পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদি-কুণ্ডে স্নেহ-হবি, প্রণয় অনল ছবি, করি হে সোহাগ যৗগ যামিনী-বাসর। হেন কালে তথায় যোগিনী উপনীত । নিয়খি আমনি যোগী সমাপিল গীত । কহিছে যোগিনী রোমে, "রে রে ভণ্ড যতি। ভাল ভাল এই বটে যোগিযোগ্য রতি । যেমন দুৰ্ম্মতি তব সেরূপ দুৰ্গতি। পূৰ্ব্বজন্ম-কথা * মনে কর দুষ্টমতি । জাতিসার বলিয়া করই অহঙ্কার । চিন্তা নাহি হয় কিসে পাইবে নিস্তার । কথা শুনি সন্ন্যাসী চলিয়া গেল দূরে। অন্য পথে যোগিনী প্রবেশে অস্তঃপুরে। হেথা সতী সীমস্তিনী কিছুকাল পরে। প্রথমারে না হেরিয়া কাতর-অন্তরে । শুকাইল মুখশশী ভাবে মনে মনে । পরিহরি গেল দিদি আমার গঞ্জনে । আর বার ভাবে বুঝি লুকাইয়া আছে। অভাগীর রঙ্গ দেখে দাড়াইয়া কাছে । যারে হেরে সম্মুখেতে জিজ্ঞাসে তাঁহারে । .দেখেছ কি ভিকানের রাজ-প্রমদারে। " কেহ বলে, “সে কেমন না দেখি কখন।” কেহ বলে, “উপবনে কর অনুেষণ।।” কেহ নিরুত্তরে যায় মৃদু হাস্যাধরে। কেহ বা অস্তরে অতি পরিতাপ করে । ব্যাকুল হইয়া বালা ডাকে উচৈচঃস্বরে। কতু কুঞ্জে কুঞ্জে তাঁর অনুেষণ করে । শমজল বিন্দু বিন্দু ললাটে উদয়। সিন্দূর চন্দনবিন্দু পরিভ্রষ্ট হয় । অপ্রকাশ নহে, এতদ্দেশে এরূপ প্রবাদ অাছে, শাহ পূৰ্ব্বজন্মে এক ব্ৰাহ্মণতনয় ছিলেন, কৰ্ম্মদোষে শাপত্ৰষ্ট হইয়া যবনকুলে জন্মগ্রহণ করেন। অপর, আকবর শাহ জাতিসার ছিলেন, বোধ হয়, সুচতুর আকৃবর এইরূপ প্রবাদ প্রচার দ্বার স্বীয় হিন্দু পুজামণ্ডলে সমধিক প্রিয় হইবার চেষ্টা পাইয়া থাকিবেন । শুর-সুন্দরী QoS গলিত নয়নজলে দলিত অঞ্জন । কপেলি-কমলে যেন দ্বিরেফ রঞ্জন ৷ আকুল হইয়ে বসে বকুলের তলে । ঘন ঘন বহে শূস প্রতি পলে পলে। যেন কিরাতের জালে কপোত-মহিলা । মুক্তি-লাভে বছক্ষণে হয়ে যত্নশীল । পরিশেষে শান্ত-দেহে পড়ি এক ধাবে। মহুর্মুহু: শ্বাস ত্যজে নারে উঠিবারে । তরুতলে বসি এই স্থির করে সতী । যে পথে এসেছি সেই পথে করি গতি । শুনিয়াছি কাত্যায়নী অগতির গতি । অবশ্য আমীরে রক্ষা করিবেন সতী । এত ভাবি পূর্বপথে করিল গমন । প্রবেশে পুরীর মধ্যে সচকিত মন । দেখে রতু-সফটকের কত দীপাধার। নানারঙ্গে তাহে গাথা প্রভাপুষ্পহার। হেমপাত্রে স্বাহানার্থ ঈষৎ উদয় । ধূপচুর্ণ চারুগন্ধ বহে গৃহমন । জুলিছে ভিত্তির গাত্রে পুকা গু মুকুর । মন্দাকিনী যথা দীপ্ত কণে সুরপুব। এইরূপ নানা সভূজা নিরখে নয়নে । কিন্তু জন-প্ৰাণী নাই সেই নিকেতনে। দূরে দূরে মধুর বীণার ধবনি হয়। কোথায় সারঙ্গ-তানে সুধা বরিষয় । কোথায় মুরলীস্বরে মন করি চুরি । সতী ভাবে মায়ার রচনা এই পরী। भूब्रजैौन्न शैौउ --> বিবোট । কেন মত্ত হলি রে এমন । হেন মদ কোথা পান করিলি রে মন । সুধীর ভাণ্ডার যার সুচারু বদন, সে ত নাহি করে তোরে বিন্দু বিতরণ, জ্ঞান হারাইলে তুমি, করি দরশন। দরশন করি সুধা হলে অচেতন, না জানি করিলে পান কি হবে তখন, অবোধ না হেরি অাঁর তোমার মতন ।