পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& কিন্তু কহ প্ৰায়শ্চিত্ত হইবে কেমনে। তোমার ভগিনী গত যবন-ভবনে । বিষ-বিসর্পণে হ'লে রুধিরে বিকার । কেমনে ধরিবে পুন: কাস্তি আপনার ॥” সে কথায় শুকাইল মানের বদন । পঞ্চগ্ৰাস অনু শিরে করিয়া ধারণ। তুরঙ্গে উঠিয়ে কহে সরোষ বচন । “আমাদের জাতিপাত তোমারি কারণ । তনুজা অনুজাগণে দিয়ে বিসর্জন । করিয়াছি তব দেশে শাস্তির স্থাপন । এখন ক্ষত্রিয়গণে করি পরিহার । দেখা যাবে কেমনে রাখিবা অধিকার । তবে জেন মম নাম মানসিংহ নয় । যদি তব সবর্বনাশ অচিরে না হয়।" প্রতাপে প্রতাপ কন, “আচছা দেখা যাবে। আহবে আমায় কভু বিমুখ না পাবে।” পারিষদ কহে এক দিয়ে টিটকারী। “সঙ্গে করি আপনিও হে দিল্লী-অধিকারী। তব বুনাইয়ের বল হইবে পরীক্ষা । দেখা যাবে সমরে কে কারে দেয় দীক্ষ) ।” ক্রোধে মান কম্পমান করিল প্রয়াণ । ক্ষত্রিয়গণ নদীজলে করে গিয়ে সুনি।। শুচি হেতু ধৌত বস্ত্র করিল পিধান । উৎখাতিল ভূমি যথা বসেছিল মান। সেই স্থল পবিত্র করিল গঙ্গাজলে । মেচছবৎ জ্ঞানে মানে মানিল সকলে। শ্যালকের দুর্দশ শুনিয়ে দিল্লীপতি। একেবারে ক্রোধানলে জ্বলিতাঙ্গ অতি ৷ ৰল দেখি ভবলীলা এ কি চমৎকার । যে আকৃবর করুণার সাগর অপার। যে আকৃবর সুবিচারে ধৰ্ম্ম-অবতার। যে আকৃবর বহুবিধ জ্ঞানের আধার। .cय यांद्बन्न ¢उनञ्जांन दिशैन श्रृंखन । সকল জাতির প্রতি সমান দর্শন। সেই গুণসিন্ধু শাহ শীলক বচনে । হিন্দুধৰ্ম্ম-সংহারে প্রতিজ্ঞা করে মনে । না থাকিবে ভারতে হিন্দুর স্বাধীনতা f জগতী হইবে পূণ্যভূমি পতিৰুতা । রঙ্গলাল-গ্রন্থাবলী বড় বড় রাজপুত কুলকন্যা ধরে। বড় বড় সরদার সেবা পরিচরে । পরিণীত নহে শুধু শশদীয়া বাল।। নহে পীত সে সিন্ধু নিঃস্থত চরুি হলো । নহে বশীভূত ভূপ উদয়-নন্দন। • এই অনুতাপদাহে দহে তনু-মন ৷ শাস্ত্র এই, যুক্তি এই, যেই হয় বীর। অধৰ্ম্মে বিপদে কভু না নোয়ায় শির।। সহস শত্রুতা থাকৃ প্ৰতিযোগী সহ। বিগ্ৰহ-ব্যসনে সদা অধৰ্ম্মবিরহ। কিন্তু বীর আকৃবরে সে ভাব কোথায়। করিল কুকীৰ্ত্তি শেষ শ্যালার কথায়। সাজিল উদয়পুর-দৰ্পচুর হেতু। উড়িল আকাশে অৰ্দ্ধচন্দ্র চিত্রকেতু । ബ:ജമ്മ=-- Tদ্বতীয় সর্গ যৌবনে যুবতী যথা পতিহীন হয়। সকল সম্পদ হত ব্যাকুল হৃদয় । বসন-ভূষণ ভোগ-যাগে বীতরাগ। দিবানিশি গত লয়ে ব্ৰত পূজা যাগ। সেইরূপ তরুণী-যতিনী প্রায় তুমি । প্রতাপের রাজ্যকালে ছিলে মরুভূমি। তরু দুর্গ-দেহে আর নাহি পূর্বশোভা । যেই শোভা শূর-বীরগণ-মনোলোভা ৷ উদয়ের সহ যবে যবনের রণ। । তাহে অন্তর্গত তব প্রতিভাতপন। একবার আমার প্রবল কোপানলে । কত কীত্তিকলা তব গেল রসাতলে । তার পর বেয়াজীদ করে আক্রমণ। পুনঃ তাহে তোমার লাবণ্য সংহরণ। অনন্তর আকৃবর সাজিয়া আসিল। যে কিছু বা ছিল বাকী সকলই নাশিল কে বলে জগদৃগুরু সে মোগলবরে । কেন বা তাহার মুদ্রা লোকে সমাদরে। • রাণা প্রতাপসিংহ । + রাণ পুতাপের পিতা উদয়সিংহ।