পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না জানি সন্ন্যাসী এই হয় কোন জন । চল দিদি এখানে নাহিক প্রয়োজন।” প্রথম কহিছে, ‘সতি কারে ভয় কর । সংসার-বিরাগী এই মহাযোগীশূর। দেখ যোগি-দেহ পুঞ্জ পুঞ্জ তেজোময়। তুমি মুগ্ধ হেন সন্ন্যাসীরে কর ভয় । এই দেখ যাই আমি দেখাইতে কর । এসে। সঙ্গে কিছুই করে না মনে ডর।" এত বলি হাত ধরি করে টানাটানি । হইল দ্বিগুণ রাঙ্গা সতী-পদাপাণি।। অশ্রুমুখী হয়ে সতী রোমে কন বাণী । “কি দুঃখে ফেলিলে দিদি এখানেতে আনি ৷ হাসাইতে চাহ না কি রমণীসমাজ । হায় আমি মাটী খেয়ে করিনু কি কাজ । কেন মজিলল আমি তব প্রলোভনে । কি কবে বের তব এ কথা শবণে । বিনয়েতে ধরি দুটি তোমার চরণে । চল চল চল দিদি যাই নিকেতনে ৷” এমন সময়ে তথা আইল যোগিনী । দেখে দ্বন্দু পরায়ণ দুই সীমস্তিনী । কহে, “এ আনন্দধামে কি হেতু বিষাদ । শুনিলে দিল্লীর নাথ ঘটিবে পলাদ ।” বিবরণ শুনি পরে কহিছে বচন । “অনিচছায় প্রবৃত্তি প্ৰদান অশোভন ॥ " বিশেষত: জানি আমি শুন সুবদনি। এই যোগিবর হয় ভণ্ডচূড়ামণি । কেমনে আইল হেথা বুঝিতে না পারি। প্রমোদ পুমোদবনে কেন বামাচারী।” : শুনি কথা সন্ন্যাসী উঠিল রোম্বভরে । আরামের অন্য দিকে চলিল সত্বরে । যায় যথা মধুরিকা বেচিতেছে সুরা। বিনায়ে বীণায় গায় গাতিকা মধুর। । গীত । कांनां५छ् । দেখ কমলিনী-কলি প্ৰভাতে উদয় । नव-दथू गज किशो जानिउा-निजग्न ।

  1. त्रलांल-७थं हांबर्लाँ

অৰ্দ্ধ-বিকসিত মুখ, নয়নে বিতরে সুখ, অসফুট কারণে দুঃখ ভাবে অলিচয় । রাখে রূপ আবরণে, তাহে ক্ষোভ পেয়ে মনে, ফিরে যায় আলিগণে ব্যাকুল-হৃদয় । পরদিন দেখে আসি, নলিনী হয়েছে বাৰ্মী, যামিনী গিয়াছে মাশি রূপ রসময় । তাতএব বাক্য ধর, कन वृथा कांज इज़, যৌবন সফল কর, থাকিতে সময় । গীত শুনি হাসে যত সুরত-রঙ্গিণী । অরুণ-উদয়ে যথা সুর-তরঙ্গিণী । হেসে কহে কোন ধনী, "ভাল দেখি যোগী গাতে দেয় পরিচয় প্রকৃত সম্ভোগী। প্রণয়-বিয়োগে বুঝি যোগে দিলা মন । কহ হে নবীনা যোগী শুনি বিবরণ।।”. উত্তরে সন্ন্যাসী ধরে দ্বিতীয় সঙ্গীত। মোহিনীমণ্ডল মহা পাইল পীরিত । বহিfর । প্ৰেম-যোগে আছি নিরস্তর। ধ্যান ধরি সদ। পিয়া-মুখ-মুধাকর । সে মুখ সুধার স্থান, তাহে সোমরস পান, g করিয়া পবিত্র কবে হবে কলেবর । তাঁর পদ-রজ রঙ্গে, মাখিব পরম রঙ্গে, এমন বিভূতি কোথা ভুবন-ভিতর । বিনোদ কবরীজাল, - হবে মম মৃগ-ছাল, - মনোহর কমণ্ডলু হৃদয়-উপর । , ,