পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥8% 8J) উদ্যোগ বিহনে ধন না হয় অর্জন । ক্ষীরোদ মথিয়া সুধা পিয়ে মুরগণ। 88 আপদেও অবিকৃত স্বভাব সাধুর। পাবকে পড়িয। গন্ধ বিতৰে কপুল । 8& আপৎসমযে সাধু ভাবে শোভাকর। রাহুগ্ৰস্ত সুধাকল দ্বিগুণ সুন্দর। 8い যদি এ জগৎ কভু পদাশূন্য হয়। আবর্জনা-পরিপূর্ণ হয় বিশ্বময। , তবে কি মৃণালভোজী রাজহংসগণ। কুকুটের পৃযি করে মল অনুেষণ । - 8 ዓ মদযুক্ত মাতৃঙ্গের মস্তক-উপরে। সিংহ-শিশু পড়ে গিয মহাঘোৰ স্বরে। প্রকৃতিতে জাত এই স্বত্ব-মহাধন। বয়সের ধৰ্ম্ম ইহা নাহে ত কখন । 8b. সিংহের প্রতি শূকরের উক্তি । দশ ব্যাঘ, সপ্ত সিংহ, তিন হস্তী সনে। অবহেলে পরাভূত করিয়াছি রণে। তোমাতে তামাতে অদ্য হইবে সমর। দেখুন দেখুন আসি যতেক অমর। শূকরের প্রতি সিংহের উক্তি। যা রে যা বিহিত দূরে শুকর-নন্দন। সিংহজয়ী বলি বৃথা কর আক্ষালন। সিংহ শূকরের বলে ভেদ কত দূৰ । ভালমতে জ্ঞাত যত পণ্ডিত ঠাকুর। as বিশেষ যত্বের সহ, লিঙ্গড়িলে অহরহ, " বালুকায় তৈল পেতে পার। ङ्गजणांन-अह्वर्णौ পান করি মৃগতৃষ্ণা, সলিল-পানের তৃষ্ণ, বুঝি কভু হইবে সংহার। কদাচিৎ পর্য্যটন, করিয়া মানবগণ, শশশৃঙ্গ পাইতেও পারে। কিন্তু ভাই নিরস্তর, মুখে আরাধিলে পর, কিছু ফল নাই এ সংসারে। CoeO মকরের ভয়যুক্ত, দন্ত থেকে করি মুক্ত, সদ্য মণি উদ্ধারিয়া লও। তরঙ্গেতে অনিবার, তরলিত পারাবার, অন্তরিয়া পার হবে হও । রোমযুক্ত বিষধর, ফণী ঘোর ভয়ঙ্কর, ধর গিয়া কুসুম আকারে । কিন্তু ভাই নিরস্তর, মূৰ্থে আরাধিলে পর, কোন ফল নাই এ সংসারে । & S. যদবধি তব, ছিল হে শৈশব, তদবধি ক্রীড়াসক্ত । छ्लि यउ कांन, তরুণাতে অনুরক্ত ৷ o এলে বৃদ্ধকাল, সহ চিন্তাজাল, সতত রহিলে মগু । পরম-ঈশূরে, . আপিল অস্তরে, কন্তু না করিলে লগু । যৌবন রসাল, 仓之 দিবস যামিনী তার পদোষ প্রভাত। শিশির বসন্ত সদা করে গতীয়াত | কালক্রীড়া-রত গত হইতেছে আয়ু । তথাপি না পরিত্যাগ করে আশা-বায়ু । (RJ) . नंद्रौञ्च श्रृंजिउ ८क* शहेन शंजिऊ ॥ মুখ থেকে দন্তগুলি হইল সখনিত । করেতে ধরিয়া দণ্ড কাপিতেছে কায়। তথাপিও ভণ্ড আৰ্শী, ন ছাড়ে অামায়।