পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্ৰঙ্গলালেৰ জীবনী கடுக পাঁচ ছয় বৎসর বয়ঃক্রমে বাকুলিয়ার পাঠশালায় কবির বিদ্যারম্ভ হয়, পরে বাকুলিয়ার মিসনারি স্কলে বাঙ্গালা শিক্ষা করিয়া তিনি হুগলী কলেজে ইংরাজী শিক্ষা করেন, কিন্তু শারীরিক অসুস্থত। নিবন্ধন বিদ্যালয়ে অধিক পড়া-শুনা করিতে পারেন নাই । কবি বিদ্যালয় পরিত্যাগের পর নিজের যতুে যথেষ্ট উনুতি করিয়াছিলেন। ভারতীয় পুtয় সমস্ত ভাষা ও ইউরোপীয় তিন চারিটি ভাষায় তাহার অধিকার ছিল । কবির চোঁদ বৎসর বয়ঃক্রমকালে মালিপোতার নিকট ফুলিয়া গ্রামে vদেবীচরণ মুখোপাধ্যায়ের মধ্যম কন্যার সহিত তাহার বিবাহ হয় । ষোল বৎসর বয়ঃক্রমকালে তিনি বিদ্যালয় পরিত্যাগ করেন ও মাতৃহীন হন। এই সময়ে কবি খিদিরপুরে একটি বিদ্যালয় স্থাপন করেন। তাহাতে ভবানীপুর বেলতলা-নিবাসী ডেপুটী ম্যাজিষ্ট্রেট রাখালচন্দ্র মুখোপাধ্যায় প্রভূতি পাঠ করিতেন। ১২৪২ সালে কবির বড় মাতুল রামকমল মুখোপাধ্যায় কলিকাতার ফোর্ট উইলিয়ম কেল্লার বারিক মাষ্টারের দেওয়ান নিযুক্ত হন। বাকুলিয়া গ্ৰাম হইতে কলিকাতায় যাতায়াতের অসুবিধা হওয়ায় তিনি খিদিরপুরে আসিয়া বাস করেন, কবি মাতুলালয়ে ছিলেন, সুতরাং তাহারও খিদিরপুরে বাস হয়। কবি মাতৃহীন হইবার কয়েক বৎসর পরে মাতুলগহ পরিত্যাগ করেন ও মাতুল-প্রদত্ত একটি পুরাতন বাটতে বাস করেন। পরে অবস্থার উন্নতি হইলে বৰ্ত্তমান গৃহ নিৰ্ম্মাণ করেন। বাল্যকালাবধি ই হার কবিতারচনায় বিলক্ষণ অনুরাগ ছিল। ইনি কুড়ি বৎসর বয়ঃক্রমকালে যখন কাশীধামে ৰাত্রা করেন, সেই সময়ে “কাশীযাত্রা" नांशरू धरुधानि भूछक ब्रध्ना रूटबन । उनॉनैौउन শ্ৰেষ্ঠ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সহিত পরিচয় হওয়ার "ري পর ই হার কবিতা-রচনাপ্রবৃত্তি বিশেষ বৃদ্ধি পায়। “সংবাদ প্রভাকরে" রঙ্গলালের বহু কবিতা পকা শিত হইত। এই সময়ে কলিকাতার ছাতু ও লাটু একটি কবির দল করিয়া তাঁহাতে ই হাকে কবি নিযুক্ত করেন ; সেই সূত্রে কলিকাতা ও অন্যান্য স্থানের বহু গণ্যমান্য ব্যক্তির সহিত বন্ধুত্ব হয়। ইহার পর কবি রসসাগর’ নামক একখানি সংবাদপত্র বাহির করেন । তাঁহাতে ই হাল কবিতাগুলি প্রকাশিত হইত। তৎপরে দবি প্রেসিডেনী কলেজে অধ্যাপক-পদে নিযুক্ত হম। এই সময়ে “বাঙ্গtলা কবিতা-বিষয়ক প্রবন্ধ” ও “শরীরসাধিনী বিদ্যার গুণকীৰ্ত্তন” নামক দুইখানি গুপ্ত রচনা করেন। তৎপরে ইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত হন। কিন্তু কর্তৃপক্ষ নিমুপদস্থ একজন অধ্যাপককে ই হার উপরে নিযুক্ত করায় কবি অধ্যাপনা কার্য্য পরিত্যাগ করেন । এই সময়ে হাইকোর্টের জজ vশম্ভুনাথ পণ্ডিত ও গবর্ণমেণ্টের প্রধান উকিল ৬অনুদাচরণ বন্দ্যোপাধ্যায় প্রভূতি ইহাকে ওকালতি পরীক্ষা দিতে অনুরোধ করেন, কিন্তু কবি তাঁহাতে অসম্মতি প্রকাশ করেন। ১৮৫৫ অব্দে “এডুকেশন গেজেট” প্রচারিত হইলে রেভারেও ডব্লিউ ওবায়েন স্মিথ সম্পাদক ও কবিবর সহকারী সম্পাদক নিযুক্ত হন। রঙ্গপুরের প্রসিদ্ধ ভূম্যাধিকারী vকালীচন্দ্র রায় চৌধুরী, vরাজা রাজেন্দ্রলাল মিত্র, wরাজা সত্যচরণ ঘোষাল বাহাদুর মহোদয়গণের ও 'ভাৰ্ণাকিউলার লিটারেচার সোসাইটি” নামক প্রসিদ্ধ সমাজের অধ্যক্ষবর্গের বিশেষ উৎসাহে উৎসাহিত হইয়া কবি ১৮৫৮ অব্দে “পদ্মিনীউপাখ্যান" নামক কাব্যগ্ৰন্থ প্রচার করেন। ১৮৬১ সালে প্রথমে ইনি ইনক্য ট্যাক্সের ডেপুটী কলেক্টর নিযুক্ত হন। ১৮৬২ সালে “কৰ্ম্মদেী" নামক