পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মদেৰী भिजिल यांजिटग्र चूहे दीब्र । বঙ্কিম ভাবেতে চূড়া উনুত আয়ত শির। যেন এক সিংহী তরে, দুই সিংহ রণ করে, গরজিত ঘোর স্বরে, কম্পিত দুই শরীর। - কিরূপে বণিব সেই রণ । বর্ণনায় বর্ণ হারে, কে পারে করিতে বর্ণন ? কোন বীর নহে থাটি চটাপটি কাটাকাটি, ফুটি সম ফোটে মাট তুরগ-খুর-যাতন। ভীষণ গর্জন ঘন ঘন । যেন দুই দ্বিপ দ্বন্দুে দিগন্তে করে ঘোষণ। কিবা জহ মুনি-কন্যা, ধারা-পাতে ধর। কন্যা, আইলে পুবল বন্যা, গরজে অতি ভীষণ । জলে চারি চঞ্চল নয়ন । যেন আসি চারিখণ্ডে উদয় হলো তপন । চারি চক্ষে রক্তচছবি, অনল-লভিত হবি, কিবা কালান্তের রবি প্রকাশ করে গগন । হতচিত যত সেনাগণ । দুই বীর-পরাক্রম দূরে করে নিরীক্ষণ। বচাবচ দুই দলে, ধন্য সাধু কেহ বলে, কেহ অরণ্যকমলে দেয় জয়-সম্বোধন । তরবার ঘোরে বন্ধ বন । সিন্ধুতটে শত পাকে আবৰ্ত্ত ফেরে যেমন । • এই সোজা এই বঙ্ক, কটিতটে খুলে টঙ্ক, টুটে তরবার অঙ্ক, বরিষয়ে হুতাশন। টপাটপ টপকে টাঙ্গন৷ নিজ নিজ প্রভু-প্রাণ রক্ষণেতে সযতন। বিপক্ষের অসি লক্ষ্যে, স্থাপন করিয়া চক্ষে, বঁচিাইছে নিজ পক্ষে, চালনা করি চরণ। অস্ত্রাঘাতে অরণ্যকমল । যেন দিব। দ্বিপ্রহরে লোহিত সহস্র দল। প্রায় পূর্ণ ওষ্ঠীগত, তবু রণে জ্ঞানহত, বিষম বিক্রমে রত, হৃদে জলে ক্রোধানল । হের দেখ এমন সময় । হয় ছেড়ে সাধুবীর ধরায় পতিত হয় । পুনঃ ন উঠতে বসি, অরণ্যকমল পপি, হৃদয় উপরে রুমি, মারিল অসি দুর্জয়। যেন যজ্ঞোপবীতের প্রায় মুহূৰ্ত্তেকে কাটিলেক সাধুর কাঞ্চলকায়। లిa রণভূমে ডাকে শিব, বিগত হইল দিবা, ভানু অস্ত শোভা কিবা, সিন্ধুনদে লুকায়। ভট্টির শিবিরে হাহাকার । কি হইল কি হইল মুখে মাত্র সবাকার। আমাদের সবে ফেলে কোথা সাধু কোথা গেলে বিষম শোকাঙ্গুি জেলে করিলে হে ছারখার ! কৰ্ম্মদেবী কনক-লতার । শুকাইল চারুমুখ পুদোষ-কমলাকার । ছিলুমূলা যেন লতা, নিপতিতা পতিবতা, ক্ষণেক চৈতন্যহতা, নয়নে সহসধার। ক্ষণেকে হইয়ে সচেতন, পুহারিয়ে পুনঃ পুনঃ কপালে কর-কঙ্কণ । পূর্বকথা সকাতরে, শোক্যগু ভগুস্বরে, কহিছেন সহোদরে, পরিহরি রেদিন । “অরি মম জীবনে কি ফল ভাই, আর বল বাঁচিয়ে কি ফল ? নাখ-শোকে হৃদয় বিকল ভাই, জলে যেন প্রবল অনল । এ অনল জুড়াইতে আছে ভাই, কেবল সে চিতার অনল । দেহ তাঁর আয়োজন, এই শেষ ভিক্ষা ভাই করহ সফল । পতিবতা পত্নী যেই, পতিৰতে রতি তার, জীবনে মরণে। হারাইয়ে পতিধন, যতি-বতে ব্ৰতী হইবে কেমনে ? একান্ত যাহার রতি মতি সেই পতিপদ-পঙ্কজ-পূজনে। কেমনে যাইবে বিভু বিশৃপতি-ধ্যানে, নিদিধ্যাসনে, মননে ? কপোতিনী কপোত ধিয়ায়, হায় । বিধি আনি মিলাইল তায় । হইতে না হইতে মিলন-মুখ, ঘটিল বিরহ ঘোঁর দায়। কোথা থেকে আইল নিষাদ ক্রর, কপোতে মারিল বিষবাণে । কাতরা কপোত-বধু বিরহের বাণে, কিব৷ আশাস পরাণে ?