পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুর-হুন্দরী 8ፃ কোনরূপে নহে ক্ষান্ত অশাস্ত মোগল । শ্যালকের অপমানে হইল পাগল । বিশেষত: পুতাপের পুতাপ দুঃসহ। পাঠাইয়ে দিল পুত্রে সেনা-সিন্ধু সহ ॥ সঙ্গেতে আইল মানসিংহ মহাবেত । হায় ভিনু ধাতু প্ৰসবিল এক ক্ষেত। এই মহাবেত রাণবংশেতে সস্তুত । প্রতাপের কনীয়ান সাগরের মুত । ধনলোভে ধৰ্ম্মচু্যত হইল দিল্লীপুরে । দ্বেষানল যথ। কাশ্যপেয় স্বরসুিরে । প্রতাপের অন্য ভাই শক্তিসিংহ নাম। সেই স্বীয় জাতি জ্ঞাতি মাতৃ প্রতি বাম। মোগলের অনুগত, তারি সেবাকারী। স্বদেশ-বিরুদ্ধে অদ্য প্রহরণধারী। ; ধনহীন উপায়বিহীন, ভ্রাতৃহীন । মনে কর প্রতাপের কিরূপ দুদিন । কিন্তু যথা সাগর-তরঙ্গ পতিঘাতে। মহেন্দ্র অচল কভু শরীর না পাতে। পুতি প্ৰতিঘাতে তার মূলবদ্ধ হয়। সেরূপ সুদৃঢ়চেতা উদয়-তনয় । এই পণ সভাস্থলে করে মহাবল । “জননীর স্তন্য-দুগ্ধ করিল উজ্জল।” সেই পণ পালন করিব মহাশয় । হেন কীৰ্ত্তি হয় নাই হইবার নয় । সকল সাম্রাজ্য শুদ্ধ বিরুদ্ধ তাহার। একেশুর সহিল, রাখিল অধিকার । কত শত শত্রুভূমি দিল ছারখার । কতু বনে বাস, কভু পৰ্ব্বত মাঝার । আহার বনের ফল, পেয় নদীজল । মুখের শয়ন কাননের তৃণদল। বন্য পশু বন্য নর সহিত বসতি । এরূপে পালিল দারা-সুত মহামতি । মনে ভাবে আমি শিলাদিত্য-বংশধর । নমস্য কে আছে মম ভুবন-ভিতর। দূরে থাক যবনেরে সূতা সম্প্রদান। প্রাণ সত্ত্বে না মানিল বলিয়া প্রধান। অদ্যাপি পুতাপ-নাম শ্রত মুখে মুখে । কীৰ্ত্তিকলা লেখ যত রাজপুত্র-বুকে । কহিতে সে কথা কবি-নেত্ৰে বহে নীর । সত্য সেই প্রদীপ্ত করিল মাতৃক্ষীর। কেবল ঠাকুর পঞ্চ প্রতাপের বল। প্রাণপণে প্রভুসেব হৃদয় সরল। হিন্দুরাজ চক্রবর্তী কীৰ্ত্তি হয় শেষ । ভাবিয়। অস্থির কিসে রক্ষা পাবে দেশ । পুভু-পাশে সমরে জীবন যদি যায়। সেও শেয়: মোগল-দাসত্ব ঘোর দায়। প্রভুপাত্র-উচিছষ্ট পুসাদ উপাদেয়।• অমিয় তাহার সহ নহে উপমেয় । হেথা শুন সমাচার সামরসমিদে । আইল সলিম + রৌদ্ররস-পূর্ণ হৃদে ৷ আরাবল পবর্বত-পশ্চিম দিয়ে ধীর । প্ৰবেশিল মেরুদেশে কালানল প্রায়। হলুদাঘাটে প্রতাপ পাতিল নিজ থান। অমরের সাধ্য নহে তথা দিতে হীন । বাইশ হাজার মাত্র সেনার যোগান । গিরিকুটে সুসজ্বজিত রাখে মতিমাৰ । গিরিবজে রাজধানী ঘেরা অনুপম । জরাসন্ধ দুগসম বিষম-দুর্গম। কিবা উপত্যক কিবা অধিত্যক। স্থলে । নিবিড় কানন পায় শোভা সেনাদলে। আটালিক।-শিখরে কি পবর্বত-শিখরে । কোষযুক্ত আসি নিঝরের ভাতি ধরে। কৃতান্তকিঙ্কর সম দেখিতে করাল। পূহরণ পুস্তির ধনুক শরজাল । পুভুভক্ত অনুরক্ত ভাল নানা জাতি। সকলের আগে ভাগে রহে থানা পাতি ।

  • মহারাণ। নিজাধীন সামন্তদিগের সহিত ভোজনে উপবেশনাস্তব স্বীয পত্র হইতে কিয়দলু লইয়৷ তন্মধ্যে পধান মর্য্যাদাবান্ন ব্যক্তির প্রতি প্রসাদ করেন, এই প্ৰসাদের নাম দুন' বা "য়া" । এই সত্ৰম-পাপণার্থ সামন্তগণ অতীব লোলুপ, মানসিংহ এই পাত্রাবশিষ্ট উচিছষ্ট প্রাপ্ত না হওয়াতেই মিবারের সহর্বনাশ উপস্থিত হয় ।

† खांईंiश्रीौटब्रञ्च दांलT नांश ।