পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সর্গ এইরূপে পুরোভাগে রুদ্র কোপে কাম, দগ্ধ দেখি পাৰ্ব্বতীর ভগু মনস্কাম, আপনার রূপে ধিক্ মানে মনে মনে,--- সকল সৌন্দর্য্য প্রিয় হলে পিয়জনে ॥১৷৷ সার্থক করিতে রূপ শৈলরাজস্থতা, তপস্যাচরণে মনে অতিনিষ্ঠা-যুতা, সেইরূপ পতিপ্তেম, সেইরূপ পতি, তপস্যাবিরহে কভু হয় কি সংপ্ৰতি ? ২। মহেশে মানসমুগ্ধ পাণের নন্দিনী, মুনিৰ্বতে বৃতা শুনি, নগেন্দ্র-মোহিনী, সুমহৎ সমাধির নিবারণ-তরে, কুমারীরে কোলে করি কহে সুেহভরে ॥৩৷৷ আছেন আমার গৃহে কুলদেব দেবী, করহ কামনা পূর্ণ র্তাহাদিগে সেবি, কোথা তপ, কোথা তব তনু সুকুমার ?--- শিরীষে ভ্রমর সহে নহে পক্ষি-ভার ॥৪৷৷ তপস্যায় স্থির-বুদ্ধি নন্দিনীরে রাণী, নিবারিতে না পারিলে কহি হেন বাণী, ইষ্ট প্রতি নিষ্ঠ আর নিমুগামী পয়, বেগ ফিরাইয়া দিতে কেব৷ ক্ষম হয় ? ৫। হবে যাহে ফলোদয় হেন বতে সতী, বনবাসে রত হতে দৃঢ় অভিমতি, মনোরথবিজ্ঞ পিতা-স্থানে চারুমতি, প্রিয়সখী দ্বারা চাহিলেন অনুমতি ॥৬৷৷ অনুরূপ অভিমতে পূীত সবিশেষ, গরীয়ান্‌ গিরিগুরু দিলেন আদেশ, চলিলেন গোরী শিখি-শোভিত শিখরে, তার নামে খ্যাত যারে করে লোক পরে ॥৭৷৷ • অধুনা হিমালয়ের যে অংশ গৌরীশঙ্কর অর্থব মাউণ্ট এবরষ্ট নামে খ্যাত, তাহাই গৌরীশিখর হইতে পারে। অপর গঙ্গোত্তরীয় নিৰুে কেদারগঙ্গা মায়ী নদী গৌরী-কুণ্ড হইতে প্রবাহিত । - טכ

  • A*

अनिवार्य इष्ठछ्भउँौं शिबिचब्रदोजी, চন্দনবিলাপকারী লোল মুক্তামাল, ত্যজি বালারুণ বর্ণ স্তন পরিসরে, বঁধিলেন ছিন-ভিনু ত্বচ পরিকরে ॥৮৷৷ উমামুখে মধুর চিকুর চিকণিয়া, বাড়িল মাধুর্য্য তাঁর জট বিনাইয়া,--- নিকর ভ্রমর বটে বিভাত কমল, শৈবালেও তার শোভা প্রকাশে আমল ॥৯৷৷ কাঞ্চীগুণ স্থানে গৌরী বতের বিহিত, মুঞ্জময়ী ত্ৰিগুণ মেখলা পরিহিত, না। পারিতে আলোহিত হইল জঘন, রোমাবলী শিহরিত হয় ঘন ঘন ॥১০৷৷ নিঃশেষেতে মুছিলেন অধরের রাগ, স্তনৰ্বাগে আরুণিত যার দেহভাগ, হেন ক্রীড়াকদুকে ত্যজিলে গিরিৰাল, কুশক্ষত অঙ্গুলীর সর্থী অক্ষমালা ॥১১৷৷ পার্ব-পরিবর্তে র্যার কেশচ্যুত ফুল, মহামূল্য শয্যাতেও করিত আকুল, সেই দেবী বাহুলতা করি উপাধীন, বালুময় যজ্ঞভূমে পড়ি নিদ্রা যান ॥১২৷৷ শৈলরাজ-সুতা বত-ধারণ-কারণ, দুই স্থানে দুই বস্তু করিলা স্থাপন,--- মৃগে লোল-দৃষ্টি আর বিলাস লতায়, তপঃশেষে পুন তাহা গ্ৰহণ-অাশায় ॥১৩৷৷ অতন্দ্রিতা হয়ে উমা ক্ষুদ্র-তরুগণে, বৰ্দ্ধন করেন ঘটস্তন-প্রস্রবণে, কুমার অগ্রজ এই কুমারনিকরে, কুমার নারিলা সুেহ কমাইতে পরে ॥১৪II লালনা করেন দিয়ে বন্য বীজঞ্জিলি, তাহে এত বশ হলো কুরঙ্গ-আবলি, তাহাদের নেত্র সহ কৌতুক-অন্তরে, জুকিতেন সখীগণ-নয়ননিকরে ॥১৫৷৷ সুনি সমাপন-পরে হোম সমাধান, ত্বচের উত্তরী করি আঙ্গেতে পিথান, শ্রুতিপীঠে নিবেশিত আসে ঋষিগণ, ধৰ্ম্মজ্যেষ্ঠে কনিষ্ঠতা না মাসে কখল ॥৯৫