পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रभणीन-७इदलौ وهه لا শিবাপুঞ্জে, বসা ভুঞ্জে, গৃধিনীর সঙ্গে । বীকে কাক, দ্রোণকাক, পিয়ে রক্ত রঙ্গে । কাটামুণ্ড, হীনগুও, কত হস্তী পড়ে। কত হয়, ক্ষেত্রময়, ধায় উভরড়ে। ফুটে চম্পা, কিবা শম্পা, অগ্নিবাণ মুখে। দলে দল, কত বল, আসিতেছে রুখে । খরবার, তরবার, যমধার নাম । কি করাল, ভিন্দিপাল, কৃতান্তের ধাম। প্তক্ষেড়ন, * ঘন ঘন, ক্রবণ + কুঠার। করে বধ, পরশুধ বিষম প্রহর । এইরূপে সমর হইল ঘোরতর। দিবাশেষে দুই দল হইল কাতর। প্রভাতে প্রভাত-ভানু সম রাগোদয় । প্রদোষের অস্তভানু সহ তেজক্ষয় ॥ বেলা অবসান সাহ বল অবসান । প্রকৃতির রীতি এই নিত্য বিদ্যমান। বিশেষে কাঞ্চীর সেনা হইল ফাফর । চারিদিকে উড়িষ্যার বাহিনী বিস্তর। স্থানে স্থানে ভঙ্গ দিয়ে করে পলায়ন । ক্রমে বীর্য্য প্রশমন, প্রাপ্ত প্রমথন। নিরুপায়ে অপায়ন বুঝি কাঞ্চীপতি। নত-শিরে নিজদুর্গে করিলেন গতি। পচুর পহরিচয় বাধে আট-ঘাট । চারি সিংহদ্বারে পুনঃ পড়িল কবাট।। তমস্বিনী তমোরাশি ছাইলে গগন । দক্ষিণের দ্বারে যান উড়িয়া রাজন। কাবেরীতে অশুগণ জলপান করে। সমস্ত দিনের শাস্তি কুস্তি পরিহরে। পুন: রখে প্রয়োজিত সজ্বজিত সকলে। রণমধ্যে হুেষা উঠে গগন-মণ্ডলে । চলিলেন রথিগণ রাজারে লইয়া । শক্ৰ-গৰ্ব্ব খর্ব হেতু উল্লসিত হিয়া। উত্তরেতে চলিলেন সমিস্ত সিঙ্গীর । চলিল পদাতি যথা তরঙ্গের হার ।

  • মরাচ অর্থাৎ লৌহময় বাণ । + মুদ্‌গর ।

পরশুবৎ অস্ত্রবিশেষ । “जग्न खर्शनूॉर्थ, खग्न !” इग्न खग्नश्वनि । কটকের পদভরে শিহরে ধরণী । অগণিত অগ্নিবাণ উঠিয়া অম্বরে। বজের আকারে পড়ে নগর-ভিতরে । কত গৃহে হাহাকার শব্দ উঠে তায়। প্রোকৃজলিত গৃহচয় যথায় তথায়। কিন্তু সে দুৰ্গম দুর্গ অভেদ্য অজেয় । ভিতরেতে অস্ত্র আর সৈন্য অপমেয়। প্রথমেতে পঞ্চক্রোশ নিবিড় জঙ্গল । তার পর নদীপ্রায় পরিখা প্রবল। তটে গিরি বনে পুনঃ অতি গৃঢ় স্থান। মুগনী প্রস্তরে যত প্রাকার নির্মাণ । পৰ্ব্বত-প্রমাণ চুড়া অতি উচচতর । যেন সূৰ্য্যপথ রোধে পরশি অম্বর । দই দ্বারে বহুক্ষণ হইল সমর । উড়িষ্যার চমু তাহে নিহত বিস্তর। নীচে থেকে উঠে উদ্ধে অগণিত বাণ। গহনে গহনে পড়ি বিহিত-সন্ধান । উপর হইতে যত বর্ষে পৃহরণ। ছিন-ভিন্ন হয়ে সৈন্য মরে অগণন।। প্রথম প্রহরে রাজা অস্থির-হৃদয়। ভাবিছেন ভুলিলেন বুঝি দয়াময়। , অবিরত তত্ত্ব লয়ে ফিরিতেছে দূত। পূর্বদ্বারে আগত কি কৃষ্ণ রাজপুত৷ দ্বিতীয় প্রহর যবে অতীত রজনী। অকস্মাৎ পুনঃ পুনঃ হয় জয়ধবনি। পূর্বদ্বারে কৃষ্ণ রাজপুত সমাগত। সঙ্গে সংমিলিত তাঁর অশ্বারোহী যত। পশ্চিমের দ্বারে শূেত রাউত উদয়। মেঘদল সম ধায় মাতঙ্গনিচয় । নবরূপ অগ্নি-অস্ত্র • অতি ভয়ঙ্কর। বজের নিৰ্ঘোষবৎ শব্দ ঘোরতর। মুখেতে বিদ্যুৎ জলে কিবা কালানল। আঘাতে কাঞ্চীর সৈন্য মরে দলে দল। দুই সিংহদ্বারে দেওড়ের বড় জাক । কর্ণাটের লক্ষ্যে গোলা পড়ে বীকে বাক ।

  • বলা বাহুল্য, এই সময়ে ভারতবর্ষের নানা

প্রদেশে কামানের প্রথম ব্যবহার হয়।