পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 बंत्रणांल-अंशांबलौ দিনেকের স্বাধীনতা, স্বগ-মুখ তায় হে, স্বগ সুখ তায় । এ কথা যখন হয় মানসে উদয় হে, মানসে উদয় । পাঠানের দাস হবে ক্ষত্রিয়-তনয় হে, ক্ষত্রিয় তনয় । তখনি জলিয় উঠে হৃদয়-নিলয় হে, श्मश्न-निलय । নিবাইতে সে অনল বিলম্ব কি সয় হে, বিলম্ব কি সয় ? আই শুন ! অই শুন । ভেরীর আওয়াজ হে, ভেরীর আওয়াজ । সাজ সাজ সাজ বলে, সাজ সাজ সাজ হে, সাজ সাজ সাজ । চল চল চল সবে, সমর সমাজে হে, সমর-সমাজ । রখহ পৈতৃক ধৰ্ম্ম, ক্ষত্রিয়ের কাজ হে, - ক্ষত্রিয়ের কাজ । আমাদের মাতৃভূমি রাজপুতানার হে, রাজপুতানার। সকল শরীরে ছুটে রুধিরের ধার হে, রুধিরের ধার । নাথক জীবন আর বাহু-বল তার হে, বাহু-বল তাঁর । আৰুনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার । কৃতান্ত-কোমল-কোলে আমাদের স্থান হে, আমাদের স্থান । এসে তার মুখে সবে হইব শয়ান হে, হইব শয়ান । কে বলে শমন-সভা ভয়ের নিধান হে, उदग्नद्धं निश्वांन ? ক্ষক্রিয়ের জ্ঞাতি যম * বেদের বিধান হে, বেদের বিধান । সূরহ-ইক্ষাকু বংশে কত বীরগণ হে, - কত বীরগণ । * যম সূর্য্যের পুত্র এবং ক্ষত্রিয়দিগের আদি যমও সূর্য্যপুত্র । পরহিতে, দেশহিতে, ত্যজিল জীবন হে, ত্যজিল জীবন । সূরহ তাদের সব কীত্তি-বিবরণ হে, কীক্তি-বিবরণ ! বীরত্ব-বিমুখ কোন ক্ষত্রিয়-নন্দন হে ? ক্ষত্রিয়-নন্দন । অতএব রণভূমে চল ত্বর যাই হে, চল ত্বর। যাই । দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তাঁর নাই। যদিও যবনে মারি চিতোর না পাই হে, চিতোর না পাই । স্বগমুখে সুখী হব, এস সব ভাই হে, এস সব ভাই ।” শুনিয়ে সাজিল লোক কিবা যুব শিশু। যে ছিল নিপুণ চাপে যুড়িবারে ইনু।। “মার মার’ শহদ করি সকলে চলিল । পুলয়ের কালে যেন সিন্ধু উথলিল । পাবকে পতঙ্গ যথা পড়ে বেগভরে । ছুটিল তুরঙ্গি-সেনা করবাল করে। যেন উৎস বদ্ধ ছিল শেখর গহ্বরে। পবর্বতের বক্ষঃ ভেদি ধাইল সত্বরে। উড়ে পর শুভ্রতর টোপর উপর । সোত মুখে ফেনরাশি যেন অগ্রসর। কতু উদ্ধে, কতু নীচে হয় চয় ধায়। তরল তরঙ্গ রঙ্গ শোভা হইল তায় । কোষমুক্ত অসিপুঞ্জ ধক্ ধৰ্ব্ব জলে। দিনকর-কর যেন জাহ্নবীর জলে । ওদিকে যবন উঠে একেবারে রেগে । ধাইল বিপক্ষ প্রতি ঘোরতর বেগে । যেন দুই পুবিত পয়োধি অঙ্গ ঢালে। মিলিল ভয়াল শবেদ পলয়ের কালে । পদ্মিনী-স্থানে রাজার বিদায় গ্ৰহণ হেথা ভীমসিংহ রায়, কদম্ব কল্পস প্রায়, লোমাঞ্চ শরীয় বীরবর।