পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

일이 কাব্যগ্রন্থ রচনা করেন এবং ১৮৬৩ সালে পুনর্বার "এডুকেশন গেজেটে"র সহকারী সম্পাদক হন। ১৮৬৪ সালে কবি বালেশ্বরে প্রথম স্পেশিয়্যাল ডেপুটী কলেক্টর নিযুক্ত হন এবং পরবৎসরে কটকে প্রথম ডেপুটী ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী কলেক্টর নিযুক্ত হন । ১৮৬৮ অব্দে "শূরসুন্দরী’ নামক কাব্য প্রচারিত হয়। এই সময়ে রাজা রাজেন্দ্রলাল মিত্রসম্পাদিত “রহস্য-সন্দর্ভ" নামক সংবাদপত্রে কবিবর yমনসা দেবীর গুণকীৰ্ত্তন-বিষয়ে কবিতাগুলির প্রচার করেন। ১৮৬৯ খৃষ্টাব্দে ইনি হুগলীতে বদলী হন, কিন্তু ইনি বিশেষ স্বাধীন-প্রকৃতির লোক ছিলেন, সুতরাং অলপদিনের মধ্যেই উপরিতল সাহেবদিগের বিরাগভাজন হইলেন । তাহার। ইহাকে শিক্ষা দিবার জন্য ছিদ্র অনুেষণ করিতে লাগিলেন । ইতোমধ্যে উক্ত জেলার কোন ভদ্রলোকের দুইটি কন্যাকে মহানদ গ্রামের মিসনারির বাহির করিয়া লইয়া যায় ; কন্যান্বয়ের অভিভাবকের। মিসনারিদের নামে কবি রঙ্গলালের আদালতে মোকদমা আনয়ন করেন। উক্ত মোকদ্দমায় ইনি মিলনারিদের বিরুদ্ধে যে রায় দেন, তাহীতে এই উক্তি ছিল ;--- “Thy took refuge in Christianity, that asylum for all black sheep of the Hindu Community.” এই মোকদ্দমায় আপীলের সময় ঐ রায় জেলার জঞ্জসাহেবের নিকট যাইলে, তিনি তৎসম্বন্ধে এই বলিয়া গভর্ণমেণ্টের নিকট রিপোর্ট করেন যে, ইনি খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের নিকট কৰ্ম্ম করিয়া তাহাঁদেরই ধৰ্ম্মের নিন্দ করিতেছেন। এইজন্য কবি রাজকাৰ্য্য হইতে অপসারিত হইতেন, কিন্তু ইহার বৈবাহিক হাইকোর্টের ভূতপূর্ব জজ vঅনুকূলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তখনকার ছোটলাট বাহাদুরকে অনুরোধ করায় ইহাকে ১৮৭২ খৃষ্টাব্দে পুনরায় কটকে বদলী করা হয়। উড়িষ্যা-দেশে অবস্থিতিকালে কবি “উৎকল দর্পণ" নামক উড়িয়া ভাষায় একখানি সংবাদপত্র বাহির করেন । মেদিনীe পুরের খাল কাটাইবার সময় কবিবর দুই তিন ধও অনুফলক প্রাপ্ত হন, কিন্তু উহার লিখিত ভাষা ब्रक्वेलांल-3शांबलौ wরাজা রাজেন্দ্রলাল মিত্র প্রভৃতি পণ্ডিতগণ পাঠ করিতে না পারায় রঙ্গলালের নিকট ফেরত আসে। কবি তাহ পাঠ করায়, সরকার বাহাদুর তাহার বেতন ১০০ এক শত টাকা বদ্ধিত করিয়া দেন ও এই সময় ই হার মান ও সত্ৰম বিশেষ বৃদ্ধি পায়। বঙ্গাবদ ১২৮৪ সালে কবি ‘বঙ্গদর্শনে "নীতিকুসুমাঞ্জলি” নামক কবিতা প্রকাশ করেন। তৎপরে সংস্কৃত “কুমারসম্ভব” কাব্যের বাঙ্গাল পদ্যানুবাদ প্রকাশ করেন। ইহার পরেই মেদিনীপুর হইতে “কবিকঙ্কণ চণ্ডী” নামক পুস্তক মুদ্রিত ও পকাশিত করেন । Uরাজ রাজেন্দ্রলাল মিত্রের "উড়িষ্যার পুরাবৃত্ত" (Antiquities of Orissa ), off-liff বিময় সাহেবের পূর্ণীত সিবিল সারভ্যাটেদিগের জন্য (5:5: Sist: Tsoid (Grammar of all the Indian languages for all Civil Servants) ও vদীনবন্ধু মিত্রের "সধবার একাদশী” নামক পুস্তক প্রণয়নকালে কবি বিশেষ সাহায্য করেন। ১৮৭৫ সালে যখন যুবরাজ (এক্ষণে সমটুি সপ্তম এডওয়ার্ড) ভারতবর্ষে আগমন করেন, সেই সময় কবি তাহার অভ্যর্থনাসূচক একটি কবিতা রচনা করেন । কিন্তু এই কবিতাটি কাহারও নিকট তাদৃত হয় নাই। ১৮৭৯ আবেদ কবি হাবড়ায় বদলি হন ও এই সময়ে “কাঞ্চীকাবেরী" নামকvজগন্নাথের মাহাত্ম্যসূচক কাব্যগ্রন্থ প্রকাশ করেন। কবি কালিদাসের "ঋতুসংহার” অনুবাদ, উত্তররামচরিতের “লক্ষ্মণবিজয়” ও “চন্দ্রহংস নাটক" প্রভৃতি গ্রন্থগুলি রচনা করেন, কিন্তু তৎসমুদায়ের মুদ্রাঙ্কণ হয় নাই। কবির “শক্তি ও বিষ্ণুবিষয়ক গীতগ্ৰন্থ"খানি নষ্ট হইয়া গিয়াছে, এই গ্ৰন্থ মহারাজা সার যতীন্দ্রমোহন ঠাকুরের কনসার্টের দলে ব্যবহৃত হইয়াছিল ও উক্ত মহারাজ উহার মুদ্রাঙ্কণের সমস্ত ব্যয় দিবেন বধিয়া প্রশংসাপত্ৰ দিয়াছিলেন। সেই প্রশংসাপত্রও নষ্ট হইয়া গিয়াছে।