পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গলালের জীবনী রঙ্গলাল স্বভাব-কবি ছিলেন । তিনি কোন একটি বস্তু দেখিলে কবিতা লিখিতেন, কিন্তু দঃখের বিষয়, ঐ সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কবিতাগুলিও নষ্ট হইয়া গিয়াছে। শেষে হাওড়ায় বদলী হইবার দুই বৎসর পরে অথাৎ ই হার চুয়ানু বৎসর বয়ঃক্রম З о6t কালে কবি পক্ষাঘাত রোগে আক্রান্ত হন ও ছয় বৎসর চারি মাস পীড়িত থাকিয়া ১২৯৪ সালের ৩১শে নবরাত্রি বাস করেনা | বৈশাখ শুক্রবারে গঙ্গাতীবে করিয়া মানবলীলা সংবরণ