পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কহিছে কে যেন, পুরী নাম-খেয়, যাহার কৃপায়, এত অহঙ্কার, সে ভক্ত অামার, ভুলিয়াছ আপনায়। আজি তুমি গজপতি তারে হেলা ছনুমতি । দীশুরে দিয়াছ কীর। চক্ষে তার শতধারা । আমিও অভুক্ত, সত্বেরে যাইয়া, সদা মত্ত মন, রাজযোগ্য রীতি, কহ সূপকারে, লয়ে তার মাত্রা, দাশরথি না হইবে । তবে সে ক্ষমা পাইবে কাঞ্চীকাবেরীর জয় । প্রতিজ্ঞ ভুলিয়া রয়। পর্যুষিত অনুভোগ । कांशगेकांहदन्त्री Sశివా “এত দৰ্প কেন ? কালি ছিলে হেয়, | রাজা উড়িষ্যায়, মম সূপকার, কি দোষ তাহার ? যদবধি মুক্ত, দেহ ছাড়াইয়া, ভুলিয়াছ পণ, নহে এই নীতি, দিউক আমারে, কর যুদ্ধযাত্রা, নিশাশেষে শুভ-যোগ ।” স্বপন ভাঙ্গিল, নৃপতি জাগিল, চলে দ্রুত কারাগারে । সূপকার-পায়, নিপতিত বারে বারে । করি নমস্কার, "ক্ষম মোরে অতিরোষ । তুমি পুণ্যবান, না জানি করেছি দোষ । পর্যুষিত অনু, • সেবা প্রয়োজন, করহ ঠাকুর মোর। করহ থাকিতে ঘোর ।" দণ্ডবৎ কায়, মাগে উপহার, ভকত প্রধান, ভৌগেতে প্রসনু, যেবা আয়োজন, • কথিত আছে, এই সময় হইতে জগনার্থ দেবের পর্যুষিত অনুে একটি ভোগ দিবার প্রথা পচলিত হয় । - যথা সংগোপন, ভোগ সমর্পণ, শিরেতে লইয়া যায়। যাত্রী করে বীর, দক্ষিণ প্রাচীর, পরিক্রম করি যায় । যুড়ি দুই হাত, শত প্ৰণিপাত, শিহরিত কলেবরে । যথা ভক্তিভরে, মৃদু মন্দস্বরে, শীনাথের স্তব করে। “প্ৰসীদ দেব মাধব । যমচৰ্চয়ন্তি সাধব । গজেন্দ্র-মোক্ষ-কারকং খগেন্দ্র-দপ-হারকা । অনন্তশক্তি-ধারকং কৃতাস্ত-ভীতি-বারকস্ । নিতান্ত-শাস্তি-দায়কং নিশান্তকারি-নায়ক । ত্রিদেব-গীত-গৌরবং নমামি-পূত-রেীরব্য। বপুঃ মুরারিভৈরবং প্তশাস্ত-ভৃঙ্গ-কৈরব । নমঃ কৃতাস্তবারিণে ভবাদ্ধি-কর্ণধারিণে । সুরারি-গৰ্ব্বগঞ্জন । নদী-পদাবজ নিগত । সুরাপগ। পদং গতা । নমামি দেবমীশুরম্। অসংখ্য ভানু-ভাস্বরস্থ । অশেষ-পাপনাশনং সুধারসাবতারণম্। সমরামি নাম তাঁরণং আয়ে নিদান-কৰ্ম্মণামৃ । কৃপানিধান পাহি মান্থ। অসংখ্য-রেণুরাজিত:, অসংখ্য-জীবপূরিত: । অসংখ্য-লোক-গুব্রিফত: ভবে ভবন্তমাশিত: । নমামি বিশ্বকারবে, তরিস্তমোভবার্ণবে ।