পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ তপ্ত শূীসে বেদন করিছ নিবেদন, তৰু মম সংশয় ন হইল ছেদন, তোমার পtথনা-যোগ্য না দেখি সংসারে, পাখিত দুৰ্ল্লভ তবে হলো কি প্রকারে ? ৪৬৷৷ কেব। সে কঠিন যুবা, বাঞ্ছিত তোমার, হায় হেন দশা দেখি উপেক্ষ তাহার । উৎপলবিহীন কর্ণ কলমা-পিঙ্গল, শুর্থ জটাজালগ্ৰস্ত কপোল-মণ্ডল ॥৪৭৷৷ তপতাপে তব তনু তনু অতিশয়, ভানু-করে কালীবর্ণ ভূম্যস্থানচয়, দেখি তোম দিনে শশিরেখার আকার, মাহি হয় সহৃদয় হৃদয় কাহার ? ৪৮৷৷ তবানন-বন্ধু চারু চতুর লোকন, কুটিল কটাক্ষযুক্ত চঞ্চল নয়ন, ধিক্ ধিকৃ তোমার বল্লভ রূপমদে, অনিবার না হেরিল এ শোভা-সম্পদে ॥৪৯৷৷ আর কত কাল গোরি। যাবে এই শমে ? আছে হে সঞ্চিত মম তপ পূর্বাশমে, তাঁর অৰ্দ্ধভাগ লয়ে লভ পিয় ধল, বিশেষ জানিতে চাহি কে বাঞ্ছিত তব" |৷৫০৷৷ ७श्क़रश्न दिछमू८शं शन-यडिजांघ, শুনি উমা নন ক্ষমা কপিতে প্রকাশ, অঞ্জনবিহীন নেত্রে সঙ্গিনীৰ পতি, ইঙ্গিত-ভঙ্গীতে দৃষ্টি করেন পার্বতী ॥৫১৷৷ সখী কহে, “শুন তবে অহে বন্ধচারি। জানিবার যদি তব ইচছা এত ভারী--- যে কারণে শতপত্র-অতিপত্র-পায়, এই তনু নিয়োজিত তপ: সাধনায়।।৫২৷৷ বাসব, বরুণ, যম, আর যক্ষপতি বিভবেতে অবমতি করি মানবতী, মদম-নিগ্রহে রূপ ব্যর্থ হয় র্যারে, cझम इ८ब्रू धे हाँग्न बांजमा बब्रिवॉटॅग्न IId७II ब्रथनोण-अंदांबलौ। দগ্ধতনু অতনুর শিলীমুখ বাণ, হরের হুঙ্কারে হয়ে বিহত সন্ধান, উমায় হৃদয়ে গিয়ে পশিয়ে গভীর, কৃশ করিতেছে এর কোমল শরীর ॥৫৪৷৷ তদবধি সমর-শরে ক্ষত কলেবর, ললাটক “ চন্দনেতে অলকা ধূসর, পিতৃগৃহে শিশির-সংঘাত শিলাতল, তাহাতে শয়ন করি না হন শীতল ৷৷৫৫৷৷ চন্দ্রচূড়-মুচরিত রচি বনাস্তরে, গিরিবালা গান গান গদগদম্বরে, কিনুর-কুমারীকুল সহচরীগণ, করুণা কfতর হয়ে করয়ে রোদন ৷৷৫৬৷৷ ত্রিযামার শেষভাগে ক্ষণেকের তরে, নেত্র মুদি অমনি জাগিয়ে তায় পরে, ’কোথা যাও নীলকণঠ’---বলি সম্বোধন, বৃথা কন্ঠ লক্ষ্য ক'রে কর-প্রসারণ ॥৫৭৷৷ ‘অন্তর্য র্মী তোমারে হে কহে বুধগণ, অধীনীর ভাব জ্ঞাত নহ কি কারণ ?” শিবমূৰ্ত্তি লিখি উমা বিজনেতে বসি, ভ্ৰমে তায়ে এই কথা কহেন রূপসী ॥৫৮৷৷ ভবনেশ-ভৰ্ত্ত লাভে কতই ভাবনা, অন্য কিছু উপায় না দেখি বরানন, আমাদের সঙ্গে লয়ে পিতৃ-অনুমতি, তপোবনে তপস্যায় প্রবৃত্ত পার্বতী ॥৫৯৷৷ সর্থী-হস্ত-জাত তপ: সাক্ষী তরুগণ, সাক্ষাতে দেখহ ফল করিছে ধারণ, কিন্তু তার মনোরথ মহেশে আশ্ৰয়, অদ্যপি অঙ্কুর তাঁর দৃষ্ট নাহি হয় ॥৬০ তপতাপে তনু তনু ই হার নেহারি, সখীগণ নিবারিতে নারে নেত্র-বারি, কবে সে দুৰ্ল্লভ দয়া করিবেন তীয়, ইন্দ্ৰ-পায় অনাবৃষ্টি পীড়িত গীতায় " ॥৬১৷৷ •হিগোটক ইতি প্রসিদ্ধ।