পাতা:রজত-গিরি.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 مvمیہ۔ -ہ۔ =ہ۔-x = = = , یہ চমকিয় ) রঞ্জত-গিরি । ইন্দ্ৰধনু রঙে আঁকা বিহঙ্গ-মিথুন উড়ি উড়ি বসে কিবা এ শাখে ও শাখে— বিশ্রাম করি না কেন হেথা ক্ষণকাল । ওকি! ব্যাঘ্র-গরজন অদুর পাহাড়ে! আহাহা মানিনী তুই আছিস্ একাকী, হৃদয় ব্যাকুল হয় ভাবি যবে তোরে । হিংস্ৰজন্তু মুখ-হতে রক্ষা পাইবারে চলিতে হইবে মোর আরো কিছু পথ। (পদ্ম-সরোবরে পৌছিয়া ) এ কি ! এ কি ! কি সুন্দর মনোহর স্থান ! নিশ্চয় হইবে কোন ইন্দ্রজাল-ভূমি। সুন্দর সরসীধারে জীব জন্তু কত তৃষ্ণ নিবারিতে আসে, পদ-চিহ্ন তাই। জুথি জাতি পঙ্কজিনী—অসংখ্য ফুলের মিশ্রিত সৌরভ-ভার বহিছে মলয়— জুড়াইছে আহা কিবা ঘৰ্ম্মাক্ত শরীর! শুক-পার্থী বঁাকে বাকে উড়ে চক্রাকারে— মাণিকের চক্ৰ যেন ঘুরিছে গগনে। নানাজাতি পার্থী কিবা গাইতেছে গান, জুড়াইয়া যাইতেছে হৃদি মন প্রাণ। ইচ্ছা করে মানিনীরে! থাকিতি হেথা আমা সনে ভূঞ্জিতিসূ স্বরগীয় মুখ