পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুর-সুন্দরী 8ఏ নিজ থামে ধরাইবে ধরাধীশ তায় । রাণীর দক্ষিণে স্থান পাইবে তথায় । অদ্যপি উভয়পুরে আছে এই রীতি। ভক্তির তনয় সুেহ কহে ধৰ্ম্মনীতি। কিন্তু বল একের বীরত্বে কি উপায় । মোগলের সেনা সীমাহীন গিন্ধু-পায়। চারিদিকে জ্বলিয়া উঠিলে হুতাশন । জলে কভু হয় নিবারণ ? লক্ষ লক্ষ মোগল করিল আক্রমণ । অগণিত কামানে অনল-খরিষণ । দলে দলে উটের উপরে বাধা তোপ । যেই দিকে বর্ষে গোলা সেই দিকে লোপ কি কহিব হলুদীঘাটে দুঃখের কাহিনী । বাইশ হাজার ছিল রাণীর বাহিনী । থাকিল হাজার অষ্ট চরম পছরে। বহিল রুধিৱ-নদী কন্দরে কন্দরে । পুভুভক্ত-প্যবণ-জাত তরঙ্গিণী । যশোরূপ জাম্বুলদ-রেণু-প্ৰসবিনী । শৌর্য্য-সুধাময় ফল ফলে যার জলে । যে পায় অস্বিাদ সেই ধন্য ধরাতলে । প্রদোষে প্রতাপ পুরে কলিলা পুস্থান । নির্ভয় চাতক-গতি পবনাসমান । পুরোভাগে পযস্বিনী বহিছে বঙ্কিাবে। এক লাফে তুবঙ্গ যাইল তার পারে। অশে ছুটে যুগল মোগল তার পাছে । থমকিয়া তারা সেই তটিনীর কাছে। প্রভ পায় চাতক আহত অতিশয় । নিকট হইল শত্ৰু জানিল নিশ্চয় । খুরের আঘাতে শৈলে উঠিছে অনল । জলধরে যেন ক্ষণপ্ৰভা বাল্যল । এমন সময়ে রাণী করেন শবণ। কহিতেছে স্বদেশ ভাষায় একজন । কহে ধন "ওহে নীল ঘোড়ার চালক।” শুনি সম্বোধন রাণ ফিরান মস্তক । দেখিলেন অশুীরোহী আর কেহ নয়। আপন অগজ শক্তিসিংহ মহোদয়। পিতা দিল অনুজেরে নিজ রাজ্যভার। • ক্ষোভানলে স্বদেশ ত্যজিল গুণধার। ধিক্ ধিক্ ধিক্ রে ধনাশা দুরশিয়। ভ্রাতৃপ্তেম-অমৃতে গরল উপজয়। শাহের সেবায শক্তি তদবধি রত। স্বদেশের প্রতিকূলে সম্প্রতি আগত।। মোগলসেনায় থাকি কলে লিলোকনা । একেশূব প্ৰতাপ করিছে পলায়ন । সেই ক্ষণে দ্বেষানল নিৰৰ্বাণ পাইল । পুনঃ আসি ভ্রাতৃস্নেহ হৃদয় ছাইল । মনে ভাবে হায় ধিক্ আমি দুরাচীর । আমার স্বরূপ কেবা আছে কুলাঙ্গার । ভ্রাতুভেদে বিচেছদে স্বদেশ পরিহার । পবের প্রসাদ-লোভে প্রবৃত্তি আমার । জন্মভূমি আর নিজ ভ্রাতৃ-পুতিকূলে । আসিয়াছি মদে মেতে ধৰ্ম্মনীতি ভুলে।

  • রাণী উদয়সিংহের ভোগাভাভ পুত্রনিকর ব্যতীত পঞ্চবিংশতি বিবাহিতাজাত পুত্র ছিল । মিবারদেশে জ্যেষ্ঠানুক্রমে সিংহাসন প্রাপণের নিয়ম সত্ত্বেও রাণী উদয়সিংহ তাই ভঙ্গ করিয়া স্বীয় সৰ্ব্বাপেক্ষা প্লেয়সী-গর্ভজাত জগৎমল্লকে রাজ্যভার পূদন বলেন। অশৌচকাল মধ্যে জগৎমল্ল সিংহাসনোপদেশন কমিলে শোণিতগড়ের অধিপতি আপন ভাগিনেয় প্রতাপসিংহকে রাণাপদস্থ করণমানসে চণ্ডাপৎ শেণীর পৃপান ও মিবারের রাজমন্ত্ৰী কৃষ্ণসিংহের নিকট উপস্থিত হইয়া জগৎমল্লের অন্যায রাজ্যগহণের কথা উল্লেখ করিলেন, তাহাতে সচিববর কছিলেন, মুমূর্য ব্যক্তি যদি দুগ্ধ পানেচছা করে, তবে তাহাও পদান করা উচিত, ফলতঃ আমি প্ৰতাপের পক্ষ । এই কথা কথনানিস্তর উভয বfজন্য রাজসভায যাইয়া জগৎমল্লকে সিংহাসন হইতে উঠাইয়া তলিমভাগস্থিত এক আসলে লগাষ্টয়া কহিলেন, “মহারাজ। আপনার ভ্রম হইয়াঢ়ে, সিংহাসন আপনার ভ্রাতা পতাপসিংহের।” মাতুল এবং মন্ত্রীর প্রসাদেই প্রতাপ সিংহাসন প্রাপ্ত হন । শক্তি বা শক্ত সিংহ প্রতাপের অগজ বৈমাত্রেয় ছিলেন ।