদিন পদোষে সকলে আসি বসে। দ্বিজেন্দ্র তোম্বেন কৰ্ম্ম দেবী-কথা-ব্রসে । Tদ্বতীয় সর্গ কৰ্ম্মদেবী-কথা তার পর । থাকিত উদ্যান মনোহর । খেলিত যতেক কুলবালা । 总 স্বরস সলিল কূপ, তুলি ফুল চারু করে, অন্ত:পুর-অন্তরালে, কেহ বসি তরুমূলে, কুমুমিত কুঞ্জ-জাল, নায়কের ভগু সুেহ, পতির লোহাগভরে কেহ বা রচিত গুচছমালা । রঞ্জিত তুলিক তুলে, লিখিত বিচিত্র চিত্রপটে । কবিতা রচিত কেহ, বসিয়ে নিৰ্বর-সনিকটে ।