পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հե তপনের তাঁপ মরে, হিমকর হিম করে, সুশীতল করিছে সকলে । বহে সুিগ্ধ সমীরণ, দিনে ছিল হুতাশন, সঙ্গগুণে দোষ গুণ ফলে । নিরখিয়ে কান্তমুখ, হৃদয়েতে কত সুখ, হাস্যমুখী কুমুদিনী সতী। তুষিবারে শশধরে, সৌরভ বিস্তার করে, দিগৃদিগন্তরে সদ৷ গতি।। ফুটিছে রসাল ফুল, কুহুরিছে পিককুল, পদোষেতে মকরন্দ পিয়ে। বন বিনোদিনী লতা, শশী করে প্রফুল্লতা, পাইয়ে প্রকাশ করে হিয়ে । গন্ধ বিচরণ করে, পথিকের মন হরে, এমন সুরভি চমৎকার । অতি ক্ষুদ্র কলেবর, नाष्टि इग्न श्रृए४iझन्न, কিন্তু গুণে সম কেব। তাঁর ? লয়ে নব দম্পতীরে, চন্দন তটিনী-তীরে, রথ আসি উপনীত হয় । সারাদিন শুমে অতি, হইল মন্থরগতি, রর্থ-সংযোজিত হয় চয় । ঘনীভূত স্বেদধারা, অঙ্গে বহে ফেনাকারা, नऊ उांब ८क-ब्र जांशूल । আর আর যত জন, বাহক বাহনগণ, সরে ক্ষুধা-তৃষ্ণায় আকুল। কহিছেন সাধু বীর, “মুখদ চন্দন তীর, কর সবে হেথায় বিশাম। পর-পারে রাঠোরেরা, পেতেছে আপিন ডেরা, এই মাত্র আমি শুনিলাম।” আজ্ঞা পেয়ে সবে যায় স্থান লয় যে যেথায়, বিভাবরী করিতে যাপন । পর দিন হবে রণ, পর-পারে শত্ৰুগণ, সাজি আসিয়াছে অগণন।। এমত সময়ে শুন, দড় বড় পুন: পুন:, অদূরেতে অণুপদ ক্ষেপ। - ঔরিন্টের অনুচর, অসিতেছে দ্রুততর, লয়ে তার বচন সঙেক্ষপ । तुन बां★ी शशां★ग्न, যা হবার তাই হয়, যা ভেবেছি তাহাই ঘটল । ग्नेत्रेशांल-ॐ हांदलौ ভবিতব্য ছিল যাহা, অবশ্য হইল তাঁহা, কালগতি কেবল কুটিল। এখন উপায় চাই, उद् िउ बॆिलश्च नाँशॆ, শুনিয়াছি সব সমীচীর । মন্দ-গিরি * পরিহরি, খোঁর রণ বেশ ধরি, অরণ্য-কমল আগুসার । সমরের সজ্জা ভারী, রাঠোর হাজার চারি, আসিয়াছে রণমদে মেতে । তার যোগ্য অনুবল, এনেছে প্রবল দল, মিহিরজ নাগরিয়া জেতে। অতএব যোগ্য হয়, যথা হেন শত্ৰুচয়, উপযুক্ত সেনা আয়োজন। হবে তব অনুকারি, মোহিল হাজার চারি, সত্বরেতে করিব পেরণ।" শুশুরের পত্রোত্তরে, কালব্যাজ নাহি করে, লিখে সাধু স্বীয় নিবেদন । “অবগতি মহোদয়, শত্রু পতি কিবা ভয়, ধ্যান করি তব শীচরণ। আসুক হাজার শত, করুক বিক্রম যত, শৃগালস্বরূপ জ্ঞান করি। যে আছে আমার বল, उछेि-छूज उांनू-मन, সপ্ত-শত বিক্রম-কেশরী ৷ ইহাই যথেষ্ট হবে, রাঠোর এ ভীমাহবে, রাণ না পাইবে একজন । অত্যাজ্য প্রসাদ তব, পঞ্চাশ মোহিল লব, এইমাত্র মম নিবেদন ।” পত্র লয়ে ধায় দূত, তারা-পায় গতি ক্ৰত, অতি দূরে নিমেষে যাইল। f হইল যামিনী ঘোরা, বিগত অষ্টম হোরা, সব নেত্ৰে সুমুপ্তি ছাইল । শশী অস্তাচলে চলে, যেন দিনে দীপ জলে, অরুন্ধতী উদয় বিমল। . শীতল সুগন্ধ বায়, চন্দনীর কুলে ধায়, তরল তরঙ্গ টল টল ]] تنگه هسج= • আধুনিক মঙ্গোরের প্রাচীণ নাম। কোন গ্ৰন্থকার লেখেন, এই স্থানে ময় দাঙ্গবের বসতি छ्लि । -