পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ কন্দরে কন্দরে ফুটে কুসুম অশেষ । শরীর জুড়াবে যাবে সমুদায় কুেশ । এইরূপ নানা শোভা দেখিতে দেখিতে । পথিক উঠেন দুর্গে পুলকিত চিতে। বিশেষ দুর্গম পথ পাঘাণে বচিত। ভুজঙ্গের গতি সম ক্রোশ পরিমিত। ক্রমে ক্রমে পবিহার করি ছয় দ্বার । উপনীত যথা সিংহদ্বার সুবিস্তার। অতিশয পুরাতন কীৰ্ত্তির প্রকাশ । হইয়াছে কত তরু লতার নিবাস । খচিত বিবিধ কার্য্য দ্বারদেহময় । মৃত্তিমান কত শত দেবী-দেবচয়। যবনের কার্য তাহে নহে দৃশ্যমান। দ্বার যেন কৃতান্তের ফাটক সমান। তদন্তে শোভিত দেবালয় দুই ভিতে । পণ্যবীপি পূর্ণ সারি সারি পশারিতে। বৃহত্তর মনোহস পাসাদ পূচল । কাল-দন্তে পতিক্ষণ হইতেছে চর। নগরাপিষ্ঠীরী করা হত্রী মহাদেবী । চিতোঁকেন সবর্ণনাশ সীল পদ সেলি । বযেছে তাহার মঠ পর্লন্ত-প্রমাণ । অষ্টভূজা করি-জরিপনে অধিষ্ঠান । মহাকাল এক-লিঙ্গ * শিল অনুপম । নন্দির-সমীপে কত দণ্ডীর আশম । এ সকল নিবখিয়ে পথিকেল চিত । মলিনতা মেঘজালে হইল জড়িত। মানসে কলেনা চিন্তা কোথায় সেদিন । যে দিনে ভারতভূমি ছিলেন স্বাধীন। অসংখ্য বীরের যিনি জনা-পদায়িনী । কত শত দেশে রাজ-বিধি বিধায়িনী । এখন দুর্ভাগ্যে পরভোগ্য পরাধীনী । যাতনায় দিন যায় হয়ে অনাথিনী । কোথা সে বীরত্ব জাঁর বিক্রম বিশাল । সকলি করেছে গ্রাস সৰ্ব্বভুক কাল ।


• বাপৃপারাওর ইষ্টদেবতা এই শিবলিঙ্গের পুকুত মন্দির নাগিন্দ্রনামক স্থানে আছে, ঐ নাগিন্দ্র উদয়পুর হইতে পঞ্চ ক্রোশ অস্তরে স্থিত। একলিঙ্গের পূজকের হার্যত ঋষির বংশধর । রঙ্গলাল-গ্রন্থাবলী এই যে ভীষণ দুগ না জানি কাহার ? কত বীর করেছেন ইহাতে বিহার । এখন দরিদ্র-দশা দৃশ্য সর্বস্থানে। মলিনতা প্রবলতা যেখানে সেখানে । কোথায় উৎসাহ রঙ্গ হাস্য মহোৎসব ? তেজোহীন জনগণ যেন সব শব । এইরূপ ব্যাকুলিত হয়ে চিন্তাকুলে । আইলেন শেষে এক সরোবর-কুলে। झल क्लल कहत्व स्त्रज दिशज ठेङ्खल । সন্তরণ করে তাহে রাজহংসদল ৷ চারি ধার বাধা তার বিমল উপলে । অদ্যপি পতিত নহে কালের কবলে । তার মাঝে চারু দীপ রচিত পাষাণে । হেন মনোলোভা শোভা নাহি কোন স্থানো | তাহে রম্য হৰ্ম্ম্য এক অতি পুরাতন । হুতাশনে দগ্ধ প্রায় হয় দরশন। দেখিয়ে পথিক মনে ভাবেন তখন । কি হেতু হইল ইর্থে এ হেন বরণ ? এমন সমযে এক পূচীিন ব্ৰাহ্মণ । যtলাশয়ে জলাশয়ে দিলেন দশন । করপুটে জিজ্ঞাসেন পথিক তাহারে । “কহ দ্বিজ, এই পুরী বৃত্তান্ত আমাৰে।” বিপ কন, “শুন ওহে পথিক সুজন । করুণ রসের সিন্ধু স্থান-বিবরণ। শবণেতে দ্রব হয় পাষাণ-হৃদয় । অভাবুক হৃদে হয় ভাবের উদয় । রাজ-পুত্র ইতিহাস সমুদ্র সমান । এই সে চিতোর-পুরী তাঁর অদ্যিস্থান । । ত্রেতায় ছিলেন সূৰ্য্যবংশ দণ্ডধর। দ্বীপরেতে চন্দ্রবংশ ধরার ঈশুর। কলির প্রারম্ভে পুন: ভানুকূল-ভূপ। যাহাঁদের বীরত্বের নাহি অনুরূপ। দেব-বংশ শীলাদিত্য বিখ্যাত ধরায়। যার বংশজাত বাপৃপারাও-মহাকায় । একলিঙ্গ শিব পূজি বীরত্ব ধরিল। মোরি-বংশ মাতুলের সাম্রাজ্য হরিল ৷ করিল অশেষ কীৰ্ত্তি কি কব বিশেষ । হরিল বিক্রমবলে যবনের দেশ ।