পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঞ্চীকাবেরী যে ছিল পিতার অরি, সে নিল মানস হরি, তার ভাবে মুগ্ধ অহরহ । দাবদগ্ধ মৃগীপুীয়, সদা সন্তাপিত কায়, হৃদে জলে বিশিখ বিরহ । দক্ষবৈরি শিবপুতি, সতীর অচলা রতি, শচীপিতৃবৈরি-অনুরতা। যে বিষ্ণুর ছলে বলে, সিন্ধু মথে দেবদলে, সিন্ধু সুতা সে বিষ্ণু-সঙ্গত । ভাবিী ভীষ্মকমুতা, প্তেম-অনুরাগযুত, সহোদর-সূদন কেশবে। দুৰ্য্যোধন-মুতা সতী, মুগ্ধমতি শাম্ব প্ৰতি, এই মত কত শত ভবে। কাদে সতী পদাবতী, লোটাইয়া বসুমতী, অনিবার হাহাকার মুখে। কহে "হায় ! হা বিধাতা, কোথা মম পিতামাতা, অহনিশ মবি মনোদুখে। হা রে বিধি অকরুণ ! দুখিনীরে নিদারুণ, এত কেন কিসের কাবণ ? ক্ষুধাতুর-সন্নিধান, সুধা আনি করি দান, পাণকালে কর নিবারণ। কি কাৰণ গজপতি, বিমুখ অামাব পতি, ” না জানি কি দোষ শুীচরণে ? সে চরণে প্রাণ মন, করিয়াছি সমর্পণ, সমভাবে জীবনে মরণে । পিতা সহ জাতি দ্বন্দু, আমার কপাল মন্দ, অপরাধ-বিহনে বন্দিনী । দশানন দোষ হেতু, সাগরেতে বদ্ধ সেতু, বিবাসিত জনক-নন্দিনী।।" এইরূপে কৃশোদরী, কাদে দিবা-বিভাবরী, ভগু আশা, বিভগু ভরসা। বিগত নিদাঘকাল, মঞ্জরি তমাল শীল, - বরম সহসা করে রস । নাশিতে বিরহ শাস্তি, মেঘ কি কজজল-কাস্তি, শাৰ্দুল গরজে অবিরত। বলীকাদশনাবলী, দামিনী রসনা জলি, ক্ষণে ক্ষণে হয় বহির্গত । দশদিকৃ অন্ধকার, হেরি ধায় একাকার, পরিপূর্ণ জলাশয়-কুল। ఇశ్రీ ২e১ কুল-পদ্মিনীর প্রায়, পুষ্করিণী শোভা পায়, কুলটা তটিনী ভাঙ্গে কল । দম্পতি বাধিয়া রযে, মানসে মুখমানসে, মধালমণ্ডলী ধায় দ্রুত । विस्त्रबैौत्व बढ्बकी, মণ্ডকের মক্‌মকী, ঘড়ী ঘড়ী বড় ঘড় শ্রুত । यूरो फूल नांना छांठि, কদম্ব কেতকী জাতি, যুথী চম্পা কুটজ মালতী । সরোবরে মুখভরে, জলচরে কেলি করে, বাঁক বাধি ইতস্ততে গতি । অবিশাম ধারা বরিষণে । নবদুর্বাদল-ক্ষেত্রে, হরষ-চঞ্চল-নেত্ৰে, চরিয়া বেড়ায় মৃগগণে । कमज वृफ़िन खटल, কেবল সমৃদ্ধ দলে, বছবংশ নির্ধনের মত । কোকিল৷ হইলে কৃশ, চাতকীর গেল তুম্বা, বনরস বনরসে রত II নীরদ অমৃত বর্ষে, কৃষিকুল যায় হর্ষে, গীত গায় কেদারে কেদারে । কেহ রোপে কেহ বুনে, কেহ লাঙ্গলের গুণে, সুকঠিন ধরণী বিদারে । বিস্তারি কলাপচক্র, কতু ঋজু কভু বক্র, মেঘনাদে নাচে মেঘনাদ । ফুটিল কুসুম কাশ, বসুধা-বদনে হাস, বরষায় বিগত বিষাদ । নিদাঘের তাপ গত, বিটপী বতর্তী যত, জীবনেতে পাইল জীবন | এমনি ধাতুর গুণ, বসন্ত শোভায় পুন, সুশোভিত বন উপবন । ধরা হ'ল স্বৰ্গপুর, পুরোহিত বীজাকুর, ঘনশ্যাম রুচি অভিরাম । বৃষ্টি নহে সুধা-স্বষ্টি, বিভূর করুণা-বৃষ্টি, ধান্য-ক্ষেত্রে কমলার ধাম । ঋতুরসে বিনোদিত, ক্রমে আসি সমুদিত, আষাঢ়ের পূর্ণ শশধর । উল্লসিত ক্ষেত্রবাসী, পুনঃ সমাগত আসি, দেবদুনি-যাত্র আড়ম্বর।