পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান ማሕ নানারূপ রতু তায়, নিরমল প্রতিভায়, ঝলমল করে নিরস্তর। গজমুক্তাফলে কোন স্থলে, সূৰ্য্যকান্ত মণিশ্রেণী জলে। কোথায় বৈদুৰ্য্য ভাতি, কোথা হীরকের পাতি, ভানু-প্রভা হরে প্রভা-ছলে । কষিত কাঞ্চনে সুরচিত, নানা রতুরজি-বিখচিত। কবচ শরীরে তাটা, কাটবদ্ধ হীরাকাটা, কটিতটে কিবা বিরচিত । জঘন্য নগণ্য বামাকুলে, মণির ছটায় যায় ভুলে। পাদানী মুশীল সতী, পতিবতা পূণ্যবতী, অকলঙ্ক শশী ক্ষত্ৰকুলে। পতিধনা মনে মনে গণি, পতিরূপ ধনে ধনী ধনী । অন্য ধনে তুচছভাব, পতিরূপ আবির্ভাব, হৃদয়-গগনে দিনমণি। জ্ঞানহীন যবন-কুমার, এমনা অবোধ কোথা ত্যাব ? দেখাইয়ে রতুবিলী, পদ্মিনীর মন টলি, হরিবারে বাসনা সঞ্চার । হেথা ভীমসিংহ মহারাজ, বাব দিয়ে অমাত্য সমাজ । মন্ত্রণ। এরূপভাবে, কিরূপে যন্ত্রণ যাবে, কিরূপেতে রক্ষা পাবে লাজ । কোন স্থানে গিয়া কি প্রকারে, শত্রুর শিবিরে কি আগারে । সহ সব সহচরে, দেখবেন দিল্লীশুরে, সঙ্গে লয়ে নিজ বনিতারে । অবশেষে এই স্থির হয়, প্রকাশে দেখান যোগ্য নয়। বিহিত নিভৃত স্থল, না থাকিবে সৈন্যদল রবে মাত্র নরপতিদ্বয় । নয়নেতে না হইবে লক্ষ্য, উভয় দলের সেনাপক্ষ । আয়ুধ-বিহীন রবে, না লঙিঘবে সীমা সবে পদাতিক কিবা সেনাধ্যক্ষ । চিতোর গড়ের ছয় দ্বার, মধ্যে মধ্যে পরিখ বিস্তার । তার মধ্যে মধ্যে গড়ে, বস্ত্রের কাণ্ডীর পড়ে, কি বণিব তাহার বাহার । স্থানে স্থানে হীরক ঝলকে, ভানুকরে পলকে পলকে। মণিময় চন্দ্ৰতিপ, জলে রতু দপ্ত দপ্ত, যেন মেঘে দামিনী ঝলকে । চারিধারে গজমুকুতার, ঝালরেতে শোভা চমৎকার । ভিতরেতে দুই খণ্ড, সুবর্ণ-মণ্ডিত দণ্ড, স্থানে স্থানে সুশোভিত তার। যেখানে পদ্মিনী পৌর্ণমাসী, প্রকাশিত হইবেন আসি। সেই স্থান এইরূপ, রচনা করেন ভূপ, বিহিত গোপন অভিলাষী । গুপ্ত রবে কামিনীর কাযl. দৃষ্টি মাত্র হবে তার ছায়া । সহচরী তাঁর মাঝে, অকলঙ্ক শশী সাজে, উদিত হবেন নুপজায । সমাগত হইলে সময, দিল্লীপতি চইল উদয় । অগ্রসব হয়ে বায, তালিঙ্গিয়ে বাদশায়, ললে যান করিযা বিনায় । অনন্তর যবন-ঈশ্বর, পূবেশিযে কাণ্ডার ভিতল । কপিলেন মিলীক্ষণ, তন দিকে ত্যাচড়দিন, একদিকে মুকুর সুন্দল । দর্পণের চার ধারবণ, ভীমসিংহ কবেন মোচন । হইল মহেন্দ্রক্ষণ, অস্থির শাহীর মন, সচকিত হইল লেIচন । করিতেছে চায়। দলশন, যেন সব মাসলি রচনা, কাচেতে কাঞ্চন-কান্তি, চিত্ররূপে হয় ভ্রান্তি, মোহিনী সূরতি বিমোহন। s কভ ভাবে এমন কি হয়, চিত্র-চক্ষে পলক উদয় ?