পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সদাকাল পুণ্যের প্রতাপে দীপ্ত বিমল মিহির হে ।। যদি আমি তোম। ত্যজি আগে যাই সেই সুখধামে হে । ভেব না ত্বরায় সুর্থী হবে তুমি সিদ্ধমনস্কাম হে ।” শুনিয়ে পতির কথা কহিছেন সতি। “কেমনে কহিলে নাথ এমন ভারতী । তুমি যাবে পরপারে হেথা রব আমি। এমন কি হয় ? আমি হব অনুগামী । নিকটে থাকিব আমি না থাকিব দূরে। হেরিব ঐ মুখ-শশী মন-সাধ পূরে। যদি শান্ত হও নাথ তুষিব সেবায়। শম নিবারিব তব অঞ্চলের বায়। যদি হে আহিত রণে হও গুণধাম । বিশল্য ঔষধে ক্ষত করিব আরাম । ধুইব অস্বকৃ-ধারা নয়নের জলে । মুঝাইয়ে দিব অঙ্গ বিমুক্ত কুন্তলে। রণস্থলে বাড়াই উৎসাহ-প্রবাহ। আমারে না ত্যজ নাথ সঙ্গে কবি লহ । পরাইব শিরস্ত্রাণ সনুহি সুন্দর । বেঁধে দিব সরাসন সিরোহী খঞ্জর । কি ভয় আমার নাথ সংগ্রামের স্থলে ? রাজপুত্র-তেজ অগ্নিসম দেহ জলে। যদি মম ভাগ্যদোষে ঘটে অমঙ্গল । তা ভাবিয়ে নহি আমি ক্ষণেক বিকল । তব অনুগামী আমি জীবনে মরণে । চল নথি এ দাসীরে সঙ্গে লয়ে রণে।" শুনি পেয়সীর বাণী সাধু নিরুত্তর। নদী পারে যেতে সবে কহিল সত্বর । এমন সময়ে আসি অনুচর কয়। “রাঠোরের দূত এক শিবিরে উদয়। এই পত্র অনিয়াছে শুন গুণাকর ।” পত্র লয়ে করে পাঠ করে বীরবর। _ _ “গুন ওহে ভট-কুল-ভূপাল-নন্দন। তব সহ সম্মুখ-সংগ্রাম অশোভন । & কৰ্ম্মদেবী ‘90) মম সহ সহস্ৰ সহসূ, দলবল । অনুবল মিহিরজ যেন আখণ্ডল। তব সঙ্গে অাছে ভট্ট কতিপয় শত ইহাতে সন্মুখ-রণ নহে ন্যায়মত। ইথে অপযশ মম ঘুষিবে সকলে। অতএব দ্বন্দুযুদ্ধ * উচিত এ স্থলে । জানিতে বাসন তব কিবা অভিলাষ । বিলম্ব না হয়, তাতে কার্য্যের বিনাশ পত্র পাঠ করি সাধু হসিত তাধর । অমনি পাঠায় লিখি তাহার উত্তর । প্রত্যুত্তর “শুন হে মন্দোর-পতি রাঠোর-কুমার । যাহা অভিরুচি তব, তাঁহাই,আমার । ফলে পূর্বকল্পে নাহি দ্বিধাভাব মম । সহস রাঠোর সহ শত ভট্ট সম।। তবু তব লোক-লজ জা-রক্ষণ অাশয়। তব মতে মত মম অন্যমত নয । আমার বিলম্ব নাই জানিহ বিশেষ । নদী-পারে যাইবারে দিয়াছি আদেশ । চন্দনীর পুলিনে নেমেছে সেনা সবে। অবিলম্বে পর-পারে উপনীত হবে ।” ভাঙ্গি কুশকাশ বেণা, পুলিনে নামিল সেনা, কিবা শোভা হেবি চন্দনায় । প্রভাত-ভানুর করে, কিবা বাকৃমক্‌ করে, অীয়স-কবচ সব কায় । সকলের আগে অাগে, বিমল অম্বরভাগে, উড়িতেছে ভটির নিশানা। প্রভাত-পবনে রঙ্গে, উড়িছে এমন ভঙ্গে, বিপক্ষে কি করিছে তাহান ? বাহিনীর মধ্যখানে, আরোহী তুরঙ্গ-যানে, সাধু যান লয়ে বনিতারে। উদ্ধে কিছু দৃষ্ট নয, কেবল বল্লমচয়, শোভা পায় কানন-আকারে ।


- -

  • উভয়পক্ষের সম্মুখে छउग्रश्रृंक्रीब्र मूझे छन

নির্বাচিত প্রতিযোগীর যুদ্ধের নাম বন্দুযুদ্ধ।