পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুর-সুন্দরী কোথায় রুস্তম বীর প্রকাশে বিক্রম। পুত্র সাহরাব সহ বিগ্ৰহ বিষম।। কোথায় তৈমুরলঙ্গ চতুরঙ্গ-দলে। অগণিত অরি দেহোপরি দলে বলে । কোথায় লিখিত রোশনক গুণধাম | হেন চিত্রভঙ্গী যেন কথা কহে রাম ৷৷ কোথায় জেলেখা যুসফের পেমলেখ । কি ক্ষণে মিসরপুরে হয়েছিল দেখা ৷ কোথায় লয়লার পেয়ে মজনুমৃগণ । কি লগন তা মরি একি মনের লগন । আদিরস বীররস পৌরুষ-পূধান । এ জগতে এই দুই সুখের আধান । প্রেম ছাড়া বীর কোথা, বীর্য্য ছাড়া প্রেমী । ধুরা ছাড়া কভু স্থির নহে চক্রনেমি ৷ প্রবেশে নিগম-পথে * দৃশ্য মনোহর । পূকাও পাষাণময় যুগা বীরবর। যুগল তুরঙ্গোপরে সমর-ভঙ্গিম। পৃষ্ণুল্ল নয়ন-পদ্ম ঈষৎ রক্তিম। বিনিয়ে পথিক জিজ্ঞাসেন সমাচার । “কহ দ্বিজ সেই দুই প্রতিম কাহার।” শুনি বাণী কথকের লোমাঞ্চ শরীর | কহিতে সে কথা নয়নেতে বহে লীর । কহে “হে পথিক দেখ নাই কি এ দেশে । ঘরে ঘরে লেখা সেই দুই বীর বেশে । জয়মল্ল নামধর তার এক বীর । ७ङ्ख्बज कब्रिज ८गई छननीव्र ीत्व । রাঠোর বংশীয় বীর বেদনোর-পতি । কুলকুবলয়ে সুধাকর মহামতি।। চিতোরের তিজোশকে বীরত্ব তাহার । স্বকরে ছেদিল শক্র হাজারে হাজার । _ক্ষ নিগম্বদৃ ইতি অপভ্রংশ T__ f চিতোর-দুর্গ বীরত্রয় মুসলমানদিগের দ্বারা আক্রান্ত হয়। প্রথমতঃ আলাউদ্দীন পাঠান ভীমসিংহের সহিত যুদ্ধোপস্থিত করে, তাহ মরিচিত পদিনী উপাখ্যানে বিন্যস্ত আছে, দ্বিতীয়তঃ বেয়াজীদ নামক ঘোরতর পরাক্রাস্ত বর কর্তৃক তাহা আক্রান্ত হয়, এই বেয়াজীদকে ইউরোপীয়ের। বাজাজেট কহেন। তৃতীয়ত: আকুবর কর্তৃক Ꮏ' ●ፃ অন্যায় লমরে তারে মারে আকৃবর । আগন্তক গোলাঘাতে হত বীরবর । যে বন্দুকে মরিল সুরেন্দ্র গুণধাম । “সংগ্ৰাম” বলিয়ে শাহ রাখে তার নাম । নিজ গ্রন্থে গুণ তাঁর গায় বারে বারে । পুতিমূৰ্ত্তি আরোপিল দিল্লী পুরস্কারে । দ্বিতীয় পতাপ নামা চণ্ডবংশজাত। জগবৎ শ্রেণীর ঠাকুর সুবিখ্যাত। ষোড়শবর্ষীয় শিশু সিংহের সোসর। চিতোর-দুর্গের দ্বারে ত্যজে কলেবর । কতিপয় দিন পূর্বে জনক তাহার। রণক্ষেত্রে ঘোর যুদ্ধে পাইল সংহাৰ । জননী কুমার প্রতি করিল আদেশ । পিতৃবৈর-শোধে ধর অরুণিত * বেশ । পুত্রে পাঠাইয়ে সেই বীন-প্ৰসবিনী । কুকুম-রঞ্জিত বৰ্ম্ম পরিল ভাবিলী । সাজাইল বরে বিবিধ পহরণে। সহচরী দলে বলে প্রবেশিল রণে । প্রাণ প্রিয়তমা আর তাপন জননী। সমর-তরঙ্গে দেহ ঢালিল যখনি । জীবনের আশা ছাড়ি পতাপ তপন । মোগল সহিত আরম্ভিল ঘোর রণ । মন্ত মাতঙ্গিনীর সমান । চালাইল শিশু বীর ধীমা শীমান্ত । স্বপুরে হইল হত রাণার কল্যাণে । আদTাপি তাহার গুণ-গীত নানা গানে । সেই দুই বানেন্দ্রের প্রতিমা ভীষণ । অদ্যাপি দিল্লীব দ্বাবে আছে সুশোভন।। বারের সন্মান জানো বীর যেই জন । আকৃবরে ছিল এই উদার লক্ষণ । রবি শশী উপহাসে সিংহদ্বারচুড়া । অদ্যাপি নচিল কাল-দশনোতে গুড় । সেই সেন। Iচতোর আক্রান্ত হইয়। সর্বস্বাস্ত হয়, এই তৃতীয় আক্রমণকে পাজপুতের চিতোল বা তিজোশকে।’ কহেন ।

  • রাজপুতদিগেব যুদ্ধবাস লোহিত-ৰঙ্গে রঞ্জিত ।