পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী কিবা কালাস্তের কাল, শ্রমিত ব্যাষের পাল, দীর্ঘদেহ বৃষভ-সোসর। বিকট প্রকটতর, १खानि उझच्हङ्ग, অrখি দুটি দেউটি প্রখর । কি ভয়াল অরণ্যানী, ভাবিলে শিহরে প্রাণী, হয়-ধবনি আকাশ-ভেদিনী । তর্জন-গর্জন রব, করে হিংস পশু সব, লম্বেফ ঝম্পে কম্পিত মেদিনী । ভগু-হনু উচচ-হনু, শীর্ণতনু ফুল্লতনু, কত জাতি বানর বিহরে । কুন্তীর হাঙ্গর চয়, সুখে চরে জলাশয়, নদী কিবা হ্রদ-পরিসারে । বিশাল বিশাল শাল, সরল অর্জন তাল, বোধিক্রম ঘট তরুবর । হরীতকী বিভীতকী, পিওঁীতকী আমলকী, গিরিমল্লী জয়ন্তী কেশর। সপ্তপর্ণ উড়ুঘর, কোবিদার নাগেশূর, মধুক্ৰম পীলু কন্দৱাল । नैौश्रृं ८जांशु, यक्लझन्न, পিয়াল পিপাসাহর, পারিভদ্র পুক্ষ কৃতমাল। পলাশ পুনুগি চারু, বন্ধ দারু দেবদারু, . তিনিশ শিরীষ সুকুমার। শমী শ্যাম করুবক, অশোক চম্পক বক, সিন্দুক তিন্দুক বহুবার। বিবিধ বিহঙ্গচয়, গান করে মধুময়, নানা রঙ্গে সুরঞ্জিত কায় । স্বেচছামতে খায় ফল, পিয়ে নির্বারের জল, বিলসিত তরু-লতিকায় । শূন্যে উড়ে ভগ্নদ্বাজ, নানা স্বরে ভীমরাজ, থেকে থেকে জাগাইত বনে । ডাকে বন-পারাবত, স্বরে গম্ভীরতা কত, চাতক ডাকিত ঘন ঘনে । বনপ্রিয় সেই বনে, পরম আনন্দ-মনে, করিত স্বগণে সুখে বাস। কনারেতে সারি সারি, আলাপ করিত শারী, यांश शब्रि कि मधून उॉष । না ছিল বন্ধন-ত্রাস, সুখে বিহরিত চাষ, দিবানিশি ডাকিত দাতুহ। Yoo লইয়৷ স্বদল সঙ্গে, ময়ূর নাচিত রঙ্গে, প্রসারিয়া কলাপসমূহ। কুকুভ চকোর লাব, খঞ্জনে কিবা ভাব, রমণীয় নেত্র অনুকারী। তাম্রচুড় স্বর্ণচুড়, জীবঞ্জীব গুড়গুড়, বিষ্ণু-ভক্ত শুক বনচারী। কিবা নদী গর্ভ ময়, চরিত কদম্বচয়, চক্রবাক সারস শরাল । মৃণাল লইয়া মুখে, সন্তরিত মহাসুখে, দল-বল বঁধিয়ে মরাল । রজনীতে ঝিল্লীরবে, নিদ্রায় নিস্তব্ধ সবে, কেবল জাগিত ব্যাঘ্রগণ । নয়নে মশাল জুলে, আহার অনুেমি চলে, মাঝে মাঝে ভীষণ গর্জন । কোটি কোটি হীরাচর, তিমির করিত দূর, বনে জোতিরিক্ষন-নিকর । যার গুণে চলদল, অপুষ্পেও অবিরল, অগ্নিময় পুষ্পের আকর। এইরূপে কত কাল, ছিল বন্য-পশু-শাল, মহারাণ্যময় এই দেশ । প্রকৃতির আদিমূৰ্ত্তি, কাননে পাইত সক্ষুক্তি, মনুষ্য তায় কবিত প্ৰবেশ। পরাক্রাস্ত আর্য্যজাতি, কলে লয়ে বেদবতী, এল পঞ্চনাদ পার হয়ে | ব্যাপ্ত আর্য্যবৰ্ত্তময়, অনার্য্য অসভ্যচয়, কাননে পলায় পাণ লয়ে। উত্তরেতে হিমালয়, * দক্ষিণেতে শিলোচচয়, বিন্ধ্য নামে সীমার নির্দেশ ।

  • আর্য্যের প্রথমে আসিয়া সরস্বতী এবং দৃষদুতী নদী-মধ্যস্থিত ব্ৰহ্মাবৰ্ত্ত, অর্থাৎ দিল্লীর উত্তরপশ্চিম প্রদেশে বাস করিযাছেন ; যথা মনু:,--- ‘সরস্বতী-দৃষদ্বত্যেদেব-নদ্যোর্যদন্তৱম্। তং দেব-নিৰ্ম্মিতং দেশং বন্ধাবৰ্ত্তং প্রচক্ষতে।” পরে আর্য্য-পরিবার ক্রমে বদ্ধিত হইলে বন্ধধিদেশ অর্থাৎ কুরুক্ষেত্র, মৎস্য অর্থাৎ আধুনিক মাছেরী, পঞ্চাল অথাৎ কান্যকুব্জ এবং শূরসেন