পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশ্রনী-ডপাখ্যাল به حبیبیسی سیستم یک جمجسمه سه جه সূচনা নবীন ভাবুক এক ভ্রমণ কারণ। ভারতের নানা দেশে করি পর্য্যটন । অবশেষে উপনীত রাজপুতানায়। বসুধা বেষ্টিত যার কীৰ্ত্তি-মেখলায়। দেখিলেন আজামীল-পুরী আজমীর । যশলীর যোধপুর অাব বিকানীর। কোটা বুদি শিখাবতী নীমচ সারয়ে । উদয় উদয়পুরে পৃফুল্ল-হৃদয়ে। জয়সিংহ-পুরী জয়পুর চারুদেশ। যার শোভা মনোলোভ বৈকুণ্ঠ বিশেষ । ভ্ৰমি বহু রাজপুরী সানন্দ অন্তরে। প্রবেশেন একদিন চিতোব নগরে। দেখেন অচল এক অতি উচচতর । তার নিয়ে শোভাকর সুন্দর নগর । গিরিপথে শোভে গড় প্রাচীর-বেষ্টিত। রাজচক্রবর্তী হিন্দু-সূৰ্য্য * প্রতিষ্ঠিত। ধরীধর-অঙ্গে শোভে নানা তরুবর । নয়নের পূীতিকর ওষধি বিস্তর। কোন স্থলে মৃদুস্বর করি নিরস্তর। উগরে নিঝরচয় মুকুতা-নিকর। তরুণ অরুণ ভাতি জলে কোন স্থলে । পূবালের বৃষ্টি যেন হয়েছে অচলে। কোথাও তটিনীকুল কুল কুল স্বরে। শেখরের শ্যাম-অঙ্গে চারু শোভ করে।

  • উদয়পুরের রাণাদিগের আদি-পুরুষ বাপৃপা

রাও অন্যান্য উপাধি মধ্যে এই গেীরবাজুক উপাধি গহণ করেন । যেন রঘুপতি-হৃদে তীরকের হাল । ঝলমল ভানু করে করে অনিবার । বিবিধ বিহঙ্গে নানা স্বরে গান করে । সন্তাপীর তাপ দূর মন-পাণ হরে। তাহা এইরূপ শোভা আতি অপরূপ উথলয় ভাবুকের বিভাবনা-কূপ । সরসী সরিৎ সিন্ধু শেখর সুন্দর। গগনা গহবর বন নির্ণরনিকর । দিনকর নিশাকর নক্ষত্রমণ্ডল । মেঘমালে তড়িতের চমক উদ্ভূস্বল। ইহ খলু নিসর্গেল শোভা অনুপম । যাহে জন্মে ভাবুকের বিলাসবিভ্রম। যে সুখের তুল্য সুখ আর কিবা হয় ? त्रि-यमूंश्च उिन्ा यगृजृङ नय । দেখ দেখি ভবভূতি আর কালিদাস। কাব্যে সেই রস কিবা করিলা পকাশ । মহামহীপালগণ সভার ভিতর । মহাবতুরূপে খ্যাত দেশ-দেশান্তর। কিন্তু তারা সেই সব সভার বিষয় । না বণিয়া কিছুমাত্র ভাব রসময়। প্রকৃতি রূপের ছটা করি দরশন। করেছেন কাব্য সুধা-সার বরষণ । পাঠমাত্রে লোমাঞ্চিত হয় কলেবর । ধন্য ধন্য কাব্যশক্তি রসের সাগর । আয় মন । চল যাই সেই সব দেশে । যথায় প্রকৃতি সাজে মনোহর বেশে । দেখিবে বিচিত্র শোভা শৈল আল জলে । শুবৰ্ণ জুড়াবে তটিনীর কলকলে।