পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুত্রদিগের সহিত পরামর্শ। অমাত্যগণের এই বাক্য-পরিশেষে । দৈববাণী অমনি হইল শূন্যদেশে। “ওরে রে পাষণ্ডগণ কর অবিশ্বাস। এই পাপে চিতোরের হবে সবর্বনাশ ।” শুনিয়ে হইল সবে স্তম্ভিতের প্রায়। চিত্ৰপুত্তলিকামত অচেতনকায়। চকিত স্থগিত নেত্রে উদ্ধৃদিকে চায়। বিনা মেঘে ধোব শবদ শুনিবারে পায়। দিবস তিমিরে পূর্ণ রক্তচছটা রবি। ঘন ঘন দেখা দেয় বিজলীর ছবি। ক্ষণে ক্ষণে ভূমিকম্প, চঞ্চল সকল । যেন ধরা চূণ হয়ে যাবে রসাতল । হইল শোণিতবৃষ্টি কাদে শিবাগণ । ভাঙ্গিল বিষম ঝড় বন উপবন । ভয়ে ভীমসিংহ ভূপ ভাবিয়ে ভবানী । কাতরে কুমারগণে কহিছেন বাণী । “আর কেন বিলম্ব সকলে অস্ত্র ধর । এ নব বয়সে সব মায়া পরিহর । वन स्थान छौबन ८यीवन श्रन्निवांत्र । সকলের আণ সুখ কর পরিহার। চল সবে সমর করিব প্ৰাণপণে । রাখিব জাতীয় ধৰ্ম্ম রুধির-তৰ্পণে। কুলধৰ্ম্ম রাখিতে জীবন যদি যায়। জীবনের সার্থকতা, ক্ষতি কিবা তায় ? কলের কলঙ্ক কে দেখিবে ক্ষত্র হয়ে ? রাজপুত-সুতা যাবে যবন আলিয়ে ? বিশেষে পদ্মিনী সতী পেয়সী আমার । যদিও তোমরা নহে গর্ভস্থ তাহার । তথাপি সবার প্রতি মাতৃভাব ধৰি । সদাকাল সমসুেহে পালিল সুন্দরী। প্রসূতি সমান ভক্তি করিয়াছ সবে । এখন করিলে রক্ষা ধন্য বলি তবে ।” শুনিয়ে পিতার বাক্য নির্ভয়হৃদয়। ধরিল সমরসজ্জা রাজপুত্ৰচয়। হয় এ কি পরিতাপ । এ কি মনঃর্কুেশ । মৃত্য মুখে পুত্রে যেতে পিতার আদেশ । রঙ্গলাল-গ্রন্থাবলী যৌবন-সাহস-বীৰ্য্য-রূপ-গুণধর । এক নহে যেন একাদশ দিনকর । এ হেন কুমার-চয় মরিবে অকালে । হায় হায় কি দুর্ভাগ্য তাদের কপালে। দুষ্টের অনিষ্ট-চেষ্টা পূরণ কারণ। হেন বীররতুচয় পাবে কি নিধন ? পরম পৌরুষ ধৰ্ম্ম দেশ-হিতৈষিতা । ক্ষত্রিয়ের বীর-বৃত্তি-চির প্রশংসিতা । এ সকল সাধু ধৰ্ম্ম ব্যর্থ যদি হবে। বিধাতার বিধানেতে ন্যায় কোথা তবে ? দুষ্ট যবনের পক্ষে অধৰ্ম্ম কেবল । মহাপাপ-মেঘমালা মানসে প্রবল। কি কদাশে চিতোরেতে আইল পামর । হত যাহে সহয সহ্য নারী নর। সূরিলে সহসা হয় এই প্রশূেদিয়। এমন দুরাত্মা লব্ধ হবে কি বিজয় ? তবে সেই শাস্ত্রবাক্য রহিবে কোথায় ? "যতো ধৰ্ম্মস্ততে জয়ঃ’ গীতার গাথায় । অরিসিংহের যুদ্ধ। দুর্গের দ্বিতীয় দ্বারে মহীপতি আসি দেন বার। বসিল ঘেরিয়া তারে তাঁরাকারে এগার কুমার। সেইদিন রাজ। তথা পরিহরি ছত্র সিংহাসনে । রাজ-পাটে যথাবিধি বরিলেন প্রথম নন্দনে । অরিসিংহ নাম তীর, তারিপক্ষে সিংহের সমান । তিন দিন পরে শূর সসৈন্যেতে রণভূমে যান। ঘোরতর রাগ-নাগ-গরলে আস্তর জরজর । অদ্ভুত বীরত্ব বীর দেখালেন শত্রুর ভিতর। কোটি কোটি তারা-মাঝে মৃগাঙ্কের প্রভাব যেমন । অস্থির শত্রুর দল চারিদিকে করে পলায়ন । কিন্তু সে পাঠানসেনা সীমাহীন সিন্ধুর সমান। সহস্ৰ সোয়ার মাত্র কুমারের সহিত যোগান। যেন কোটি ক্ৰৌঞ্চ সহ সহস্র মরাল যুদ্ধ করে। বিশেষে যবন-সৈন্য উঠিয়াছে গড়ের উপরে । যথা শেফালিকা ফুল বিতরিয়া গন্ধ মনোহর। প্রভাতে নিস্তেজ হয়ে ঝরি পড়ে ধরণী-উপর।