পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूर्द्ध-धश्नब्रौ ইস্তাম্বুলে ক্রয় করে যত বিলজ্বজিত । অনঙ্গ-যজ্ঞের বলিস্বরূপ সজ্বজিত। বড় রূপে বড় ল্য হয় ডাকাডাকি । দক্ষিণ দীনার দানে নাহি রাখে বাকী । ধিক্ ধিক্ দ্রবিণাশ দুরিত এমনি । অপত্যের সে হ ছাঁড়ে জনক জননী । ধিক্‌ পুষ্পশরাহত পামরনিকরে। যুবতী জাতিরে যারা পশু-জ্ঞান করে। বসিয়াছে বিজাতীয় বরাঙ্গনাগণ । শিশির-সময়ে যথা সরোজকানন । রূপ বড় বটে কিন্তু লাবণু্যবিহীন । পিঞ্জরে কোথায় সুখী বনের হরিণ। নানা ভোগ-রাগ বটে দিল্লী-অস্তঃপুরে। কিন্তু তাহে মনের মানস নাহি পূরে ৷ হীরক শৃঙখল পদে হেমদণ্ডে বাস। সারিকা তাহাতে হৃদে লভে কি উল্লাস । না বসিলে নয় তাই বসিয়াছে হাটে । মনোদুঃখ অবিরিয়া কাপট্য কপাটে । বসিয়াছে আয়াগণ পদেশের নারী। অপাঙ্গের পরে পঞ্চশর মানো হরি । शर्व-बर्न छिक4 क्लिकूज़ कशनैौग्ना । বসিয়াছে রোমক রমণী রমণীয়। অরিক্ত কপোল কিবা প্রকাশে প্রভায় । গোলাপ ত্যজিয়ে আলি তাঁর দিকে ধায় । বিষ্ণুরিত বিপুল বিনোদ কলেবর । যুগল মরালবর চারু পয়োধর । হৃদয় সুরস সরোবরে মোদমান । লোহিত চুচুকপুট চঞ্চুর সমান। বসিয়াছে আরমানী গত আরমান । মোগল-মন্দিরে কোথা থাকে আর মান । মস্তকে মুকুট ধরা অমরী-আকার । खदछद्र यांउांग्र शाहब ब्रज़-श्रजकांब ।। বসিয়াছে য়িহুদী অবল সুপ্রবলা । রসিকা রসনা ছল কলায় চঞ্চলা । অলকে ঝলকে হেমমুদ্র থরে থরে । বিজড়িত মুক্তামাল স্তনপরিসরে। বসিয়াছে ঈরাণী তুরাণী কত অরি। কি বণিব বিশেষ বর্ণন করা ভার। අණී সহস্ৰ সহগ নারী অপ্সরী-আকার । দেশে দেশে বাছিয়৷ এনেছে সার সার । যথা নানা দেশীয় কুসুম বিমোহন। শোভা করে পাতশার প্রমোদ-কানন । কিন্তু কহ কেব। নাহি জানো এই কথা । বিদেশীয় পুষ্প নহে হাস্যমান তথ। । কুঙ্কুম কিঞ্জলক কভু মালবে মা হয় । কাশ্মীরেতে দেব-পুষ্প কভু জাত নয়। স্থানভ্রষ্ট হ'লে তার শোভা মাছি রয় । বিদেশেতে বায়ু তার আয়ু করে ক্ষয় । অতএব নিসর্গের বিপরীত এই ৷ যে করে এমন কাজ দূরাচারী সেই । বসিয়াছে তার কাছে মোগলবাহিনী । কামের কামিনী কিবা চাদের রোহিণী । প্রফুল্ল দাড়িমী সম লোহিত অধর । মাদকে ঘূণিত-পায় আঁখি ইন্দাবর। সুবৰ্ণ ঘুঙযুর পদে বাজে পদে পদে । বিশদ মেহেদী রাগ করকো কনদে । दनमळ cश्रृं*iाँश्वाँख केलगन दlग्न ! আfতরেতে তার করে যেখানেতে যায় || জরীতে জড়িত বেণী বিনোদ-বন্ধন । মেঘে যেন সৌদামিনী দেয় দরশন। মানমদে মাতেীয়ালা গুমান গধবে । হীন হেন বোধ করে অন্য নারী সবে । রাজ-রাজেশ্বর পতি পৃথিবী-প্রধান। মোগলের পদানত সব হিন্দুস্থান । যতেক আমীর-পত্নী অহঙ্কারে ভোর । অন্যদেশী অবলারা যেন সবে চোর । বিনোদ আরাম সেই শোভার ভাণ্ডার । স্থানে স্থানে পড়িয়াছে বস্ত্রের কাণ্ডার । রেশমী পশমী থোপ মুকুতার ঝারা । চন্দ্রাতাপ শোভে কত সুবর্ণের তারা । মাধবীমণ্ডপমাঝে কোন মনোরমা । বসিয়াছে সাজায়ে পসরা অনুপমা । কনকরঞ্জিত পত্রে লিপি মনোহর । প্ৰেমময় কবিতা গীতিকা তর তর । নাস্তালিক প্রভূতি হরফ হরবীজে । বেড়া তায় হীরক পল্লব-সরসিজে ।