পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

èe অতিশয় লালসাপরবশ বা জঘন্যরূপ কাপণ্য দোয়াশিত দেখি নাই।--অন্যান্য শ্রেণীর লোকাপেক্ষা তাহাদিগের অন্তঃকরণ এমত সুপ্ৰশস্ত যে, তাহার সহিত পরমেশুর এবং দিব্যলোকের বিশেষ সম্পর্ক আছে, এমত বলা যাইতে পারে ।” বৰ্ত্তমান সময়ে যে সকল ব্যক্তি ইংলুঙীয় বিদ্যায় সুশিক্ষিত নহে, তাহাবা মানসিক শক্তি-সমূহের পরিচালনাজনিত সুখসম্ভোগে বঞ্চিত বিধায় তুচছতর ইতর তামোদে অবকাশকাল অতিপাত করিয়া থাকে । “ইন্দ্রিয়ের ভোগে যবে অরুচি উদয় । দুর্বল নাড়ীপ গতি মন্দ মন্দ বয়। যেই চারু মুখে পুন; পূর্ণ তাহ হয়। সেই মনোহর সুখ অবগত নয় ।” অপিচ, কেবলমাত্র বিজ্ঞানবিদ্যায় বুদ্ধির তীক্ষ তা সম্পাদন-করণের শিক্ষা প্রণালীকে সম্পূর্ণ ব। সংশুদ্ধ রীতি বল। যাইতে পারে না । বিজ্ঞানবিদ্যা স্বভাবতঃ কঠিন এবং ঔৎসুক্যবিহীন. অতএব চিন্তাকরণ করণক ভবিকুসুমপুকুল্লকারী পরমগেীরবভাজন কলাকলাপের সাহায্য ব্যতীত তাহ প্রিয়ঙ্কর হয় না। বুদ্ধির পাখৰ্য্য সম্পাদনার্থ যেরূপ বিজ্ঞান-বিদ্যার প্রয়োজন, অস্তঃকরণের উৎকর্ষসম্পাদনাথ সেইরূপ কাব্যালঙ্কার প্রভূতি কলাকলাপের আবশ্যকতা। প্রত্যুত, উভয়বিধ পদার্থেরই শ্ৰীবৃদ্ধি-সম্পাদন অতিকৰ্ত্তব্য। বিজ্ঞানদ্বারা আকাশবিহারী জ্যোতিগণের যেরূপ পরিধি, পরিমাণ ও ब्रअॅलांल-७च्दांबलौ ংখ্যাদি নিরূপণ করা যাইতে পারে, কবিতা দ্বারা সেইরূপ তাহাদিগের অনিবৰ্বচনীয় শোভা-সৌন্দর্য্যাদি হৃদয়ঙ্গম করা যায়। যিনি এই দৃশ্যমান বিশুকে অপরূপ শোভা-সোদৃশ্যে আবৃত করিয়াছেন, তিনি আমাদিগের তত্ত্বতের পরিমাণ ও সংখ্যা নিরূপণ করিতে নির্দেশ করিয়া সেই অপূর্ব প্রতিভাপুঞ্জের রসজ্ঞ হইতে যে নিষেধ করিয়াছেন, এমত কথা কখনই যুক্তিসিদ্ধ হইতে পারে না । অতএব জগদীশূর কিরূপ নিয়মে ইহ-জগৎকে সৌন্দর্য্যরসে পুীবিত করিয়াছেন, তাহা এতদ্দেশীয় লোকেরা ইংলণ্ডীয় এবং সংস্কৃত মহাকবিদিগের গ্রন্থাঁধ্যয়ন পূর্বক অনুভব করুন । যাহারা তক্রপ অধ্যয়ন দ্বারা কৃতাৰ্থ হইয়াছেন, তাহাদিগের আস্তরিক সুখের পরিসীম। নাই, এমত সকল ব্যক্তি সংসারের ইতর চিন্তা ও ব্যতিব্যস্ত জনমণ্ডলীর সহবাস পরিত্যাগ করিয়া নৈসগিক সামান্য শোভাবলোকনে অত্যন্ত পুলকিত হন --- “সামান্য কুসুম-কলি কদলে কলিত। সামান্য বিহঙ্গনাদ পবনে চলিত। সাধারণ সূৰ্য্য আর সমীর, আকাশ। তাহার নিকটে যেন স্বর্গের প্রকাশ।।” এইরূপ কবি এবং কবিতার প্রশংসা বিশ্যেমতে করিলে তাহা গ্ৰন্থ-প্রমাণ হইয় উঠে, অতএব আর বাহুল্যোক্তি না করিয়া এ স্থলে এতাবনাত্র বলিয়া শেষ করি যে, হে স্বদেশীয় মহাশয়বর্গ, আপনারা ঘৃণিত উলঙ্গ আদিরসের কবিতার প্রেম পরিহারপূর্বক বিমলানন্দদায়িনী কবিতার প্রীতিরসে প্রবৃত্ত হউন। ইতি।