পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশ্মিনী-উপাখ্যান ጳጳ শুনি সর্তী চলিলেন চঞ্চল-চরণে । কুরঙ্গিণী ধায় যথা কুরঙ্গ দর্শনে। রাজ-দম্পতির কথোপকথন । আসি ধীরে ধীরে, নিরখি পতিরে, নেত্রীর পদিনীর । ক্ষরে বিন্দু বিন্দু, হইল মুখ রুচির । কন নৃপবরে, “আজ কেন প্ৰাণেশূব ! হেরি হেন ভাব, স্বভাব অভাব, অশ্রপাত দর দর ? সুপাসিক্ত ইন্দু, গদগদ স্বরে, অধর মধুর, বৰণ সিন্দর, আজ হে পাণ্ডুর কেন ? সুধাংশু-বদন, পহুণ থাসেতে যেন । কেনা হে উদাসী, আমি তব দাসী, কও হে মনের কথা ? আমার কারণ, বুঝি হে রাজনৃ । 劇 পেয়েছ প্ৰাণেতে ব্যথা ? আমারি কারণ, হয় এই রণ, দেশে এত%অমঙ্গল । অামি অভাগিনী, তব সোহাগিনী, তাই হে রণ প্রবল । যদি ওহে পিয়, সামান্য ক্ষত্রিয়, ঘরণী হতে এ দাসী । তবে হেন রণ, मूर्ध्निा করিত কি হেথা আসি ? পরিপূর্ণ খনি, কত শত মাণ, কে তাঁর সন্ধান লয় ? ধনি-কঠহারে, নিরখি তাহীরে, চোরের লালসা হয় ৷ कि कब एाशिक, ধিকৃ প্ৰাণে ধিকৃ, শুন ওহে প্ৰাণাধিক। ধিক্ এ জীবনে, ধিক সে যৌবনে, রূপে গুণে ধিক্ ধিক্ । সুধার সদণ, যবন, কেন বা আমায়, করিল লাবণ্যবর্তী ? দরিদ্রের দারা, কুরূপ যাহারা, আমা চেয়ে সুখী অতি।।" এইরূপে রাণী, খেদে কন বাণী, পদাপাণি হানি শিবে । শুনি নপমণি, অধৈর্য্য আমনি, অভিষিক্ত অশ্রুনীরে । বাহু পসারিয়া, यांजिष्ठान लिग्ना, রাণীরে লইয়। কোলে । আদর করিয়া, কহেন মধুব বোলে। "কেন হে পেয়সী, রূপসী-পেয়সি, আপনায় অনুযোগ । কিব। দোষ তব, কথা অসম্ভব, মম ভাগ্যে কৰ্ম্মভোগ । পাইলে রতন. করিয়ে যতন, কেহ ভূপে কাল হবে । কেহ পদে পদে, মজিয়ে বিপদে, দন্ত্র্য-করে পাণে মবে। তুমি হে আমার, পাণের তাধার, পাণ দিব তব লাগি । যাক্ রাজ্য ধন, নাহি প্রয়োজন, হই হব দুঃখভাগী । সব দিব ডালি, তবু কুলে কালি, প্রাণসত্ত্বে না হইবে । হাজার রাজার, রাজ্য কোন্‌ ছার, তব মূল কেবা দিবে ? কি কব বচন, _ ক্ৰোধ-হুতাশন, কহিতে জলিত হয় ? তাই হে আমার, আজি এ পকার, হইয়াছে ভাবোদয় । *ांग्ल দুরাশয়, সন্ধির অtশয়, ফেদেছে এ লিপি-ফঁাদ । তবে ফিরে যায়, দেখিবারে পায়, যদি তব মুখ-চাঁদ। রাজ্য নাহি চায়, না করে এ বেষ্মি রঙ্গ ! ধিক্ বিধাতায়, আধর ধরিয়া, ধন-পিপাসায়,