পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్రి রজলাল-গ্রন্থাবলী পূীতিভরে প্রফুল্লিত বদনমণ্ডল, জামাতার আগে অাগে চলে হিমাচল, পণ্য-বীথিকার পথে আগুল্ফ-প্রমাণ, পুষ্প বরিষয়ে পুরে প্রবেশে ধীমান্ত ॥৫৫৷৷ সেইক্ষণে পুরাঙ্গনা যত মদালসী--- হর-দরশনে মনে ললিত লালসা, পরিহরি অন্য কাৰ্য্য-চেষ্টা সমুদয়, প্রাসাদে প্রাসাদে গিয়ে হইল উদয় ॥৫৬৷৷ জfনলীয় * দ্রুতপদে গমনে চঞ্চলা, বিমুক্ত-বন্ধন মালা, বিযুক্ত-কুন্তলা--- বাধিতে বিনোদ বেণী নাহি অবকাশ,--- কোন ধনী ধায় করে ধরি কেশপাশ ॥৫৭৷৷ প্রসাধিক কারো পদে আবৃত পরায়, রঞ্জন না হ'তে শেষ টেনে নিয়ে তায়, মন্দগতি ত্যাজ বেগে বাতায়নে চলে, দুই পদ দ্ৰব্য-রাগে দাগে গৃহতলে ॥৫৮৷৷ অপর দক্ষিণনেত্রে রঞ্জিয়ে অঞ্জন, সে রাগে বঞ্চিত করি বাম বিলোচন, রঞ্জনের তুলী করে করিয়া ধারণ, বাতায়ন-সন্নিধানে করিল গমন ॥৫৯৷৷ জালাস্তরে অন্যা করে কটাক্ষ-চালনা, চঞ্চল-গমন-ভরে চলিতে চেলনী, নীবি-স্থানে করে ধরি রাখিতেছে বাস, নাভিমধ্যে কঙ্কণের প্রতিভা-প্রকাশ ॥৬০৷৷ অৰ্দ্ধ গাথা না হইতে রতন-রসনা, উঠিয়ে ধাইল ছুটে কোন বরাননা--- পায় পায় মণিমুক্ত যেতেছে পড়িয়ে-- ब्रश्लि शैॉर्थन-गूठा थशूरé खफ़िरग्न II७SII সাধুগন্ধ-সুরভিত সে মুখনিকর, पन ८कोजूझ्जयूऊ नग्रन-वगब्र,

  • জালশব্দে জান্‌লাকে বুঝায়, অন্তঃপুরের জাল পূর্বকালে কি ইয়োরোপে কি আসিয়াখণ্ডের সভ্য জাতিদিগের মধ্যে ধাতুকাঠ, প্রস্তর অথবা ইষ্টক-বিরচিত জালদ্বারা আবৃত হইত, এই জন্যই জাল-শব্দের উৎপত্তি হইয়া থাকিবে । জানলা শব্দ বোধ হয়, জালশব্দের অপভ্রংশ।

বাতায়ন-আয়তনে স্থান নাহি অার, হইল সহস্রদল-কমল-আধার ॥৬২৷৷ হেনকালে রাজপথ-প্রাপ্ত ত্রিলোচন, পুঞ্জ পুঞ্জ পতাকায় ভূষিত তোরণ, দিবাদীপ্ত চূড়াচয়, প্রাসাদ উপরে, আরো দীপ্ত হলো হরশির-শশি-করে ॥৬৩৷৷ অন্য বস্তু জ্ঞান-বিরহিত বামাগণে, সেই মাত্র রূপ পান করিছে নয়নে, সকল ইন্দ্রিয় যেন একত্র হইয়ে, পবেশিল তাহাদের নয়নেতে গিয়ে ॥৬৪৷৷ কহে, “ধন্য ধন্য কোমলাঙ্গী অপর্ণরে, স্বান বুঝি রত ঘোর তপস্যা-আচারে, যে হরের দাসী হলে সার্থক জীবন, সে হরের আঙ্কে হবে ইহার শয়ন ॥৬৫৷৷ পূহণীয় এই দুই রূপের আকর, যদি না করিত বিধি যুক্ত পরস্পর, তবে এ উভয় রূপ-বিধান কারণ, বিফল হইত সব বিধির যতন ॥৬৬৷৷ কে বলে হরের কোপে দহিল মদন ? এ আকারে কোপোদয় না হয় কখন,— রূপ নিরখিয়ে লজজীবশে ফুলশর, আপন আপনি ত্যজিয়াছে কলেবর ॥৬৭৷৷ শুনি লো স্বজনি আজি এ কি ভাগ্যোদয়, মহীধর-মনোরথ সিদ্ধ সমুদয়, কতই উনুতি শিরে ধরণী ধরিয়া, উনুতির শেষ হবে জামাই করিয়া।" ৬৮৷৷ এইরূপ গিরি-পুরাঙ্গনাগণ-মুখে, শ্ৰুতি-সুখকরী কথা শুনি শিব সুখে, কেয়ুর-চুণিত লাজে সমাকীর্ণ দেশ, হিমালয়-নিলয়েতে করিলা প্রবেশ ॥৬৯৷৷ শারদ-নীরদগুন্ত্র বৃষ পরিহরি, হরি-কর ধরি অবতীর্ণ যেন হরি • আগে প্রবেশিলে পরে সরোজ-আসন, প্রকোণ্ঠে-প্ৰকোষ্ঠে যান দেব-ত্রিলোচন ॥৭০৷৷ ° সূৰ্য্য।