পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਡ਼ioੋੜਝਿੜੜ੍ਹੇ। প্রথম সগ সচন৷ - দক্ষিণ জলধি-তীরে, नैौलस्थिति नैौलनैौहत्व, শোভিত কলিঙ্গ * নাম দেশ । কন্দর কেদার বন, অগণন সুশোভন, পূবাহিত তটিনী অশেষ । রিন্ধ্যপাদে সমুদ্ভূত, অমৃত-উদক-পূতা, রতু-রেণুময়ী মহানদী।

  • উৎকলদেশের পৌরাণিক নাম ; মহাভারতের তীর্থfধ্যায়-পর্বে কলিঙ্গদেশে বৈতরণী নদীর ও তৎকূলবৰ্ত্তী দেশাদির বর্ণন আছে, সুতরাং মহাভারত রচনার সময়ে উৎকল শব্দের স্বষ্টি হয় নাই, মহাকবি কালিদাস রঘুবংশে উৎকল শবদ ব্যবহার করিয়াছেন, ইহাতে উৎকল শব্দের অপেক্ষাকৃত আধুনিকতা প্রতিপন্ন হইতেছে। বাস্তবিক বঙ্গতাখাতের প্রায় সমস্ত পশ্চিম তীর, অর্থাৎ সুৱৰ্ণরেখা হইতে কর্ণাটদেশের উত্তরসীমা পর্য্যন্ত পূর্বকালে কলিঙ্গ নামে বিখ্যাত ছিল, এই দেশ তিন ভাগে বিভক্ত বিধায় ত্রিকলিঙ্গ বলিয়া উল্লিখিত হইত, উত্তর বা উৎকলিঙ্গ উক্ত দেশের উত্তর ভাগের নাম ছিল। উৎকলশবদ এই উৎকলিঙ্গ শব্দের অপভ্রংশ, এমত সম্ভব। অপর তৈলঙ্গ বা তেলিঙ্গ৷ খনও ত্ৰিৱলিঙ্গ শব্দের অপভ্রংশ, এমত প্রতীত

হয় ।

  • মহানদীর কোন কোন স্থানে বিশেষত: সম্বলপুরের নিকটে তদৃগর্ভে হীরকাদি প্রাপ্তি হইয়। থাকে। সাধারণত: নানা বর্ণের উপলপুঞ্জ বালুৰণতে পাওয়া যায়। নীলমণি হালদার কটকে বারস্থানকালে এই সকল চিত্রোপল সংগ্ৰহ কৰিত্তেন ।

মেধাসন * সমাশিয়া, ব্ৰাহ্মণী বন্ধার প্রিয়া, মাননীয়া যথা বিষ্ণুপদী। স্বর্ণরেখা, চিত্রোপলা, খরস্রোতা সুবিমলা, অতি পূণ্যতর বৈতরণী । দেবী, দয়া, পাচী সতী, কুশভদ্র গন্ধবর্তী, ভুবনেশ গমন-শরণী। প্রগাঢ় ভক্তির ফল, পঞ্চদেবতার স্থল, ভারতে প্ৰসিদ্ধ পঞ্চপুর। নিরখি জুড়ায় নেত্র, বিরজার চারু ক্ষেত্র, যাজপুর তীর্থের ঠাকুর। গয়ামুর-নাভিকুণ্ডে, পিণ্ড দিয়ে পিতৃমুণ্ডে, কৃতকৃত্যু হয় জনগণ। ক্রপদ-নন্দিনী সঙ্গে, পঞ্চপাণ্ডু-পুত্র রঙ্গে, করিলেন যথাবগাহন। } হর-ক্ষেত্র ভুবনেশ, ধরি গোপালিনী ! বেশ, গোচারণ করেন অভয় | একাম-কাননে লীলা, মহামায়া প্রকাশিলা, সঙ্গেতে বিজয়া তার জয় । গোপালের বেশে হর, তার প্রেম-ভিক্ষাপর, গোপালিনী তৃষায় কাতর। শূলাধাতে সূর হর. নামে শ্ৰীবিলু-সাগর, সরোবর চলিলেন ত্বরা । ভোগবতী কুঁড়ি জল, প্রবাহিত অনর্গল, যথা গৌরীকুণ্ড পুস্রবণ।

  • যে পর্বতে ব্ৰাহ্মণী নদীর জন্য, তাহার নাম মেঘাসন, মেঘমালা তচচূড়াবলীতে সৰ্ব্বদা আসীন ।

+ মহাভারতীয় বনপৰ্ব্বান্তর্গত তীখাধ্যায় পর্বে আনুপূবিক বৃত্তান্ত দ্রষ্টব্য। একাষ-পুরাণে সবিস্তর বর্ণন আছে। রামপ্রসাদ সেনের ভিত্তিমূল। কালীকীৰ্ত্তনের উপপুরাণই