পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 নাহি অীর পুত্র-কন্যা, এক কন্যা ধরা-ধন্যl, যদি এর আশাভঙ্গ করি । ধৰ্ম্মের ব্যত্যয় হবে, লোকে নিদারুণ কবে, অপযশ রবে ভবে ভরি । পাত্র কেবা সাধু সম, যা থাকে কপালে মম, হিত মানি তারে কন্যাদানে ৷” এত ভাবি মতিমান, তথা হৈতে গাত্রোথনি, করি যান বাহিরে দেবানে । ডাকিয়৷ অমাত্যবৱে, কহিছেন মৃদুস্বরে, কৰ্ম্ম দেবী-বিবাহ-সংবাদ । “সাধুসহ পৰিণয়, হইবেক মুনিশচয়, অন্যথায় বিষম প্ৰমাদ । ডাক দিয়ে গান ভাটে, ীিক। লয়ে স্বর্ণ টাটে, সাধুৰ নিকটে যাক যেই। কর সব আয়োজন, বিলম্বেতে প্রয়োজন, নাহি সাব সরোদ্ধার এই।" আজ্ঞা শুনি মন্ত্রিবর, ডাকি সব পরিচর, উদূযোগ করিছে নানারূপ। পুরমধ্যে বঙ্গে শাক, রমণীমণ্ডলে জাক, উথলিত আনন্দের কূপ । ভাট গুণ বখানিয়া, উত্তরিল টীকা নিয়া, সাধু সুপে করেন গ্রহণ। অক্ষত কুমুনচয়, সুগন্ধ চন্দনময়, ধান্য দুৰ্ব্বা, শ্ৰীফল কাঞ্চন। টীকা পেয়ে বীরবর, প্রেমোৎফুল্ল কলেবর, ঈষৎ হাসিতে বিম্বাধর । সফুটপুীয় পদ্মকলি, প্রভাতে প্ৰফুল্ল অলি, সুখের নাহিক অবান্তর। মুখী সহচরচয়, রহস্যের পরিসীম। নাহি । কেহ বলে শুভযাত্রা, সুখের নাহিক মাত্রা, শুভক্ষণে করেছিলে ভাই। কেহ বলে এ যাত্রায়, তব ভাগ্য-লতিকায়, বরিল বিবাহ পুষ্পকলি । এক যাত্রা ভিনু ফল, প্রজাপতি কাৰ্য্য-বল, দূরারোহ দুর্জেয় সকলি । এইরূপ হাস্যরসে, দিনকর পাটে বসে, আইল ক্ষণদা মুখপদ।। হাস্য কথা কত কয়, n রঙ্গলাল-গ্রন্থাবলী ঘন ঘন বীড়ে ঘোর, ফুটিল কুমুদ কোর, হাস্যমতী চত্রিক পুমদ। বহে মন্দ সমীরণ, সমুদিত শুভক্ষণ, সাধু চারু বর-বেশ ধ'রে । সহিত বয়স্যগণ, করি যানে আরোহণ, করি যায় বিবাহ-আসরে । বাজে বাদ্য মনোহর, নৃত্য-গীত ঘর ঘর, হাস্য-রস কৌতুক-কলাপ । বাধিয়া তন্ত্রীর তান, কলাবিৎ করে গান, কত মত রাগের আলাপ ৷ ভাটে পড়ে রাযবার, অন্তঃপুরে কুলাচার, বাধাই বাধায় বরাঙ্গন । সভায় পণ্ডিতগণ, করে বেদ-উচচারণ, কুল-দেবতার সমাচৰ্চন । 赵 মঙ্গল-মুখীর গীত, মোহিত করয়ে চিত, দুন্দুভির সহিত গাহন । সকল মুখের স্বষ্টি, বিবাহের শুভদৃষ্টি, বর-কন্যা চাহনী-চাহন । जघखा-नमुगूश्रौ बाला, মনে পড়ে পুষ্পশালা, মনে পড়ে তথাকার কথা । ঈষৎ হাস্যের রেখা, সুধাধরে যায় দেখা, আধ ফোট বন্ধুজীবে যথা । কতু বা বিশ্বন্ত-রসে নেত্র নীল-তামরসে, বিলাসে মাধুরী মনোহর । আনন্দে প্ৰমত্তমতি, অশিীলতা পুষ্পবর্তী, হৃদৃ-কোষ নব-ভাব ভরা। পতি-বামভাগে বসি, হেরে পিয়মুখ-শশী, বদ্ধtঞ্চল বসনে তাহার । रॉiथा यथा गटन भन, কিব। তথা প্রয়োজন, বসন-বন্ধন কোন ছাঁর ? শুভলগু শুভক্ষণ, কন্যাকরে সমর্পণ, মহীপ মাণিক্যদেব রায় । পাজাপত্য সমাধান, দীন দ্বিজদলে দান, সবে মুখে হইল বিদায়। পভাত হইল নিশা, প্রকাশিত দশ দিশ, ললিত পঞ্চম পিক গায়। " কেশর সুরভি সহ, প্রবাহিত গন্ধ-বহ, তর ভর স্বর সরে তায় ৷