পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগুভাগে জয়তঙ্গ, নয়নে লোহিত রঙ্গ, বীরমদে মত্ত অবিরত । পাছ-বংশে অবতার, সিংহ সম মহামার, শিরোদেশ বিশেষ আয়ত । ব্যাঘসম ভয়ঙ্কর, সঙ্গে শত ধনুৰ্দ্ধর, স্বল্প বটে যুদ্ধে যমদূত। মরণে নাহিক ভয়, আরোহিয়ে হয়চয়, নদী পার হয়ে যায় দ্রুত । তুরঙ্গের পদাঘাতে, ধবনি হয় তরঙ্গেতে, গভীর মধুর সেই ধবনি। চপৰ্ব চপৰ্ব চপ, 진 진, শু বণে শবণে সুখ গণি ৷ আবৰ্ত্তে পড়েছে কেহ, অস্থির তুরঙ্গ-দেহ, ঘূরিয়া বেড়ায় পাকে পাকে। কিন্তু সে সৈন্ধব হয়, তথাপি ব্যাকুল নয়, গরজিয়া উঠে ঘোর ডাকে । তুলিয়া বিপুল পুচছ, আবৰ্ত্ত করিয়া তুচছ তেজে উঠে ধায় তুরঙ্গম। লুতাতন্তু-জালিকায়, বরটা কি ধরা যায়, বিষম তাহার পরীক্রম । অবিলম্বে সেনাচয়, পারে অবতীণ হয়, বাছিয়া লইল নিজ স্থান । পড়িল ছাউনী ঠাঁট, সমর-পশরীহাট, ক্ষণমাত্রে হয় শোভমান। এই হলো নিরূপণ, পরাহুে হইবে রণ, পূর্বাহুে ভোজন-পান-কাল। বিশমি-বিলাস-ভরে, সবে পরিশম হরে, যথাকালে উদয় বিকলি । শু মেতে অবশ অঙ্গ, নিদ্রা যায় জয়তঙ্গ, যেন সুপ্ত ভুজঙ্গ ভীষণ । কাছে অশ্ব অভিরাম, শ্রীপঞ্চকল্যাণ নাম, প্রভুর পুহরী অনুক্ষণ। হেনভাবে খাড়া আছে, মক্ষিক না যায় কাছে, কি সাধ্য শত্রুর সমাগম । দূরে থেকে নাগরিয়া, জয়তঙ্গে নিরখিয়া, यांहत्वांश्ब्रिा निज डूब्रक्रन । উপহাস করণীশে, ধেয়ে যায় তার পাঞ্চে, चगनि श्रोइन यर्नुक्च्न । রঙ্গলাল-গ্রন্থাবলী চরণ উনুত করি, উগ্ৰচণ্ড মূৰ্ত্তি ধরি, বিঘোষণ করে ঘোরতর । জাগিয়া উঠিল পাছ, প্রসারণ করি বাহু দেখে শত্রু অদূরে উদয়। জিজ্ঞাসিছে হাস্য করি, “কি বাসনা অনুসরি, হেথায় আইলে মহাশয় ? হেরি মোর নিদ্রীঘোর, গুপ্তচর কিবা চোর, সেইরূপ দেখি তব ধারা। ছি ছি এ কি ক্ষত্রিধৰ্ম্ম, ধিক্ ধিক্ হীনকৰ্ম্ম, হইয়াছ বুদ্ধি-শুদ্ধিহারা।” শুনি মিহিরজ কয়, এ রহস্য মন্দ নয়, রণ-বতে বর্তী যেই জন । নাহিক তাহার দায়, যুদ্ধকালে নিদ্রা যায়, ন-ভূত ন-ভাবি এ ঘটন। নিকটে আইলে দোষ, দেখাও আক্রোশ রোম্ব, মিছে ঘুম ঘুমাইবে কত। সুখদ সংগ্রামক্ষেত্রে, क्लिन्न-निशैौनिऊ cनरज़, সুখে নিদ্রা যাবে অবিরত।” জয়তঙ্গ তদুত্তরে, কহিতেছে হাস্যাধরে, "দেখা যাবে কত শক্তি কার । কে কারে পাড়ায় ঘুম, মিছে কেন ধাম-ধূম, সে ঘুমের মন্ত্র তরবার। আমার বিলম্ব নাই, এই সজ্বজ ধরি ভাই, একমাত্র প্রার্থনা আমার। ফুরায়েছে পান-পাত্র, অলস অবশ গাত্র, চাহি কিছু সুধার উধার।” বলামাত্র মিহিরজ, যথা রক্ত-সলিলজ, বণ ধর মদিরা মোহন । আপনি আনিয়ে দিল, অন্য পত্রি করে নিল, উভয়েতে করিল গ্ৰহণ। পানান্তে উভয় বীর বাছড়িয়া যায়। আপন আপন দলে প্রকাশে প্রভায়। দুই দল হইতে আসি রণবাদ্য কর। वांछांश्ल ८षांत्र शांमT रॉीरांज्ञा रॉछिन्न II বাদ্যহন্তে প্রতিহারী করিল ঘোষণ। বিদ্রোহের হেতুবাদ করির বর্ণন ॥ வகமாககம்மம்