পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী வய)கம ভূমিকা রাজকাৰ্য্যের অনুরোধে বহু বৎসর হইল, আমি উৎকলদেশে প্রবাস করিলাম। আমি প্রথমে আসিয়া এই দেশের যে অবস্থা দেখিয়াছিলাম, শত গুণে তদবস্থার সংশোধন হইয়া আসিয়াছে। মৃন্ময় রথ্যাসকলের পরিবর্তে ইষ্টকময় রাজপথসকল পুস্তুত হইয়াছে। সুবিমল মৌক্তিকনিভ সলিলপূর্ণ প্রণালীপুঞ্জ দেশময় পরিভ্রমণ করিয়া কৃষি ও গতিবিধির উনুতি সাধন করিতেছে, সপ্তাহে সপ্তাহে বাষ্পীয় পোতসকল রাজধানী কলিকাতা হইতে বিবিধ বাণিজ্যদ্রব্য উৎকলের উপকূলে রাখিয়৷ যাইতুেছে এবং এ দেশ হইতে নানাপ্রকার শস্য বহিয়া লইয়া যাইতেছে, পথের দূরতা সঙ্কীণ করিয়া কুস্তির উপশাস্তি করিতেছে, সহস্ৰ সহ্য উৎকলীয় লোকদিগকে কলিকাতায় লইয়া গিয়া অদ্ভুতদৰ্শন ও ধনেপোর্জন প্রভৃতি বিষয়ে চরিতার্থ করিতেছে। বিদ্যাধ্যাপনা প্রচুররূপে বদ্ধিত হইয়াছে। সুগভীর সুনিবিড় তিমিরময় গিরিগহবরে সূৰ্য্যরশ্মির প্রবেশবৎ উৎকলে জ্ঞানালোক সঞ্চারিত হইয়াছে। মুদ্রাযন্ত্ৰসকল স্থাপিত হইয়াছে, বহুসংখ্যক উৎকলীয় গ্ৰন্থ তালপত্ররূপ তাপসবিহিত বলকল-বেশ পরিহারপূর্বক মুদ্রাক্ষরের প্রসাদাৎ রমণীয় পরিচ্ছদ ধারণ করিয়া গৃহে গৃহে বরণপ্রাপ্ত হইতেছে, ইংলণ্ডীয় এবং বঙ্গীয় উৎকৃষ্ট গ্রন্থসকল অনুবাদিত হইতেছে, সংবাদপত্ৰসকল jष्ठांब्रिउ झईय़ा, कथंक्षि९ ब्रांखनैौऊिग्न निक দিতেছে। এই সকল উপায়যোগে উৎকলীয় ভাষা এবং সাহিত্য দৈনদিন পরিষ্কৃত এবং সংশো . ՀՖ ধিত হইয়া আসিতেছে। পরমেশ্বর গরল হইতে অমৃতের স্বষ্টি করেন, দুভিক্ষরূপ দারুণ দণ্ড পেরণপূর্বক রাজপুরুষদিগের চক্ষুরুন্মীলন করিয়া দিলেন, চিরবৃণিত উৎকলদেশের প্রতি তাহাদিগের কৃপাদৃষ্টি পতিত হইল, তাহাতে এত শীত্ব অশেষবিধ শুভানুষ্ঠানের উদ্যোগ হইল। বস্তুত: উৎকলদেশ ঘৃণাৰ্ছ দেশ নহে, অত্রত লোকের পূর্ব কীৰ্ত্তিকলাপ দর্শনে সহৃদয়মাত্রেরই হৃদয়ঙ্গম হইতেছে যে, উৎকলীয় লোকের মানসে অনেকগুলি গেীরবভাজন শক্তিবীজ নিহিত আছে এবং তাহার এক সময়ে বীরত্ব এবং ধীরত্বভূষণে ভূষিত ছিল। বঙ্গপ্রদেশের সহিত এ প্রদেশের প্রতিবেশিতা সম্পর্কবশতঃ বহু কাল পর্য্যস্ত সুপরিচয় আছে। বঙ্গদেশের শেষ অধিপতি মুসলমান-অত্যাচার হইতে রক্ষা পাইবার জন্য এই দেশেরই আশয় গ্ৰহণ করিয়াছিলেন। বৈদিক-বিপ্ল-কুলতিলক বিশূন্তর মিশ্ৰ--যিনি শ্ৰীকৃষ্ণচৈতন্য নামে পশ্চাৎ পরিবৃজিকাবস্থায় বিখ্যাত হন, তিনি এই উৎকলদেশেই আপনার মত প্রকৃষ্টরূপে প্রচার করিয়া বৌদ্ধধৰ্ম্মকে এককালে এ দেশ হইতে নিষ্কাশিত করেন । বলিতে কি, এক্ষণে উৎকলের তৃতীয়াংশ লোক তাহারই মতাবলম্বী, তাহাকে ঈশুরাবতার বলিয়৷ মান্য করিয়া থাকে। অপর মোগলদিগের সময়ে মহারাজ টোডরমল্ল বহুতর বঙ্গীয় কায়স্থকে এই দেশে আহ্বান করিয়া ভূমির পরিমাণ এবং রাজস্ব নিৰ্দ্ধারণাদি রাজকাৰ্য্যসকল শৃঙ্খলাবদ্ধ করেন, তাহাতে এদেশীয় লোকের সহিত আমাদের দেশীয়