পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ মুশীল তরুণী যথা মৃত্যুমুখে ধায়। ভানুর কিরণে হিম-কণিক। শুকায়। মরীচ-কেদারে মুখে ডাকিছে হরীত। সরসীর তীরে শ্রত সারসের গীত। চক্রবাক চক্রবাকী শৈবলিনী-তীরে । সংমিলন-মুধানীরে অভিষিক্ত ফিরে । বনপ্রিয় কেশরের কাননে কুহরে। অমৃত বরিষে কিবা শবণ-কুহরে। বৈতালিক যথাকলে ঘণটানাদ করে । উঠিলেন গজপতি প্রভাত-পুহরে। যথাবিধি উপদেশ কবিয়া প্ৰদান। দূতে পাঠাইল রাজা শক্ৰ-সনিধান। পুরী প্ৰবেশিয়া শোভা নিরখিতে দূত। দেবতার ক্রিয়া প্রায় সকলি অদ্ভুত। কে ন জানে কাঞ্চীপুর পুরীর প্রধান। ভারতে ছিল না হেন পুরী বিদ্যমান। বহুদূর ব্যাপিয়া পরিখা পরিসর । পৃ বলা অপগ। প্রায় দৃশ্য ভয়ঙ্কর ৷ পবন-প্রবাহে তাহে প্রবাহ উদয়। স্থানে স্থানে ঘোরচক্র আবৰ্ত্ত-নিচয় । চারি সেতু চারিধারে নিৰ্ম্মিত পাষাণে। প্রহরী পুরুষপুঞ্জ স্থিত স্থানে স্থানে । কৃতান্তের দ্বারসম চারি পুরীদ্বার। হস্তিনখে • সুশোভিত তার দুই ধার। বুলিছে কবাট-বাট লৌহের নিগড়ে । কার সাধ্য সহসা প্রবেশে সেই গড়ে। পরিখা অন্তরে বপ পৰ্ব্বত-আকার। তার পরে প্রস্তরেতে রচিত পাকার। নানারম্য হর্ষ্য আর প্রাসাদ প্রচুর। পরিপাটী সৌধ অন্তে চারু অন্তঃপুর। মনোজ্ঞ মণ্ডপ মঠে কপোত-পালিকা । বাজীশালা হস্তিশালা, পানীয়-শালিকা ৷ মহtধনি-গৃহগণ অতি শোভমান। স্বস্তিক সৰ্ব্বতোভদ্র তথা বৰ্দ্ধমান। शृं*ख श्रृंक्रमं उशी यनिन्ल-निकब्र । কত উপবন পুষ্পবন মনোহর ।

  • बूझन्छ ।

ब्रत्रलांज-óचांदलौ রাজপথ-পাশেৰ্ব শ্রেণীবদ্ধ তরুচয়। স্থানে স্থানে তড়াগেতে পরিপূর্ণ পয়।। ফুটে ফুল কমল কছুরি ইন্দীবর। ঝাঁকে ঝাকে উড়ে বসে ভ্রমরী ভ্রমর । সন্তরে বিহরে কত সরাল মরাল। থেকে থেকে ডাকিছে ডাহুক পালে পাল। সরণীর দুইধারে শোভে সারি সারি। নানারূপ মণিহারী দোকানী পসারী। মণিকার-মণ্ডপে রমণী-মনোহর । সুসজ্জ্বজিত বহুমূল্য রতু স্তরে স্তর। মরকত পদ্মরাগ, বিক্রম-বৈদুৰ্য্য। রতুরাজ হীরা, যথা গ্ৰহপতি সূৰ্য্য। মণিময়, মুক্তাময়, প্রকারে প্রকার। গেস্তিন নক্ষত্রমালা, আদি নানা হার । অঙ্গুরীয়, কণিকার, কেয়ুর, কটক । কিঙ্কিণী, কঙ্কণ, কাঞ্চী, মঞ্জীর, হংসক । চূড়ামণি, চন্দ্রসূৰ্য্য কিরীট, তরল। ললাটকা, সীমস্তিকা, রতু ঝলমল । বসিয়াছে সাজাইয়া তন্তুবায়গণ । কোষেয় রাঙ্কব ক্ষেীম কাপ সি বসন । দুকুল, নিবীত, চোলী, চেলমী, কাচুলী। জড়িত জরির কাজে জলিছে বিজলী। বসিয়াছে গন্ধবেণে লয়ে নানা গন্ধ । উড়িছে ভ্রমরচয়, সৌরভেতে অন্ধ । কেশর, কুঙ্কুম, কালাগুরু, কালীয়ক। সঙ্গরস, মৃগনাভি, কপূর, কোলক। छोठि-फल, छीि, जवत्र, प्रांङ्गििन । cगांज्ञाँी गन्नजा, ठुबउिन उनक्रि*ी । সোতোঞ্জন, রসাঞ্জন প্রভৃতি অঞ্জন। শিলাজতু, মনঃশিলা, সিন্দূর শোভন।। তনুবায় নানাবস্ত্র করিছে সীবন। চিত্রকর চারুচিত্র করিছে লিখন।। শ্ৰেণীবদ্ধ স্বর্ণকীর আর কৰ্ম্মকীর। কাংস্যকার শঙৰ্থকার, তর্থ চৰ্ম্মকার । রধকার, জায়াজীব, রজক, চারণ। गांग्नांकांज्ञ, गांलांकन, यांन्न न?ठांd । দেখিতে দেখিতে দূত করিছে গমন। মনে ভাবে ধন্য এই পরী সুশোভন ॥