পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृणॆशॆ সেই সুমধুর স্বরে, ঘুম-ঘোর বৃদ্ধি করে, একেবারে স্তন্ধ বসুমতী । কিবা পশু পক্ষী নর, মৃত-কল্প কলেবর, সকল জীবের এক গতি । পরিশ্রমে দুই দিন, কাতর নয়ন-নীর, কৰ্ম্মদেবী কোলে রাখি শির। যেন দময়ন্তী কোলে, নল মুগ্ধ নিদ্রা-ভোলে, মুখে নিদ্রা যায় সাধুবীর। কত সুখ-স্বপৃেদয়, হৃদয়-মাঝারে হয়, কন্তু হাস্য-ছটা বিশ্বাধরে । বোধ হয় পিয়া সহ, বিলসিত অহরহ, সন্তরিত সুখসরোবরে। আবার সে ভঙ্গি-গত, যেন রৌদ্র-রসে রত, উগভঙ্গী অপাঙ্গ-যুগলে। কপোলে অনল জলে, गशTांझ गयूथं-छ्रल, রক্ত-ছটা স্থল-শতদলে। যেন লক্ষ্য করি আরি, ভয়ানক ভাব ধরি, ভাসিতেছে সমর-তরঙ্গে । আবার সে ভাব গত, বিগ্ৰহ-বিজয়ী মত, অপরূপ শোভা ভুরু-ভঙ্গে। মদ-গর্বে মত্ত মন, যেন করি আগমন, পিয়া সন্নিধানে মহোল্লাস। थर्बभाक्शन ब्रट4, হত গত সেনা সনে, একেবারে ৰিরোধ বিনাশ । এইরূপ কত ভাব, ক্ষণে ক্ষণে আবির্ভাব, হইতেছে সাধুর হৃদয়ে। হায় রে স্বপন-মায়া, মিথ্যা-দৃষ্টি তোর জয়া, কত ভ্রাস্তি দেখাও উভয়ে ৷ সবে সুখে নিদ্রা যায়, শিথিল শীতল কায়, শুধু জাগরিত একজন। কৰ্ম্মদেবী-নেত্রদ্বয়, তিলেক মুদিত নয়, নিদ্রাবশ নহে একক্ষণ ।। হেরিয়ে নাথের মুখ, মনে মনে কত সুখ, কন্তু দুঃখ সঞ্চারিত হয়। একবার ভাবে মনে, “অনায়াসে এই রণে, পৃণিপতি পাবেন বিজয় ॥ निष्ठा मिठा नवं नर, অনুরাগ মহোৎসব, মাতিৰে তাইতে মণ প্ৰাণ । సినీ মন-জীশ পূর্ণ হবে, পতি-প্ৰেম সুধীসবে, প্রেম-তৃষ্ণ হবে অবসান। কপোত-দম্পতির মত, সোহাগ বাড়িবে কত, ठिज थांश छुॉफ़ांशंफ़ि नग्न । হইবে চন্দনচয়, সাধুসম সদাশয়, ধীরে ধীরে পসন-হৃদয় । বীরের নন্দিনী আমি, বীরবর মম স্বামী, বীরপ্ৰসবিনী হব শেষ । বাহুবলে পুত্ৰগণ, করিবেক সুশাসন, বাড়িবেক পুগলের দেশ।” পুনঃ ভাবে অন্য মত, “রণে যদি হন হত, আমার হৃদয়-অধিকারী। কি হবে আমার দশা, কোথা রবে এ ভরসা, কোথা রবে আশা মনোহারী ? রাঠোরের বন্দী হব, দাসীবৃত্তি লয়ে রব, ভাবিলে তা হৃদয় বিদরে। হায় হায় হরি হরি, আর কি উপায় মরি, কারে কব যে ভাব অস্তরে । হায় কেন গুণ শুনে, বাধা গেল প্ৰেম-গুণে, অর্থল সরল মম মন ? হায় কেন এর সনে, দেখা হলো ফুল-বনে, প্রেম-দীপ তাহে সন্দীপন। হায় কেন সংগোপনে, প্রেম-বত উদ্‌যাপনে না করিনু কানন গমন ? সাধুর মঙ্গলোদেশে, ধ্যানে ধরি পরমেশে, করিতাম জীবন যাপন । হায় কেন সভাস্থলে, বরমাল বরগলে, দিতে পাঠালাম সহচরী ? যে কিছু আমার দোষ, ভেবে হয় হৃদি-শোষ, হায় হায় কি উপায় করি ? হায় প্রেম-কিসলয়, সুখ-জলে উপজয়, মম দুঃখ-জলে উপজিয়া । অকালেতে বুঝি তার, বিনাশ হইল সার, প্রেম-হ্রদ যায় বা মজিয়া ।” এইরূপ নানারূপ, চিন্তাজলে চিত্ত-কপ, পুীবিত হতেছে মহিলার। কন্তু আশা, কভু খেদ, হৃদে করে রাজ্যভেদ, কন্তু করুশীয় অধিকার।