পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমার-সম্ভব ృలికి পরে ইন্দ্রে আগে লয়ে দেবতাসকল, সপ্তঋষি-পূর্ব যান মহামুনিদল, তার পরে শিবগণ গিরি-গৃহে গত, শুভকৰ্ম্ম-পরে পরমার্থ পুঞ্জ-মত ॥৭১৷৷ যথাবিধি মহেশ করিলে অধিষ্ঠান, রতুযুক্ত অর্ঘ্য গিরি করেন প্ৰদান, মধুপর্ক আর নব দুকুল বসন, মন্ত্রপূত পরে হর করেন গ্ৰহণ ॥৭২৷৷ চেলি পরাইয়ে পুরচারী সুবিনীত, বধু-সনুিবানে বরে করিল বিনীত, সফুট-ফেনরাজিযুক্ত সমুদ্র সমান, নব শশি-করে গত বেলা-সলিধান ৷৷ ৭৩ ৷৷ সমুজুজুল কাস্তিযুত উমাচন্দ্রানন, প্রফুল্ল করিল হর-কুমুদবয়ন,--- নিরমল জল পায় পুসা হৃদয়, উমা-আবির্ভাবে যেন শরদ উদয় ।৭৪ ৷৷ পরস্পর দরশনো সুকাতর চিত, বাসনা প্রবল কিন্তু চপল চকিত, ক্ষণে স্থির হয় ক্ষণে সহিতে না পারি, লুন্থজাভয়ে আমনি মুদিত চক্ষু চাপি ।। ৭৫ ৷৷ হর-ডরে সার সাব প্রকাশিতে নাবে, উমার শরীরে রহে প্ৰচালু আকারে, আরক্ত অক্ষুলে তাপ অঙ্কুর সঞ্চরে, গিরিদত্ত কর হর ধলেন স্বকবে || ৭৬ 11 উমাদেহে রোমাবলী শিহরিল রসে, শিবের অঙ্গুলী স্বিনু সে সুপ-পরশে,--- অতনুর আবির্ভাব সমান বিভাগে, বধূ আর বরে বিভাজিত অনুরাগে ।। ৭৭ ৷৷ অন্য বর বধূগণ বিবাহ সময়, যাহারে উদয়েতে শোভার উদয়, সেই শিব শিব বর বধূ বেশধারী, হেন শোভা মনোলোভা বণিতে কি পারি 11৭৮৷৷ পজুলিত হুতাশন সমুনুত জুলে— কিবা বিভা বর-বধু প্ৰদক্ষিণ কালে--- "למ দিবা-বিভাবী যেন সংমিলিত কায়, সুমেরু বেষ্টনা করি ঘুরে ঘুবে যায়।। ৭৯ ৷৷ নিীলিত আঁখি পরশন সুখভরে, তিনবার পতিপত্নী পদক্ষিণ পরে, পুরোহিত-চিত উমা জুলিত জুলনে, লাজাঞ্জলি বিমোচন করেন সেক্ষণে ।। ৮০ ৷৷ গুরু-উপদেশে গৌরী গন্ধে বিমোহন, লাজাঞ্জলি ধূম মুখে করেন গ্ৰহণ--- শিখা বিসপিয়ে তার কপোলফলকে, কর্ণ-ইন্দাবর শোভা আপিল পলকে ৷৷ ৮১ ৷৷ বিবাহ-বিহিত সেই ধূম-সমাকুলে, যবান্ধুর কর্ণপূব মুনি শ্রুতিমূলে, তাপি হ’তে বিগলিত দলিত অঞ্জন, অরুণ অস্বিনু গণ্ড করিল রঞ্জন ।। ৮২ ৷৷ পুরোহিত কন, “কন্যা কব গো শবণ, তব লিবাহের সাক্ষী এই হুতাশন, অতএব ভৰ্ত্তী সহ না করি বিচার, কপিবে গো যথাবৎ ধৰ্ম্মের আচাল ।”৮৩ ৷৷ অপাঙ্গ-সমীপবৰ্ত্তী শবণে ভূপানী, গ্ৰহণ করেন সেই পুরোধার বাণী--- নিশিপেপ তাপে তপ্ত। যথা বসুন্ধরা, পপল পয়োদ-ক্তলে সুিগ্ধ কলেবরা ।। ৮৪ ৷৷ নিত্য পতি নীলকণঠ পিয়দরশন, কহিলেন “ধ্রুবতার কর বিলোকন”--- মুখ তুলে লহুজাভরে ক্ষীণস্বধে তারা, কোনমতে কহিলেন, “দেখিলাম’ তারা II৮৫। বিধি-বিজ্ঞ পুরোহিত বিধি সমাশিয়া, সমাপ্ত করিলে পরে পরিণয়-ক্রিয়া, প্রজাপুঞ্জ-মাতাপিতা উমা-উমাপতি, পদ্মাসনস্থিত পিতামহে করে নতি।। ৮৬ ৷৷ বধু-পতি আশীৰ্বাদ করেন বিধাতা, “হও মা কল্যাণি, বীর সস্তানের মাতা,” যদিও বিধাতা হন বাক্যের ঈশুর, হর-আশীর্বাদে তাঁর না সরিল স্বর । ৮৭ ৷৷