পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३.६ নাহি ছেদ, নাহি খেদ, ঘন স্বেদ অঙ্গ । দুই মাল, যেন কাল, নাহি তাল-ভঙ্গ । হাস ফাস, বহে শুসি, শুনি ত্ৰাস লাগে । দুই জন, পরায়ণ, বাহুরণ, রাগে । দুজনায়, এই চায়, এ উহায় জিতে । করে জারি, ভুরি ভারি, ধেয়ে চারি ভিতে।। কত বোক. বড় ঝোঁক, দেখে লোকবৃন্দে । সবে চায়, হয় সায়, কেহ কায় নিন্দে । এই মত, নানা মত, পতিহত কালে । সাধু ধরি, নিজ অরি, ধরাপরি টালে। যেন ঝড়ে, নড়ে চড়ে, জোরে পড়ে শীল । তাঁর পায়, লম্বকীয়, পড়ে যায় মাল। যোধাশূর, দৰ্পচুর, যত ভুরভঙ্গ । হরি হরি । ধবনি করি, সভা ভরি রঙ্গ । হুহুঙ্কার, চীৎকার, বার বার লক্ষে । সিংহাকার, অবতাব, সাধু তার বক্ষে । ধরে ঘাড়, দেয় চাড়, বুঝি হাড় ভাঙ্গে । झुल झुल, फ्रहरा छत्र, नाष्ट्रि बत्र सहिछ । ধড়ফড়, করে ধড়, মারে চড় ভারী। নাসিকায়, রক্ত ধায়, বহুধায় হারি । হারিলেক যোধামল দেখিল সকলে । জয় জয় জয় শবদ হয় সভাস্থলে । • দওবৎ নাকে খৎ দিয়ে সাধু-পদে । হেট-মুখে যায় মল্ল হীন বীর-মদে। যেন করী কর্দমে পড়িয়া নত শিরে। মন্থর-গমনে বনে যায় ধীরে ধীরে । নাহি চায় পশ্চাতে ন চায় অগভাগে । আপনার অপমান মনে মনে জাগে । মল্লযুদ্ধ পরে সাধু গিয়ে নিজ দলে । কিছুকাল বিশ্রাম করিল যথাস্থলে।। পুনরায় সাজিয়ে আইল অশূেiপরে। সুশোভন শরাসন ধনু ধরি করে। হেমতন্তু-বিনিৰ্ম্মিত কবচ পিধান । -ভানুকরে জুলে যেন অনল সমান। কিবা শিরে শিরস্ত্রাণ ইত্ৰধনুচছটা । পৃষ্ঠে অসিচৰ্ম্ম যেন জলধরধটা। পুনরায় তুরী শব্দ হয় রঙ্গ-ভুমে। উদখুদ খুদমারী মহা ধাম-খুমে। ब्रेोंलांळे ॐ होवैली মনে হয় এই বলে “কে অছি এ স্থলে । সাধুসহ শরশিক্ষা দেখাও সকলে।” তুরীনাদ শেষে এলো এক বলবান । নামেতে অজর্জুন সিংহ অজর্জুন সমান। প্রথমতঃ শর কাটাকাটি বাঁকে ঝাকে। দুই বীর ঘোরে তথা শত শত পাকে। এ মারে উহারে শর স্থির লক্ষ্য করি । প্রতিপক্ষ কাটে তাঁহা অম্বর-উপরি II অমনি সন্ধান পুন: করি সেই জন । বরিষণ করিতেছে কত পহরণ। কটাকট, কাটাকাটি অগ্নি উঠে তায়। खग्नांस्रग्न किफूई ना श्वित्व दूशी गांग्न । পরিশেষ লক্ষ্য এক করি নিরূপিত । স্তম্ভোপরি জলপূর্ণ ভৃঙ্গারে স্থাপিত। গলিলে ভাসিছে এক প্রফুল্ল কমল । नग्नट्न ना मृ*ा शञ्च cगई *उमज । শক্ত হস্ত অস্তরেতে সন্ধান লইবে । , পাত্র ভেদি পরে লক্ষ্য বিন্ধিতে হইবে । প্রথমে অজর্জুন সিংহ করিল উদ্যম। जुश्रांज्ञ श्झेज उन्न जहका श्रजा जय । স্তম্ভ বেয়ে কমল কমলসহ ছুটে । হো হো করি জনারণ্যে হাস্যরস ফুটে । লজ্বজা-নম মুখ করি হৈল সভাস্থলে। অজর্জুনের নামের কলঙ্ক সবে বলে। পুনরায় পূর্ণ পয়ঃপাত্র পুস্থাপিত। পুনরায় পাপুষ্প তাহে আরোপিত । শত হস্ত দূরে সাধু মারিলেক তীর । बिंधिल बांब्रिछ ८छ्मि जुश्रांब्र-*द्रीब्र । ना उॉक्रिज उॉखन ना श्रृंटफ़ दिगू नैौञ्च । “ধন্য ধন্য ধন্য সাধু” কহে যত বীর। হেনমতে হৈল বেল দ্বিতীয় পৃহর । প্রখর হৈল আসি দিনকর-কর। তপনের তাপনে তাতিল বসুমতী । , ক্রমে ক্রমে মন্দগতি-প্রাপ্ত সদাগতি। . মুমুধুর প্রাণবায়ু সদৃশ লক্ষণ। বন্দীভূত মাত্রাকৃত হয় দরশন। হইল বিকুব ভাব রমণী সদনে। পূমজল বিলু বিলু উদয় বদনে।