পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী Sసె& পলায় উৎকল সৈন্য ছত্রভঙ্গ হয়ে । পশচাতে ধাবিত শত্রু অগি হস্তে লয়ে । সমর হইল ভঙ্গ সে দিনের তরে । জয়নাদে কাঞ্চীনাথ প্রবেশে নগরে। হেন মতে দিন দিন কত যুদ্ধ হয়। ক্রমে উৎকলের বল হ'ল বহু ক্ষয় । কিছুই নির্ণয় নহে জয় পরাজয়। দুই পক্ষে ওভাশুভ উদয় বিলয় । বাহিরের গড় কত হ'ল হস্তগত । আহার-অভাবে কত বাহিনী নিহত । আজি উৎকলের জয় আনন্দ-শিবিরে । কালি নিরানন্দ সবে বসি নাতশিরে । শ্রীপুরুষোত্তম দেব ক্ষুব্ধ অতিশয় । মৰ্ম্মাস্তিক মহাদুঃখে ব্যথিত হৃদয় । একদা শববরী-শেষে অনুতপ্ত মনে । করিতেছে আৰ্ত্তনাদ শীজীব-চরণে।। বলে “কেন করুণা ছাড়িলে প্ৰভু মোরে । কেন বা প্রবৃত্তি দিলে এ সমর ঘোরে । তোমারে কহিল কটু, পাষণ্ড পাসর। কেমনে সহিবে তাহা তোমার কিঙ্কর ? কর্ণাট-সংহারে সেই হেতু মম পণ । তুমি দিলে প্রত্যাদেশ করিতে এ রণ। তব আজ্ঞা শিরে ধরি নির্ভয় হৃদয় । না মানিনু অশকুন যাত্রার সময় । দিলে যে দয়ার চিহ্ন গোপবালা করে । এখানে সে অঙ্গুরীয় আছে শিরোপরে । তবে কেন পরাভব পাইলাম রণে ? না জানি কি অপরাধ করেছি চরণে । বুঝি তব দয়াধিকতায় দয়াময়। অহঙ্কার-মদে মত্ত আমার হৃদয় । দর্পহারী ভগবান সেই সে কারণে। হরিলে দাসের গবর্ব এই ঘোর রণে । প্ৰণতে উন্নত কর, উনুতে প্ৰণত । কার সাধ্য এই বিধি করে অন্যমত । দীনেরে উঠায়ে পেচিচ পৰ্ব্বত-উপরে । পাথারে ভাসাও এবে বাধি দুই করে। দোহাই দোহাই, প্ৰভু করুণা-নিধান। মান রাখ, প্ৰাণ যায়, কর পরিগ্রাগ।” এরূপে রোরুদ্যমান রাজা গজপতি । স্বপুীবেশে পুনঃ প্রত্যাদেশে তার প্রতি । “ভয় নাই ভয় নাই ওরে বরস্থত । তোরে অনুকূল সদা কৃষ্ণ রাজপুত । কালি নিশি কাঞ্চীগড় কর আক্রমণ । সেনাগণে চারিদিক্‌ করহ বেষ্টন । দক্ষিণ দ্বারেতে তুমি সহ রথিগণ । করিবে মুষলধারে বাণ বরিষণ । উত্তরের দ্বারে রবে সমিস্ত-সিঙ্গীর । অগণিত পদাতিক যোগান তাহার । রবেন পশ্চিমম্বারে শ্রেত রাজপূত । তাহার সহিত রবে মাতঙ্গ অযুত। অামি রব পূর্বদ্বারে সহ অশুঠাট । শিখাইব কর্ণাটেরে দেখাইব নাট ।” নিদ্রাভঙ্গে গজপতি হরমিত মতি । পুনরায় রণোৎসাহে সমুৎসুক অতি। ন হইতে প্রভাত বাধিল ঘোর রণ। অন্তরীক্ষে শ্রুত মাত্র শবদ শন শৰ । কত মল্ল, করে ভল্ল, সাজে থাকে থাকে । মারে লাফ, দিয়ে ঝম্প, ধায় বীকে বীকে । দুই নেত্র মদক্ষেত্র জবাপুষ্প-ভাতি। ধূত বৰ্ম্ম, স্বত চৰ্ম্ম, আবরিত ছাতি। ফুলে অঙ্গ, ভুরুভঙ্গ, দৰ্শন-কবাটি । খড়ে্গ খড়ে্গ অরিবর্গে ফেলিতেছে কাটি পড়ে রক্ত, কি অলক্ত, ধরা অঙ্গে সাজে । শুধু হেরি, শবঢেরি, জয়ভেরী বাজে। ও কি মুক্তি, পায় সম্মুত্তি, রণ-মাতৃকার । গলদ্রক্ত, সদাসক্ত, চিবুকে তাহার। দস্তগুলা, যেন মূলা, অতি তীক দাড় । কড় মড়, মড় মড়, চিবাইছে হাড় । কতু পড়ি, গড়াগড়ি, দেয় ভূমিপরে। কতু উঠে, যায় ছুটে. প্রসারিত করে । তাম-সটা, জিনি কটা, শিরে জটাচয়। ফণিচক্র, সম বক্র, উঠি উদ্ধে রয়। ভয়ঙ্কর, ঘোরতর, ঘোরে দুই আঁখি । নরনাড়ী, আছে মাড়ি, বক্ষোদেশ ঢাকি । ভয়ঙ্করী, নিশাচরী, নচিতেছে আসি । সমাকুল, সেনাকুল, উঠে ধূলিরাশি।