পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমার-সম্ভব (७२) আপনার বরে, ভুবন-ভিতরে, - তারকাখ্য মহাসুর, যথা ধমকেতু স্বষ্টিনাশ হেতু, হইয়াছে বিভাসুর । (99) তার পুরে রবি, খরতর ছবি, একেবারে পরিহরে, শুধু সরোবরে, কমলনিকরে, বিকলে বিহিত কবে । (98) সবৰ্বদ সকল, কলানাথ-কলা, - স্বেচছমতে ভোগ করে, কেবল যে কলা, হর-শিরোজুজলা, তাহারেই নাহি হরে । (96) কুসুমহরণ, দোষে সমীরণ, আরামে বিরাম ডরে, থাকি দৈত্য-পাশে, মৃদুমন্দ শুীসে, ব্যজনীক কৰ্ম্ম করে । (SE) ক্রম অনুসার, ত্যজি অধিকার, ভয়ে সব ঋতুকুল, মালার সমান দিতেছে যোগান, অকালে বিবিধ ফুল। (oa) তার উপায়ন, বিবিধ রতন, छजशग्न निरखांमहत्व, श्रृंटे बमबषि, ना शग्र छजषि, পৃতীক্ষায় কাল হরে। (Ob) शुभंब निकब्र, बठूब्रांछि-शब, বাসুকি ভুজঙ্গরাজ, সারা বিভাবরী, স্থিরভাব ধরি, করে পৃদ্বীপের কাজ । (98) আসি অনুক্ষণ, তার দূতগণ, কলপক্রমে হরে ফুল, }}} অনুগ্রহ-আশে, ইন্দ্র ভাবে ত্রাসে, কিসে রবে অনুকূল। (80) এরূপে আরাধ্য, হয়ে সে অবাধ্য,

  • *ौफ़िरश् छूबनजम,--- পৃতি অপকারে, দুর্জনে নিবারে,

উপকাবে শাম্য নয়। (8.5) যে নন্দনবনে, সুরবধূগণে, দয়ায় তুলিত দল, সেই তরুগণে, কৰ্ত্তনে পাতনে, নিপাত কৰিছে খল। (8ર) ঘুমালে অধম, মৃদু শ্বাস সম, ব্যজনী-বাজনে বয়, নয়নের বারি, নয়নে নিবাবি, সুরনবী বন্দিচয়। (89) রবির তুরঙ্গ-খুর-কৃত-ভঙ্গ, সুমেরু-শিখরাবলী, আপন আলয়ে, বচিয়াছে লয়ে, উপগিলি * কেলিস্থলী ৷ (88) দিক্‌-হস্তী-মদ, যে হয় আম্পদ, হেন মন্দাকিনী-জলে, জাত হেমপদা, হরি নিজ সদা বাপীতে রোপেছে বলে। (86) তাঁর আসাভয়ে, স্বগপথ চেয়ে, খিলভাব অবিভাব, ভুবন-লোকন-মুখ দেবগণ, (8b) যাঞ্জিক অধবরে, হবা দান করে, বৃথা আমাদের তরে, नाशि करब अनूठांब ।। • উপবনমধ্যে কেলিশৈল রচনা করা ভারতবর্ষের পুরাতন পথ, ইয়োৰোপীয়দিগেৰ মধ্যে অধুনা প্রচালত হইয়াছে।