পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Çe রঙ্গলাল-গ্ৰন্থাবলী এইরূপ তিতিক্ষায় হয়ে দ্রবমন ৷ সলিমে কহিল, “অবধান জাহাপন । আরকারো কাৰ্য্য নহে প্ৰতাপের ধরা। আমি যাই তাহারে আনিয়া দিব ত্বরা ।” এইরূপ কৌশল করিয়া বীরবর। যুগল যবন সহ ধাইল সত্বর । পথে সেই তুরস্ক তুরঙ্গিদ্বয়ে নাশি। অনুজ-সমীপে শক্তি উত্তরিল আসি । দুই ভেয়ে দেখামাত্র কোথা থাকে দ্বেষ । পরস্পর আলিঙ্গন প্রণয়-আবেশ। হায় হায় ভ্রাতৃভাব বুঝে উঠা ভার। কখন কি ভাবে হয় আবির্ভাব তার। সম্ভাবে শীতল যথা তুষার তুষার। অভাবেতে যেন কালানল অবতীর । ধরাসনে চাতক পড়িল সেইখানে । একদৃষ্টে নয়ন আরোপি প্রভুপানে। শক্তি স্বীয় তুরঙ্গ ওঙ্কার নামাধর । অনুজেরে অর্পণ করিল বীরবর। যেই স্থলে চাতক ছাড়িল নিজ প্ৰাণ । সেই স্থলে হৈল এক মণ্ডপ নিৰ্ম্মণি ।। অদ্যাপিও চাতকের চৰুতার নামে। প্রতিষ্ঠিত আছে সেই হলদীঘাট গ্রামে। হাসি ভ্রাতৃ পুতি শক্তি কহে, “এ কি রীতি। রণভূমি ত্যাগ করা কোন ক্ষত্রনীতি। হেন কাৰ্য্য যেন নাহি কভু আর হয়। কুলের অযশ তাহে হইবে নিশ্চয়। যা হবার হইয়াছে শুন মহোদয় । এখানে বিলম্ব আর সুবিহিত নয় । এত বলি হত তুরঙ্গীর অশে চড়ি। NA সলিম-সমীপে ফিরে গেল দড়বড়ি।। কহে “জাহাপনা পথে প্রতাপের করে। মরিল সর্দারদ্বয় তুমুল সমরে । মরিল তাহার করে তুরঙ্গ আমার । এক আমি কি করিতে পারি বল তার।।" শুনি শাহস্থত হৃদে করে অবিশ্বাস। শক্তিসিংহ পতি কহে মুখে দন্দহাস। . “রাজপুত ধৰ্ম্ম নহে অসত্য কথন। কেন রাণাবৎ হেন কর বিড়ম্বন। সত্য কথা কহ দেখি নির্ভয় হৃদয় । বীর যেই কভু সেই ভীত নাহি হয়।” শুনি শক্তি কহে যথাযথ গমাচার । , “নিবেদন করি ওহে স_টি-কুমার । রাজ্যভার-ভারাক্রান্ত অনুজ অামার। গুরুভারে চঞ্চল চরণযুগ তাঁর । ভারাক্রান্ত ভাই যদি ভুমিশায়ী হয়। কেমনে দেখিব আমি কহ মহোদয়। • ভ্রাতৃদুঃখে দুঃখী নহে যেই নরাধম । বিফল তাহার দেহ বিফল জনম।" শুনি কথা সলিম কহেন তাঁর পুতি। “কহ বীর কৃতত্বের কি হয় দুৰ্গতি । দেশ ত্যজি, ভ্ৰাতৃ ত্যজি, ত্যজি আত্মজন। দিল্লীর আসনতলে লইয়া শরণ । যে দিল আশয়, কর অহিত তাহার। কহ রাণাবৎ কোন ধৰ্ম্মের বিচার। অতএব এ স্থান তোমার যোগ্য নয় । পুস্থান করহ যথা অভিরুচি হয়।” কথামাত্র শক্তিসিংহ লইয়া বিদায় । স্বীয় দলে বলে চলে ভোটতে রাণায় । উপহাররূপ কিছু দান সমুচিত। কি দিব অনুজে এই চিন্তায় চিন্তিত। চারিদিকে মোগল যুড়েছে অধিকার। মিবারের পূর্বেরূপ নাহিক বিস্তার। ভইসোর নাম দেশ করিতে উদ্ধার । পড়িল যবন সৈন্যে অনল-আকার। দুই দিনে দেশোদ্ধার করি মহামার। উদয় উদয়পুরে উদয়কুমার। উদার-হৃদয় রাণী পেয়ে পরিতোষ । অগজে সে দেশ দিল সহ রতুকোষ। অদ্যাপি শক্তির বংশ বিরাজিত তথ। । অমৃতের খনি রাজপুতনার কথা । "খোরাসানী, মুলতানী, আগল” আখ্যান । কুলকবি করিলেন শক্তিসিংহে দান। • કરે উপাদানের তাৎপৰ্য্য এই যে, যে দুই মুসলমান রাণী প্ৰতাপের পশ্চাদ্ধাবমান হন, उँीशबl cथांब्राजांन ७ गूनउन cनटभद्र यांशैौद्र ছিলেন।